কাজী নজরুল ইসলাম

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

জন্ম : ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ , ২৪ মে ১৮৯৯ সাল । পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসনসোল মহকুমার চুরুলিয়া গ্রামে ।

কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন কাজী ফকির আহমদ এবং মাতা জাহেদা খাতুন ছিলেন কাজী ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রী । নজরুলের পিতামহের নাম ছিল - কাজী আমিন উল্লাহ । নজরুল ১৯১৭ সালে ৪৯ নম্বর বাঙ্গালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করে করাচি যান । ত্রিশাল থানা এবং দরিরামপুর গ্রাম ছিল কবির স্মৃতি বিজরিত স্থান ।

তিনি কলহন মিশ্র , শ্রী কাঁধে বাড়ি বলরাম , সারথি , রুপকার , শ্রমসুন্দর , বনবুলবুল , পাইয়োনিয়ার , ধুমকতেু ছদ্মনামে লিখতেন । তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি নামে সমধিক পরিচিত । আনন্দময়ীর আগমনে কবিতার জন্য ব্রিটিশ সরকার কতৃক ১ বছর কারাদন্ডে দন্ডিত হন । প্রলয়শিখা গ্রন্থটি রচনার জন্য কবির ছয় মাসের কারাদন্ড হয় । ধুমকেতু নজরুরের সম্পাদিত অর্ধ সাপ্তাহিক পত্রিকা ।



গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -


০১ ) কাজী নজরুল ইসলাম কখন জন্মগ্রহণ করেন ? ➫ ১১ ই জৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ , ২৪ মে ১৮৯৯ সালে ।

০২ ) কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায় ? ➫ বর্ধমান ।

০৩ ) কোন কবিতা রচনার জন্য কাজী নজরুলকে কারাদন্ড দেওয়া হয় ? ➫ আনন্দময়ীর আগমনে ।

০৪ ) কাজী নজরুল ইসলামকে ভারতের কোন জাতীয় পদক দেওয়া হয় ? ➫ পদ্মভূষণ ।

০৫ ) কাজী নজরুল ইসলাম কবে ঢাকায় আসেন ? ➫ ১৯২৬ সালে ।

০৬ ) কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি ? ➫ ১৮৯৯ - ১৯৭৬ খ্রি: ।

০৭ ) লেটো গানের দলে যোগদান করেছিলেন কে ? ➫ কাজী নজরুল ইসলাম ।

০৮ ) বাংলাদেশের কোন স্থানটি কাজী নজরুল ইসলামের স্মুতির সাথে জড়িত ? ➫ দরিরামপুর ।

০৯ ) কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয় কখন ? ➫ ১৯৭৪ সালে ।

১০ ) ‘ ধুমকেতু ’ কোন কবির ছদ্মনাম ? ➫ কাজী নজরুল ইসলাম ।

১১ ) কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কখন ? ➫ ১৯৭৬ সালে ।

১২ ) কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি ? ➫ ধুমকেতু ।

১৩ ) কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন ? ➫ তেতাল্লিশ বছর ।

১৪ ) কাজী নজরুল ইসলাম কখন মৃত্যুবরণ করেন ? ➫ ১৯৭৬ সালের ২৯ আগস্ট ।

১৫ ) বাংলাদেশের জাতীয় কবি কে ? ➫ কাজী নজরুল ইসলাম ।

১৬ ) কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কাব্য গ্রন্থ কোনটি ? ➫ অগ্নিবীণা ।

১৭ ) ‘ অগ্নিবীণা ’ কাব্যের কবিতার সংখ্যা কত ? ➫ ১২ টি ।

১৮ ) ‘ অগ্নিবীণা ’ কাব্যের প্রথম কবিতা কোনটি ? ➫ প্রণয়োল্লাস ।

১৯ ) ‘ সঞ্চিতা ’ কোন কবির কাব্য সংকলন ? ➫ কাজী নজরুল ইসলাম ।

২০ ) ‘ মরুভাস্কর ’ কার রচনা ? ➫ কাজী নজরুল ইসলাম ।

২১ ) কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে কোন কাব্যটি উৎসর্গ করেন ? ➫ সঞ্চিতা ।

২২ ) ‘ বিশের বাঁশি ’ কাজী নজরুলের কোন ধরনের রচনা ? ➫ কাব্য ।

২৩ ) ছায়ানট কাজী নজরুলের - ➫ কাব্যগ্রন্থ ।

২৪ ) ‘ ফর্ণি - মনসা ’ কাব্যের রচয়িতা কে ? ➫ কাজী নজরুল ইসলাম ।

২৫ ) নজরুলের বিক্ষ্যাত কবিতা কোনটি ? ➫ বিদ্রোহী ।

২৬ ) নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি ? ➫ মুক্তি ।

২৭ ) কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয় ? ➫ সাপ্তাহিক বিজলীতে ।

২৮ ) ‘ বিদ্রোহী ’ কবিতাটি কাজী নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? ➫ অগ্নিবীণা ।

২৯ ) ‘ দারিদ্য ’ কবিতাটি কাজী নজরুলের কোন কাব্যগ্রন্থর অন্তর্গত ? ➫ সিন্ধু - হিল্লোল ।

৩০ ) ‘ নারী ’ কবিতাটি কাজী নজরুলের কোন কাব্যগ্রন্থর অন্তর্গত ? ➫ সাম্যবাদী ।

৩১ ) ‘ ঝিঙেফুল ’ কবিতার কবি কে ? ➫ কাজী নজরুল ইসলাম ।

৩২ ) কাজী নজরুল ইসসলামের উপন্যাস কোনগুলো ? ➫ বাঁধনহারা , মৃত্যুক্ষুধা , কুহেলিকা ।

৩৩ ) কাজী নজরুল ইসলামের ‘ মৃত্যুক্ষুধা ’ উপন্যাসটি কোন পটভুমিতে রচিত হয়েছে ? ➫ নিগৃহীত মহিলাদের ।

৩৪ ) কাজী নজরুল ইসলাম রচিত পত্রোপন্যাস কোনটি ? ➫ বাঁধনহারা ।

৩৫ ) ‘ ঝিলিমিলি ’ নাটকটি কে লিখেছেন ? ➫ কাজী নজরুল ইসলাম ।

৩৬ ) ‘ রুদ্রমঙ্গল ’ কার রচনা ? ➫ কাজী নজরুল ইসলাম ।

৩৭ ) কাজী ননজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ? ➫ ব্যাথার দান ।

৩৮ ) কোন কবিতা লেখার জন্য নজরুলের ১ বছরের কারাদন্ড হয়েছিল ? ➫ আনন্দময়ীর আগমনে ।

৩৯ ) বাংলাদেশ রণসঙ্গীতের রচয়িতা কে ? ➫ কাজী নজরুল ইসলাম ।

৪০ ) ‘ মানুষ ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? ➫ সাম্যবাদী ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলাম থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলাম থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *