ভাষা আন্দোলন

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থসমুহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -

১ ) কবর নাটকটি কোন পটভূমিতে লেখা ? ➫ ভাষা আন্দোলন ।

২ ) ‘ কবর ’ নাটকের রচয়িতা কে ? ➫ মুনীর চৌধুরী ।

৩ ) ‘ একুশের গল্প ’ গল্পের লেখক কে ? ➫ জহির রায়হান ।

৪ ) ‘ শহীদ স্মরণে ’ কবিতার লেখক কে ? ➫ মোহাম্মদ মনিরুজ্জামান ।

৫ ) ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম কবিতা কোনটি ? ➫ কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি ।

৬ ) ‘ স্মৃতিস্তম্ব ’ কবিতার লেখক কে ? ➫ আলাউদ্দিন আল আজাদ ।

৭ ) ‘ জীবন থেকে নেওয়া ’ চলচ্চিত্রের লেখক কে ? ➫ জহির রায়হান ।

৮ ) ‘ নিরন্তন ঘন্টাধ্বনি ’ উপন্যাসের লেখক কে ? ➫ সেলিনা হোসেন ।

৯ ) ‘ আরেক ফাল্গুন ’ উপন্যাসের লেখক কে ? ➫ জহির রায়হান ।

১০ ) ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস কোনটি ? ➫ আরেক ফাল্গুন ।

১১ ) ‘ আরেক ফাল্গুন ’ উপন্যাসের পটভূমি কি ? ➫ ভাষা আন্দোলন ।

১২ ) ‘ একুশে ফেবরুয়ারি ’ প্রথম সংকলনের সম্পাদক কে ? ➫ হাসান হাফিজুর রহমান ।

১৩ ) ‘ কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি ’ - কবিতার লেখক কে ? ➫ মাহবুব উল আলম চৌধুরী

১৪ ) ‘ Let there be Light ’ - প্রামাণ্য চিত্রটি কার ? ➫ জহির রায়হান ।

১৫ ) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেবরুয়ারি গানের গীতিকার কে ? ➫ আবদুল গাফফার চৌধুরী ।

১৬ ) ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় - গানটির রচয়িতা কে ? ➫ আবদুল লতিফ ।

১৭ ) ‘ পায়ের আওয়াজ পাওয়া যায় ’ - নাটকের পটভূমি কি ? ➫ মুক্তিযুদ্ধ ।

১৮ ) ‘ রাইফেল রোটি আওরাত ’ - উপন্যাসের লেখক কে ? ➫ আনোয়ার পাশা ।

১৯ ) ‘ আমার বন্ধু রাশেদ ’ - বইটির লেখক কে ? ➫ মোরশেদুল আলম ।

২০ ) ‘ এ গোল্ডেন এজ ’ - উপন্যাসের লেখক কে ? ➫ তাহমিমা আনাম ।

২১ ) ‘ হাঙর নদী গ্রেনেড ’ - উপন্যাসের রচয়িতা কে ? ➫ সেলিনা হোসেন ।

২২ ) ‘ আগুনের পরশমনি ’ উপন্যাসের উপজীব্য বিষয় কি ? ➫ মুক্তিযুদ্ধ ।

২৩ ) ‘ জলাংগী ’ - উপন্যাসটি কোন পেক্ষিতে রচিত ? ➫ মুক্তিযুদ্ধ ।

২৪ ) ‘ ফেরারী সূর্য ’ উপন্যাসের লেখক কে ? ➫ রাবেয়া খাতুন ।

২৫ ) মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ উপন্যাস কোনটি ? ➫ আমার বন্ধু রাশেদ ।

২৬ ) ‘ শ্যামল ছায়া ’ উপন্যাসের লেখক কে ? ➫ হুমায়ুন আহমেদ ।

২৭ ) ‘ দুই সৈনিক ’ উপন্যাসের লেখক কে ? ➫ শওকত ওসমান ।

২৮ ) ‘ খাঁচায় ’ উপন্যাসের লেখক কে ? ➫ রশীদ হায়দার ।

২৯ ) মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ‘ সেপ্টেম্বর অন যশোর রোড ’ - কবিতা রচনা করেন ? ➫ অ্যালেন গিনসবার্গ ।

৩০ ) ‘ বাসন ’ - কোন ধরনের রচনা ? ➫ মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য ।

৩১ ) ‘ দ্য লিবারেশন অব বাংলাদেশ ’ - গ্রন্থের লেখক কে ? ➫ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ।

৩২ ) ‘ লক্ষ প্রাণের বিনিময়ে ’ গ্রন্থটির রচয়িতা কে ? ➫ রফিকুল ইসলাম বীর উত্তম ।

৩৩ ) ‘ আমি বীরাঙ্গনা বলছি ’ - গ্রন্থের লেখক কে ? ➫ ড. নীলিমা ইব্রাহিম ।

৩৪ ) ‘ A search for Identify ’ গ্রন্থটির লেখক কে ? ➫ মেজর আব্দুল জলিল ।

৩৫ ) ‘ একাত্তরের ঢাকা ’ গ্রন্থের লেখক কে ? ➫ সেলিনা হোসেন ।

৩৬ ) ‘ একাত্তরের নিশান ’ গ্রন্থের লেখক কে ? ➫ রাবেয়া খাতুন ।

৩৭ ) ‘ আমি বিজয় দেখেছি ’ গ্রন্থটি কার লেখা ? ➫ এম . আখতার মুকুল ।

৩৮ ) মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা কোনটি ? ➫ একাত্তরের দিনগুলি ।

৩৯ ) মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিকথা কোনটি ? ➫ একাত্তরের দিনগুলি ।

৪০ ) ‘ একাত্তরের ডায়েরি ’ কার রচনা ? ➫ সুফিয়া কামাল ।

৪১ ) মুক্তিযুদ্ধের উপর লেখা ‘ আমার কিছু লেখা ’ এর লেখক কে ? ➫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

৪২ ) কার উদ্যোগে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ বিষয়কক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছে ? ➫ জিয়াউর রহমান ।

৪৩ ) ‘ একাত্তরের চিঠি ’ কোন ধরনের রচনা ? ➫ মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *