তথ্য_ও_যোগাযোগ_প্রযুক্তি_একাদশ_দ্বাদশ

কম্পিউটার MCQ | গুরুত্বপূর্ণ ২০০ টি প্রশ্ন

১ ) ল্যাপটপ সর্বপ্রথম প্রর্বতিত হয় কতসালে এবং কোন কোম্পানি তৈরি করে ? ➫ ১৯৮১ সালে , এপসন কোম্পানি ।

২ ) কম্পিউটার আবিষ্কার করেন কে ? ➫ হাওয়ার্ড এইকিন ।

৩ ) কম্পিউটারের জনক বলা হয় কাকে ? ➫ চার্লস ব্যাবেজকে ।

৪ ) IC চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার কোনটি ? ➫ অ্যালটেয়ার - ৮৮৮০ ।

৫ ) প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি ? ➫ Mark - 1 .

৬ ) প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ? ➫ অ্যাডা অগ্যাস্টা ।

৭) বিশ্বের সর্বপ্রথম ইলেট্রনিক কম্পিউটারের নাম কি ? ➫ ENIAC .

৮) আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে ? ➫ জন ভন নিউম্যানকে ।

৯) ন্যানো সেকেন্ড কি ? ➫ এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ ।

১০) বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত ? ➫ যুক্তরাষ্টে ।

১১) বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি ? ➫ আইবিএম - ১৬২০ সিরিজ ।

১২) বাংলাদেশে সর্বপ্রথম ইন্টানেট চালু কত সালে ? ➫ ১৯৯৬ সালে ।

১৩) মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি ? ➫ MS DOS .

১৪) গঠন ও ক্রিয়া নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায় ? ➫ তিন ভাগে ।

১৫) ডিজিটাল কম্পিউটার কোন সংখ্যার উপর ভিত্তি করে কাজ করে ? ➫ ‘ ০ ’ ও ’ ১ ’

১৬) হাইব্রিড কম্পিউটারের ইনপুট কোন প্রকৃতির ? ➫ এনালগ প্রকৃতির ।

১৭) হৃদযন্তের ক্রিয়া নির্ণয় , রক্তচাপ নির্ণয় ও পারমানবিক শক্তিচুল্লিতে কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় ? ➫ হাইব্রিড কম্পিউটার ।

১৮) সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের নাম কি ? ➫ সুপার কম্পিউটার ।

১৯) সুক্ষ বৈজ্ঞানিক গবেষণা , ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রন ইত্যাদিতে কোন কম্পিউটার ব্যবহার করা হয় ? ➫ সুপার কম্পিউটার ।

২০) পরম নামে সুপার কম্পিউটারটি তৈরি করে কোন দেশ ? ➫ ভারত ।

২১) বাংলাদেশ পরমানু শক্তিকমিশনে স্থাপিত প্রথম কম্পিউটারটি কোন ধরনের ? ➫ মেইনফ্রেম ।

২২) মিনি কম্পিউটারের প্রর্বতক কে ? ➫ কেনেথ এইচ ওলসেন ।

২৩) প্রথম মিনি কম্পিউটারের নাম কি ? ➫ পিডিপি -১ .

২৪) মাইক্রো কম্পিউটারের অপর নাম কি ? ➫ পার্সোনাল কম্পিউটার ।

২৫) প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করেন কোন কোম্পানি ? ➫ মাইক্রোইনস্টমেন্টেশন এন্ড টেলিমেট্রি সিস্টেমস ।

২৬) ১৯৮১ সালে প্রথম ল্যাপটপ বাজারে আনে কোন কোম্পানি ? ➫ এপসন কোম্পানি ।

২৭) দোয়েল ( DOEL ) ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কি ? ➫ টেশিস ।

২৮) টেশিস এর পূর্ণরুপ কি ? ➫ টেলিফোন শিল্প সংস্থা ।

২৯) কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ট্রানজিস্টর ব্যবহৃত হয় ? ➫ দ্বিতীয় প্রজন্মের ।

৩০) ইন্টিগ্রেটেড সার্কিট বা IC প্রথম কতসালে ব্যবহৃত হয় ? ➫ ১৯৫৮ সালে ।

৩১) কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপটিক্যাল ফাইবারের ব্যবহার কোন প্রজন্মের কম্পিউটারে করা হয় ? ➫ পঞ্চম প্রজন্মের কম্পিউটারে ।

৩২) এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কম্পিউটারের নাম কি ? ➫ হাইব্রিড কম্পিউটার ।

৩৩) প্রথম কম্পিউটারের কি ব্যবহৃত হয় ? ➫ বায়ুশূন্য বাল্ব ।

৩৪) Plotter কোন ধরনের ডিভাইস ? ➫ আউটপুট ।

৩৫) কোন মেমোরীটি Non - volatile অনুদ্বায়ী ? ➫ ROM .

৩৬) কম্পিউটারের প্রাইমারি মেমোরী কোনটি ? ➫ RAM .

৩৭) কম্পিউটারের মূল মেমোরী কি দিয়ে তৈরি ? ➫ সিলিকন ।

৩৮) কম্পিউটারের মেমোরী থেকে ডাটা উত্তোলনের প্রক্রিয়াকে কি বলে ? ➫ Read .

৩৯) MICR এর পূর্ণরুপ কি ? ➫ Magnetic Ink Character Reader .

৪০) কম্পিউটারের স্থায়ী স্মিতিশক্তিকে কি বলে ? ➫ ROM .

৪১ ) সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে কয়টি ? ➫ ৯ টি ।

৪২) LAN এর অপর নাম কি ? ➫ Network Interface Card .

৪৩) VDU এর পূর্ণরুপ কি ? ➫ Visual Display Unit .

৪৪) ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্বতিকে কি বলে ? ➫ টেলিমেডিসিন ।

৪৫) কম্পিউটারের ব্রেইন কোনটি ? ➫ মাইক্রোপ্রসেসর ।

৪৬) বর্তমানে বাংলাদেশের কোনটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে ? ➫ ব্যাংকের চেকবই ।

৪৭) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ? ➫ RAM .

৪৮) কোন সালে মাইক্রোপ্রসেসর তৈরি হয় ? ➫ ১৯৭১ সালে ।

৪৯) সিডি রম কোন ধরনের ডিভাইস ? ➫ অপটিক্যাল স্টোরেজ ডিভাইস ।

৫০) কয়টি BIT মিলে ১ বাইট হয় ? ➫ ৮ -৬৪ ।

৫১) হার্ডডিক্স মাপার একক কোনটি ? ➫ গিগাবাইট ।

৫২) মেমোরিকে ভাগ করা হয়েছে কত ভাগে ? ➫ তিন ভাগে ।

৫৩) এক গিগাবাইট = কত বাইট ? ➫ ১০ ‍৩০ বাইট ।

৫৪) কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড গঠনের সিস্টেম কোনটি ? ➫ Bytes .

৫৫) উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম কি ? ➫ ডেটা বাস ।

৫৬) বায়োসেন্সরের প্রথম ধারণা দেন কে ? ➫ অধ্যাপক ক্লার্ক ।

৫৭) খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কখন থেকে ? ➫ ১৯৬০ সালে ।

৫৮) ROM - BIOS এর মাধমে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তাকে কি বলে ? ➫ ফার্মওয়্যার ।

৫৯) BIOS এর পূর্ণরুপ কি ? ➫ Basic Input Output System .

৬০) কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে ? ➫ Boot .

৬১) বাংলাদেশে প্রথম বাংলা ফন্ট কি ? ➫ বিজয় ।

৬২) সাঁওতালি ভাষায় সফটওয়্যারের উদ্ভাবক কে ? ➫ মাইকেল সরেন ও ফিরোজ আহমেদ ।

৬৩) VIRUS এর পূর্ণরুপ কি ? ➫ Vital Information Resources Under Seize .

৬৪) ভাইরাস নামকরণ করেন কে ? ➫ গবেষক ফ্রেডারিক কোহেন ।

৬৫) মাদার অব অল ভাইরাস বলা হয় কোন ভাইরাসকে ? ➫ CIH ( চেরনোবিল ) ।

৬৬) সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম কোনটি ? ➫ UNIX .

৬৭) Break Up প্রোগ্রাম বলতে কি বুঝানো হয় ? ➫ নির্ধারিত ফাইল কপি করা ।

৬৮) কম্পিউটার ভাইরাস কি ? ➫ এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম ।

৬৯) Spreed Sheet প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয় ? ➫ হিসাব - নিকাশ ।

৭০) উইন্ডোজ ভিসতা কত বিটের সংস্করণ ? ➫ ৩২ ও ৬৪ বিটের ।

৭১) My Computer এর অবস্থান কোথায় ? ➫ 'C' Drive এ।

৭২) ওরাকল কোন ধরনের প্রোগ্রাম ? ➫ ডাটাবেজ সপটওয়্যার ।

৭৩) কম্পিউটারের বার্গ কি ? ➫ সপটওয়্যারের অন্তর্নিহিত ভুল ।

৭৪) GUI বলতে কি বুঝায় ? ➫ Graphical User Unit .

৭৫) সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয় ? ➫ ওর্য়াকস্টেশন ।

৭৬) কোন প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে ? ➫ ডিবার্গিং ।

৭৭) কম্পিউটারের মেগানিক্যাল ডিবাউসকে কি বলা হয় ? ➫ হার্ডওয়্যার ।

৭৮) CIH কি ? ➫ কম্পিউটার ভাইরাস ।

৭৯) কম্পিউটারের ডিজিটাল পদ্বতি কোনটি ? ➫ বাইনারি ।

৮০) ১২ কে বাইনারিতে প্রকাশ করলে কত হয় ? ➫ ১১০০ ।

৮১) বিসিডি কোডের বিটের সংখ্যা কত ? ➫ ৪ টি ।

৮২) কোনটি আলফা নিউম্যারিক কোড ? ➫ আসকি ।

৮৩) কম্পিউটারে যুক্ত বর্তনী অংশের সাধারণ গেটগুলোর নাম কি ? ➫ AND , OR ও NOT .

৮৪) Quary Language কোন ধরনের Language ? ➫ Database Language

৮৫) স্বল্প দুরত্বে নেটওর্য়াকিং এর জন্য ব্যবহৃত হয় কোনটি ? ➫ LAN .

৮৬) বিশ্বের সর্বপ্রথম স্মাটফোন কোনটি ? ➫ আইবিএম সাইমন ।

৮৭) প্রথম আইফোন বাজারে ছাড়ে কতসালে ? ➫ ২০০৭ সালে , অ্যপল ইনকর্পারেটেড ।

৮৮) GSM এর পূর্ণরুপ কি ? ➫ Global System for Mobile Communication .

৮৯) SIM এর পূর্ণরুপ কি ? ➫ Subsciber Identity Module .

৯০) 5 - G ইন্টারনেট সেবা চালু করে কোন দেশ ? ➫ দক্ষিণ কোরিয়া ।

৯১) মোবইল ফোনের জনক কে ? ➫ মার্টিন কুপার ।

৯২) কোন মোবাইল ফোন কোম্পানি সর্বপ্রথম বাংলাদেশে আসে ? ➫ সিটিসেল ।

৯৩) বাংলাদেশে 3G চালু করা হয় কত সালে ? ➫ ১৪ অক্টোবর ২০০২ সালে ।

৯৪) ২১ এপ্রিল ২০১৪ কোন ব্যাংক বাংলায় মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ? ➫ IFIC ব্যাংক ।

৯৫) টার্চস্কিন প্রযুক্তির জনক কে ? ➫ ড . স্যামুয়েল হাস্ট ।

৯৬) স্বচ্ছ টার্চস্কিন কতসালে উদ্ভাবন করা হয় ককন ? ➫ ১৯৭৪ সালে ।

৯৭) মোবাইল প্রজন্মকে কয়ভাগে ভাগ করা হয় ? ➫ ৫ ভাগে ।

৯৮) স্মাট ফোনের যাত্রা শুরু হয় কোন কোম্পানির মাধ্যমে ? ➫ আইবিএম ।

৯৯) প্রথম স্মাটফোনের নাম কি ? ➫ সাইমন ।

১০০) বিশ্বের জনপ্রিয় স্মাটফোন অপারেটিং ‍সিস্টেমস কোনটি ? ➫ অ্যান্ডয়েড ।

১০১) কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিবাইস ব্যবহার করা হয় ? ➫ TV Remort Control.

১০২) কমিউনিকেশন ‍সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয় ? ➫ দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওর্য়াক সংযুক্ত করার জন্য ।

১০৩) Wi - Fi কোন স্টার্ন্ডাড এর উপর ভিত্তি করে কাজ করে ? ➫ IEEE 802.11

১০৪) Wi - Max এর পূর্ণরুপ কি ? ➫ World wide Interoperability for Microwave Access .

১০৫) কোনটি তারবিহীন দ্রুত গতির ইন্টারনেট ? ➫ ওয়াইম্যাক্স ।

১০৬) অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধরনের ঘটনাটি ঘটে ? ➫ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ।

১০৭) অপটিক্যাল ফাইবার কি ? ➫ খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোকনল ।

১০৮) LAN এর পূর্ণরুপ কি ? ➫ Local Area Network .

১০৯) কম্পিউটার নেটর্য়াকিংয়ের ক্ষেত্রে দ্রুত পরিবহনে সক্ষম কোনটি ? ➫ ফাইবার অপটিক্যাল ক্যাবল ।

১১০) বাংলাদেশের কোন স্থানটিতে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয় ? ➫ ঝিলং ঝা ।

১১১) সাবমেরিন ক্যাবল ব্যবহৃত হয় কোথায় ? ➫ ইন্টারনেট সংযোগে ।

১১২) বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয় ? ➫ কক্সবাজার ।

১১৩) সংরক্ষিত ডেটাবেজকে কি বলে ? ➫ ব্যাক এন্ড ।

১১৪) ডেটাবেজের কোন পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে না কে ? ➫ ক্লায়েন্ট ।

১১৫) Bluetooth এ ডেটা স্থানান্তরে কোনটি ব্যবহৃত হয় ? ➫ রেডিও ওয়েব পদ্বতি ।

১১৬) Bluetooth প্রযুক্তির মাধ্যমে যে নেটওর্য়াক স্থাপন করা হয় তাকে কি বলে ? ➫ পিকোনেট ।

১১৭) একাধিক পিকোনেটকে কি বলে ? ➫ স্কারানেট ।

১১৮) Bluetooth প্রযুক্তির উদ্ভাবন করেন কে ? ➫ টেলিকম ভেন্ডার এরিকসন ।

১১৯) Wi-Max এর স্টান্ডার্ড কত ? ➫ 802.16

১২০) বিশ্বের প্রথম কম্পিউটার নেটওর্য়াকের নাম কি ? ➫ আরপানেট ।

১২১) পৃথিবীতে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় কত সালে ? ➫ ১৯৬৯ সালে ।

১২২) মহাকাশে মানব নির্মিত বস্তুু পাঠানোর প্রথম প্রদক্ষেপ কাদের ছিল ? ➫ জার্মান বিজ্ঞানিদের ।

১২৩) আরপানেট বন্দ করা হয় কত সালে ? ➫ ১৯৯২ সালে ।

১২৪) ইন্টারনেটের জনক বলা হয় কাকে ? ➫ Vinton Gray Ceff .

১২৫) ‘ ভি -২ ’ রকেট পরীক্ষামূলকভাবে কততসালে মহাকাশে পাঠানো হয় ? ➫ ৩ অক্টোবর ১৯৪২ সালে ।

১২৬) বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযানের নাম কি ? ➫ ভস্টক - ১ ।

১২৭) কোন দেশ ‘স্পুটনিক-১’ মহাশূন্যে প্রেরণ করে ? ➫ সোভিয়েত ইউনিয়ন / রাশিয়া ।

১২৮) বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ? ➫ ভ্যালেন্টিনা তেরেসকোভা ।

১২৯) ’ এপোলো -১১ ‘ তে করে নিল আমস্টং কবে চাঁদে অবতরণ করেন ? ➫ ২০ জুলাই ১৯৬৯ সালে ।

১৩০) ১৯৭১ সালে ‘ মার্স-৩ ‘ মিশনের মাধ্যমে মঙ্গলগ্রহ থেকে কত সেকেন্ডের জন্য তথ্য পাঠানো হয় ? ➫ ২০ সেকেন্ডের ।

১৩১) Biometric শব্দটি কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে ? ➫ গ্রীক ভাষার ।

১৩২) DNA এর পূর্ণরুপ কি ? ➫ Deoxyribo Nucleic Acid .

১৩৩) জিনোম কি ? ➫ বংশগত বৈশিষ্ট্যর তথ্য ।

১৩৪) বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে ? ➫ মার্শাল ম্যাকলুহাম ।

১৩৫) আঙ্গুলের চাপ ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে ? ➫ বায়োমেট্রিক্স ।

১৩৬) বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে ? ➫ ১৯৯৬ সালে ।

১৩৭) মডেম এর মধ্যে কি কি থাকে ? ➫ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর ।

১৩৮) কম্পিউটারকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করার জন্য কি প্রয়োজন ? ➫ মডেম ।

১৩৯) ইন্টানেটের জনক কে ? ➫ Vinton Grey Cerf .

১৪০) জাতীয় ই তথ্যকোষ উদ্ভোধন করা হয় কতসালে ? ➫ 27 February 2011 .

১৪১) মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায় ? ➫ প্রেরক - প্রাপক টাওয়ারে ।

১৪২) ATM বলতে কি বুঝায় ? ➫ Automated Taller Machine .

১৪৩) উইকিলিকস এর প্রতিষ্ঠাতা কে ? ➫ জুলিয়ান অ্যাসান্জ ।

১৪৪) টেলেক্স এর মাধ্যমে কি প্রেরণ করা যায় ? ➫ শব্দ ও ছবি ।

১৪৫) http এর পূর্ণরূপ কি ? ➫ Hyper Text Markup Language .

১৪৬) অটোমেটেড টেলার মেশিন কোন কাজে ব্যবহার করা হয় ? ➫ ব্যাংকিং কার্যক্রমের জন্য ।

১৪৭) হোম পেইজ কি ? ➫ তথ্য পরিবেশনা ।

১৪৮) URL কি ? ➫ Web এর বিভিন্ন Document ও অন্যান্য resource এর ঠিকানা ।

১৪৯) ASCII এর পূর্ণরূপ কি ? ➫ American Standard code for Information Intercharge .

১৫০) ই-মেইলে ’CC’ এর অর্থ কি ? ➫ Carbon Copy .

১৫১) ARPANET এর পূর্ণরূপ কি ? ➫ ADVANCED RESEARCH PROJECTS ADMINASTATION NETWORK .

১৫২) বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা কোনটি ? ➫ bdnews24.com

১৫৩) বাংলাদেশে প্রথম অনলাইন ইন্টারনেট চালু হয় কত সালে ? ➫ ৪ জুন ১৯৯৬ সালে ।

১৫৪) ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কি বলা হয় ? ➫ নেটিজেন ।

১৫৫) TCD এর পূর্ণরূপ কি ? ➫ Transmisson Control Protocol.

১৫৬) সারাদেশে ইন্টারনেট সংযোগের জনপ্রিয় প্রোটোকল কোনটি ? ➫ TCP / IP.

১৫৭) FTP এর পূর্ণরূপ কি ? ➫ File Transfer Protocol .

১৫৮) SMTP এর পূর্ণরূপ কি ? ➫ Simple Mail Transfer Protocol.

১৫৯) IP Address প্রদান করে কোন কোম্পানি ? ➫ IANA .

১৬০) IP Address সহজে মনে রাখার জন্য কী ব্যবহার করা হয় ? ➫ ডোমেইন নেইম ।

১৬১) URL এর পূর্ণরূপ কি ? ➫ Uniform Resource Locator .

১৬২) www এর সূচনা হয় কত সালে ? ➫ ১৯৮৯ সালে , CEAN এ ।

১৬৩) POP মানে কি ? ➫ Post Office Protocol .

১৬৪) গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে ? ➫ ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে ।

১৬৫) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে ? ➫ বিল গেটস ও পল অ্যালেন ।

১৬৬) মাইক্রোসফটের মিডিয়ারুপ কি নামে পরিচিত ? ➫ সেট-টপ বক্স ।

১৬৭) IBM এর পূর্ণরূপ কি ? ➫ International Business Machines Corporation.

১৬৮) IBM এর প্রতিষ্ঠাতা কে ? ➫ টমাস ওয়াটসন ।

১৬৯) আইবিএমের সদর দপ্তর কোথায় ? ➫ Armonk , New York .

১৭০) টুইটার কতসালে প্রতিষ্ঠিত হয়েছিল ? ➫ ২০০৪ সালে ।

১৭১) Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে ? ➫ Lawrence J.Elison .

১৭২) CNN এর পূর্ণরূপ কি ? ➫ Cable News Network .

১৭৩) সামাজিক অন্তজালের জনপ্রিয় মাধ্যম কোনটি ? ➫ Facebook .

১৭৪) টুইটার কি ? ➫ এক ধরনের সামাজিক নেটওর্য়াক ।

১৭৫) অ্যান্ডয়েড এর উদ্বাবক কে ? ➫ অ্যান্ডি রুবিন ও রিচ মিনার ।

১৭৬) মাইক্রোসফট কতসালে প্রতিষ্ঠিত হয় ? ➫ ১৯৭৫ সালে ।

১৭৭) অ্যাপল কম্পিউটার বাজারে আসে কতসালে ? ➫ ১৯৭৬ সালে ।

১৭৮) মাইক্রোসফটের কম্পিউটার হার্ডওয়্যার কি ? ➫ মাইক্রোসফট মাউস ।

১৭৯) ইনস্টাগাম উদ্ভাবন করেন কে ? ➫ কেভিন স্টিল মাইক ক্রিঞ্জার ।

১৮০) ইনস্টাগাম কত সালে চালু হয় ? ➫ ২০১০ সালে ।

১৮১) B2C প্রথম ইন্টারনেট ব্যবসা ব্যবহার করে ব্যবসা পরিচালনা শুরু হয় কত সালে ? ➫ ১৯৯২ সালে ।

১৮২) অনলাইনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে কি বলে ? ➫ ই-ব্যাংকিং ।

১৮৩) বিশ্বে প্রথম মোবাইল ভিত্তিক ব্যাংকিং সেবা কোন ব্যাংক চালু করে ? ➫ ফিনল্যান্ডের মেরিটা ব্যাংক ।

১৮৪) বাংলাদেশে প্রথম কখন মোবাইল ব্যাংকিং সেবা চালু হয় ? ➫ ৩১ মার্চ ২০১১ সালে ।

১৮৫) রোবট শব্দটি কোন শব্দ থেকে এসেছে ? ➫ রোবটা শব্দ থেকে ।

১৮৬) রোবটের হাত , পা ইত্যাদি নাড়াচাড়া করার জন্য কী ব্যবহার করা হয় ? ➫ বৈদ্যুতিক মটর ।

১৮৭) কৃত্রিম বুদ্বিমত্তা থাকবে কোন প্রজন্মের কম্পিউটারে ? ➫ পঞ্চম প্রজন্মের ।

১৮৮) MRP এর পূর্ণরূপ কি ? ➫ Manufacturing Resource Planing .

১৮৯) টিভি কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা ? ➫ একমূখী যোগাযোগ ব্যবস্থা ।

১৯০) PAL এর পূর্ণরূপ কি ? ➫ Phase Alternation By Line.

১৯১) Bandwidth মাপা হয় কি দিয়ে ? ➫ bps .

১৯২) যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান কয়টি ? ➫ ৫ টি ।

১৯৩) ক্যাবল তৈরি হয় কি দ্বারা ? ➫ পরাবৈদ্যুতিক পর্দাথ দ্বারা ।

১৯৪) মাইক্রোওয়েবের ফ্রিকুয়েন্সি রেন্জ কত ? ➫ 300Mhz - 30Mhz .

১৯৫) Bluetooth এর রেন্জ কত ? ➫ 10 - 100 Meter .

১৯৬) রেডিও ওয়েবের গতি কত ? ➫ 24 kbps

১৯৭) মৌলিক গেইট কয়টি ? ➫ ৩ টি ( OR , AND , NOT )

১৯৮) সার্বজনীন গেইট কয়টি ? ➫ ২ টি ( NAND , NOR )

১৯৯) ব্রিজ প্রধানত কত প্রকার ? ➫ ৩ প্রকার ।

২০০)ভুয়া মেইল জমার স্থান কোথায় ? ➫ Spam .

Adnan Mahfuj

‘‘ বিসিএসসহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তথ্য ও যোগাগোগ প্রযুক্তি অংশে ১০০% কমন পেতে এই গুরুত্বপূর্ণ নোটটি মুখস্ত করে ফেলুন আর শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে । ‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *