মীর মোশাররফ হোসেন

মীর মোশাররফ হোসেন

জন্ম : ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গড়াই নদী তীরবর্তী লহিনীপাড়া গ্রামে । ।

তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথশ বাঙালি মুসলিম নাট্যকার / সাহিত্যিক ও উপন্যাসিক । তিনি আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যের পথিকৃৎ । তাঁর ছদ্মনাম ছিল গাজী মিয়া ।


১৯ ডিসেম্বর ১৯১১ সালে তিনি মৃত্যুবরণ করেন ।

গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -


০১ ) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক কে ? ➫ মীর মোশাররফ হোসেন ।

০২ ) ‘ বিবি কুলসুম ’ কার রচনা ? ➫ মীর মোশাররফ হোসেন ।

০৩ ) ‘ বিষাদ সিন্ধু ’ উপন্যাসের নায়ক কে ? ➫ এজিদ ।

০৪ ) মীর মোশারফ হোসেনের ছদ্মনাম কি ? ➫ গাজী মিয়া ।

০৫ ) বিষাদ সিন্ধু একটি - ➫ ইতিহাস আশ্রয়ী উপন্যাস ।

০৬ ) ‘ উদাসীন পথিকের মনের কথা ’ কার রচনা ? ➫ মীর মোশাররফ হোসেন ।

০৭ ) বিষাদ সিন্ধু কার রচনা ? ➫ মীর মোশাররফ হোসেন । ➫

০৮ ) মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোথায় ? ➫ লাহিনীপাড়া ।

০৯ ) মীর মোশাররফ হোসেনের প্রথম রচিত গ্রন্থ কোনটি ? ➫ রত্নাবতী ।

১০ ) মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি ? ➫ গাজী মিঞাঁর বস্তানী ।

১১ ) মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি ? ➫ বেহুলা গীতাভিনয় ।

১২ ) মীর মোশাররফ হোসেন কোন ধরনের রচনায় কৃতিত্ব দেখিয়েছেন ? ➫ সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ ।

১৩ ) ‘ জমিদার দর্পণ ’ এর রচয়িতা কে ? ➫ মীর মোশাররফ হোসেন ।

১৪ ) বাংলা সাহিত্যের সাহিত্যিকদের পথিকৃৎ কে ? ➫ মীর মোশাররফ হোসেন ।

১৫ ) মীর মোশাররফ হোসেনের ‘ মোসলেম বীরত্ব ’ কোন ধরনের গ্রন্থ ? ➫ কাব্যগ্রন্থ ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *