মাইকেল মধুসূদন দত্ত

মাইকেল মধুসূদন দত্ত

জন্ম : ২৫ জানুয়ারি , ১৮২৪ সালে যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন । ।

মাইকেল মদুসূধন দত্ত বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন । তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি । তাকে বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক ও বাংলা কবিতার আধুনিকতার জনক বলা হয় । তিনি ছিলেন প্রথম সার্থক নাট্যকার ও প্রথম পত্রকাব্যকার । বাংলার প্রথম প্রহসন তিনিই লিখেছিলেন । তিনি ছিলেন বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক । তিনি বেশি অবদান রেখেছিলেন মহাকাব্য রচনায় । তিনি ছিলেন বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক ও বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা । ৯ ফেবরুয়ারি ১৯৪৩ সালে ১৯ বছর বয়সে তিনি খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হন ।


গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -


০১ ) বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি ? ➫ শর্মিষ্ঠা ।

০২ ) বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি কোনটি ? ➫ পদ্মাবতী ।

০৩ ) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি / ঐতিহাসিক নাটক কোনটি ? ➫ কৃষ্ণকুমারী ।

০৪ ) মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি ? ➫ কৃষ্ণকুমারী ।

০৫ ) বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি ? ➫ মেঘনাদবধ কাব্য ।

০৬ ) বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি ? ➫ মেঘনাদবধ কাব্য ।

০৭ ) মেঘনাদবধ কাব্যটি কোন ছন্দে রচিত ? ➫ অমিত্রাক্ষর ছন্দে ।

০৮ ) বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি ? ➫ বীরাঙ্গনা ।

০৯ ) মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? ➫ The Captive Lady .

১০ ) বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কোনটি ? ➫ বুড়ো শালিকের ঘাড়ে রো ।

১১ ) বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন কে ? ➫ মাইকেল মদুসূধন দত্ত ।

১২ ) অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কারক কে ? ➫ মাইকেল মদুসূধন দত্ত ।

১৩ ) ‘ বীরাঙ্গনা ’ মাইকেল মদুসূধন দত্তের কোন ধরনের কাব্য ? ➫ পত্রকাব্য ।

১৪ ) ‘ শর্মিষ্ঠা ’ কি ? ➫ মাইকেল মদুসূধন দত্তের নাটক ।

১৫ ) ‘ চতুর্দশপদী কবিতাবলী ’ কার রচনা ? ➫ মাইকেল মধুসূদন দত্ত ।

১৬ ) আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে ? ➫ মাইকেল মধুসূদন দত্ত ।

১৭ ) ‘ মেঘনাথবধ কাব্য ’ কার রচনা ? ➫ মাইকেল মধুসূদন দত্ত ।

১৮ ) ‘ দত্তকুলোদ্ভব ’ কবি কে ? ➫ মাইকেল মধুসূদন দত্ত ।

১৯ ) বীরঙ্গনা পত্রকাব্যে পত্রসংখ্যা কত ? ➫ ১১ টি ।

২০ ) মেঘনাথবধ কাব্য কত সালে প্রকাশিত হয় ? ➫ ১৮৬১ সালে ।

২১ ) অমিত্রাক্ষর ছন্দে মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি ? ➫ তিলোত্তমাসম্ভব কাব্য

২২ ) ‘ পদ্মাবতী ’ নাটকটি কে রচনা করেন ? ➫ মাইকেল মধুসূদন দত্ত ।

২৩ ) ‘ কৃষ্ণকুমারী ’ কী ধরনের গ্রন্থ ? ➫ নাটক ।

২৪ ) ‘ Blank Verse ’ অর্থ কী ? ➫ অমিত্রাক্ষর ।

২৫ ) ‘ মেঘনাথবধ ’ কাব্যে স্বর্গ সংখ্যা কয়টি ? ➫ ৯ টি ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *