১ ) বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ? ➫ ভর্দ্রাজুন ।
২ ) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ? ➫ কৃষ্ণকুমারি ।
৩ ) বাংলা নাটকের পথিকৃত কে ? ➫ মাইকেল মধুসুধন দত্ত ।
৪ ) বাংলা ভাষায় রচিত প্রথম বিয়োগাত্বক নাটক কোনটি ? ➫ কীতিবিলাস ।
৫ ) বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি ? ➫ কৃষ্ণকুমারি ।
৬ ) ‘ মানচিত্র ’ নাটকটির রচয়িতা কে ? ➫ আনিস চৌধুরী ।
৭ ) ‘ ভর্দ্রাজুন ’ নাটকটির লেখক কে ? ➫ তারাচরণ শিকদার ।
৮ ) ‘ কিঞ্চিত জলযোগ ’ নাটকটির রচয়িতা কে ? ➫ জ্যোতিন্দ্রনাথ ঠাকুর ।
৯ ) ‘ ডাকঘর ’ নাটকটি কার লেখা ? ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ।
১০ ) ‘ রক্তকবরী ’ নাটকটির রচয়িতা কে ? ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ।
১১ ) ‘ জমিদার দর্পণ ’ নাটকটির রচয়িতা কে ? ➫ মীর মোশাররফ হোসেন ।
১২ ) ‘ কুলীনকুলসর্বস্ব ’ নাটকটির মূল প্রতিপাদ্য বিষয় কি ? ➫ কৌলিন্য প্রথা ।
১৩ ) মুনির চৌধুরী রচিত কবর নাটবের পটভূমি হলো ➫ ১৯৫২ এর ভাষা আন্দোলন ।
১৪ ) ‘ সাজাহান ’ নাটকটির রচয়িতা কে ? ➫ দ্বিজেন্দ্রলাল রায় ।
১৫ ) সেলিম আদ দীন রচিত ‘ চাকা ’ একটি ➫ কথানাট্য ।
১৬ ) শেক্সপিয়রের ‘ টেমিং অব দি শ্রু’র বঙ্গানুবাদ করেছেন কে ? ➫ মুনীর চৌধুরী ।
১৭ ) ‘ সুবচন নির্বাসনে ’ নাটকটির রচয়িতা কে ? ➫ আবদুল্লাহ আল মামুন ।
১৮ ) ‘ পুতুলের বিয়ে ’ নাটকটির রচয়িতা কে ? ➫ কাজী নজরুল ইসলাম ।
১৯ ) ‘ আনোয়ার পাশা ’ নাটকটির রচয়িতা কে ? ➫ ইব্রাহীম খাঁ ।
২০ ) ‘ নৌকাডুবি ’ নাটকটির রচয়িতা কে ? ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ।
২১ ) বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি ? ➫ শর্মিষ্ঠা ।
২২ ) কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কখন ? ➫ ১৭৫৩ সালে ।
২৩ ) নাটক কি ? ➫ দৃশ্যকাব্য ।
২৪ ) ‘ আমলার মামলা ’ নাটকটির রচয়িতা কে ? ➫ শওকত ওসমান ।
২৫ ) ‘ কোথাও কেউ নেই ’ নাটকটির রচয়িতা কে ? ➫ হুমায়ুন আহমেদ ।
২৬ ) ‘ ছেঁড়াতার ’ নাটকটির রচয়িতা কে ? ➫ তুলসি লাহড়ি ।
২৭ ) ‘ সুড়ঙ্গ ’ নাটকটির রচয়িতা কে ? ➫ সৈয়দ ওয়ালীউল্লাহ ।
২৮ ) ‘ রক্তাক্ত প্রান্তর ’ নাটকটির রচয়িতা কে ? ➫ মুনির চৌধুরী ।
২৯ ) ‘ নেমেসিস ’ নাটকটির রচয়িতা কে ? ➫ নুরুল মোমেন ।
৩০ ) ‘ প্রতিদিন একদিন ’ নাটকটির রচয়িতা কে ? ➫ সাইদ আহমেদ ।