বাংলা সাহিত্যের মধ্যযুগ

বাংলা সাহিত্যের অন্ধকারযুগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

১ ) বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বুঝায় - ➫ ১২০১ - ১৩৫০ খ্রি.

২ ) অন্ধকার যুগের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি ? ➫ ‘ শূন্যপুরাণ ’ ও ‘ সেক শুভোদয়া ’ ।

৩ ) ‘ শূন্যপুরাণ ’ গ্রন্থের লেখক কে ? ➫ রামাই পন্ডিত ।

৪ ) ‘ ডাক ও খনার বচন ’ গ্রন্থের লেখক কে ? ➫ রামাই পন্ডিত ।

৫ ) কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ? ➫ তুর্কি ।

৬ ) ‘ সেক শুভোদয়া ’ গ্রন্থের লেখক কে ? ➫ হলায়ুদ মিশ্র ।


বাংলা সাহিত্যের অন্ধকার পরবর্তী যুগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -

১ ) মধ্যযুগের স্থিতিকাল কত ? ➫ ১২০১ - ১৮০০ সাল পর্যন্ত ।

২ ) মধ্যযুগের প্রথম কাব্য কোনটি ? ➫ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ।

৩ ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথায় থেকে আবিষ্কার করা হয় ? ➫ গোয়ালঘর ।

৪ ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে ? ➫ বডু চন্ডীদাস ।

৫ ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন ? ➫ বসন্তরন্জন রায় ।

৬ ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বয়াড়ি কোন চরিত্র ? ➫ রাধা কৃষ্ণের প্রেমের দ্রুতি ।

৭ ) বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে ? ➫ বিদ্যাপতি ।

৮ ) বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি কবি কে ? ➫ চন্ডীদাস ।

৯ ) পদাবলীর প্রথম কবি কে ? ➫ বিদ্যাপতি ।

১০ ) ‘ ব্রজবুলি ’ কি ? ➫ এক রকম কৃত্রিম কবিভাষা ।

১১ ) ‘ ব্রজবুলি ’ কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ বাংলা ও মিথিলার মিশ্র ভাষা ।

১২ ) বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন ? ➫ ব্রজবুলি ।

১৩ ) ‘ ব্রজবুলি ’ কোন স্থানের ভাষা ? ➫ মিথিলার ।

১৪ ) ‘ মৈথিলি কোকিল ’ খ্যাত কে ? ➫ বিদ্যাপতি ।

১৫ ) বৈষ্ণব পদাবলির অবাঙ্গালি কবি কে ? ➫ বিদ্যাপতি ।

১৬ ) “ সবার উপরে মানুষ সত্য , তাহার উপরে নাই ” - উক্তিটি কার ? ➫ চন্ডীদাস ।

১৭ ) মধ্যযুগের বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য শাখা কোনটি ? ➫ মঙ্গলকাব্য ।

১৮ ) একটি মঙ্গলকাব্যের কয়টি অংশ থাকে ? ➫ পাঁচটি ।

১৯ ) মঙ্গলকাব্য সমুহের বিষয়বস্তু মূলত - ➫ ধর্মবিষয়ক আখ্যান ।

২০ ) মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি ? ➫ মনসা ও চন্ডী ।

২১ ) মনসামঙ্গল কাব্যের আদিকবি কে ? ➫ কানাহরি দত্ত ।

২২ ) মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি ? ➫ চন্ডীমঙ্গল ।

২৩ ) ‘ চন্ডীমঙ্গল ’ কাব্যের শ্রেষ্ঠ কবি কে ? ➫ মুকুন্দরাম চক্রবর্তী ।

২৪ ) মঙ্গলযুগের সর্বশেষ কবি কে ? ➫ ভারতচন্দ্র রায়গুণাকার ।

২৫ ) ‘ অন্নদামঙ্গল ’ কাব্য কে রচনা করেন ? ➫ ভারতচন্দ্র রায়গুণাকার ।

২৬ ) “ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ” - লাইনটির লেখক কে ? ➫ ভারতচন্দ্র রায়গুণাকার ।

২৭ ) শ্রীচৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন ? ➫ বৃন্দাবন দাস ।

২৮ ) ‘ চৈতন্যমঙ্গল ’ - এর রচয়িতা কে ? ➫ লোচনদাশ ।

২৯ ) ‘ নবীবংশ ’ পুস্তকটি কে রচনা করেন ? ➫ সৈয়দ সুলতান ।

৩০ ) বাংলা ভাষায় প্রথম কে রামায়ণ রচনা করেন ? ➫ কৃত্তিবাস ওঝা ।

৩১ ) বাংলা সাহিত্যের প্রথম নারী / মহিলা কবি কে ? ➫ চন্দ্রাবতী ।

৩২ ) ‘ রামায়ণ ’ রচনা করেন কে ? ➫ বাল্মিকি ।

৩৩ ) রামায়নের মহিলা অনুবাদক কে ? ➫ চন্দ্রাবতী ।

৩৪ ) মহাভারতের প্রথম অণুবাদক কে ছিলেন ? ➫ কবীন্দ্র পরমেশ্বর ।

৩৫ ) ‘ মহাভারতের ’ রচয়িতা কে ? ➫ শ্রীকৃষ্ণ দ্বৈপায়ণ বেদব্যাস ।

৩৬ ) প্রাচীনতম বাঙ্গালি মুসলমান কবি কে ? ➫ শাহ মুহম্মদ সগীর ।

৩৭ ) ‘ ইউসুফ জোলেখা ’ গ্রন্থের রচয়িতা কে ? ➫ শাহ মুহম্মদ সগীর ।

৩৮ ) ‘ লাইলী - মজনু ’ কাব্যের অনুবাদক কে ? ➫ দৌলত উজির বাহরাম খান ।

৩৯ ) ‘ পদ্মাবতী ’ কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন ? ➫ হিন্দি ।

৪০ ) মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলমান শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ? ➫ আলাউদ্দীন হুসেন শাহ ।

৪১ ) আরাকান রাজসভার প্রথম বাঙ্গালি কবি কে ছিলেন ? ➫ দৌলত কাজী ।

৪২ ) ভারতচন্দ্র রায়গুণাকার কোন রাজার সভাকবি ছিলেন ? ➫ রাজা কৃষ্ণচন্দ্র ।

৪৩ ) কবি আলাওলের জন্মস্থান কোথায় ? ➫ চট্টগ্রামের জোবরা ।

৪৪ ) আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন ? ➫ আলাওল ।

৪৫ ) কবি আলাওলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? ➫ পদ্মাবতী ।

৪৬ ) ‘ তাম্বুল রাতুল হইল অধর পরশে ’ অর্থ কি ? ➫ ঠোটের পরশে পান লাল হল ।

৪৭ ) ‘ মর্সিয়া ’ কী ? ➫ শোকগীতি ।

৪৮ ) লোকসাহিত্য কাকে বলে ? ➫ লোকের মুখে প্রচলিত কাহিনী , গান ও ছড়া ।

৪৯ ) লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী ? ➫ ছড়া ।

৫০ ) ' Ballad ' কি ? ➫ গীতিকা ।

৫১ ) মৈমনসিংহের গীতিকার সম্পাদনা করেন কে ? ➫ দীনেশচন্দ্র সেন ।

৫২ ) মৈমনসিংহের গীতিকা কতটি ভাষায় অনুদিত হয় ? ➫ ২৩ টি ।

৫৩ ) মৈমনসিংহের গীতিকায় ‘ মহুয়া ’ পালাটির রচয়িতা কে ? ➫ দ্বিজ কানাই ।

৫৪ ) ‘ দেওয়ানা মদিনা ’ পালাগানটির রচয়িতা কে ? ➫ মনসুর বয়াতি ।

৫৫ ) ‘ খনার বচন ’ কি সংক্রান্ত ? ➫ কৃষি ।

৫৬ ) ‘ ঠাকুরমার ঝুলি ’ রূপকথার সম্পাদনা করেন কে ? ➫ দক্ষিণারন্জন মিত্র ।

৫৭ ) “ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় ।” - পঙতির রচয়িতা কে ? ➫ লালন ফকির ।

৫৮ ) কবি গানের প্রথম কবি কে ? ➫ গোঁজলা গুই ।

৫৯ ) এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ? ➫ কবিগান ।

৬০ ) পুথি সাহিত্য বলতে কী বুঝায় ? ➫ ইসলামি চেতনা সম্পৃক্ত ।

৬১ ) বটতলার পুথি বলতে কী বুঝায় ? ➫ দোভাষী বাংলায় রচিত পুথি ।

৬২ ) সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে ? ➫ ফকির গরীবুল্লাহ ।

৬৩ ) পুথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে ? ➫ ফকির গরীবুল্লাহ ।

৬৪ ) বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের কবি কে ? ➫ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

৬৫ ) বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি ? ➫ কাব্য ।

৬৬ ) বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে ? ➫ মাইকেল মদূসুদন দত্ত ।

৬৭ ) বাংলা সাহিত্যের পঞ্চ পান্ডব কাকে বলে ? ➫ পাঁচ জন কবিকে ।

৬৮ ) বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ শাখা কোনটি ? ➫ গীতিবিতান ।

৬৯ ) বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ? ➫ ভর্দ্রাজুন ।

৭০ ) বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি ? ➫ কৃষ্ণকুমারী ।

৭১ ) কুলীনকুলসর্বস্ব নাটকটি কার লেখা ? ➫ রাম নারায়ণ তর্করত্ন ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যের মধ্য যুগ থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যের মধ্য যুগ থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *