জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশ

জন্ম : ১৭ ফেবরুয়ারি , ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন । তার আদি নিবাস বিক্রমপুরের গাওপাড়া গ্রামে । ।

জীবনানন্দ দাসের মা কুসুম কুমারী দাশও ছিলেন একজন কবি । বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশকে ‘ শুদ্ধতম কবি ’ বলে আখ্যায়িত করা হয় । রবীন্দনাথ ঠাকুর তার কবিতাকে চিত্ররূপময় কবিতা বলে আখ্যায়িত করেন । জীবনানন্দ দাশের উপাধি ছিল রূপসী বাংলার ককবি । তিনি নির্জনতার কবি বলে ও পরিচিত ছিলেন । তিনি তিমির হননের কবি ও ধূসরতার কবি হিসেবেও পরিচিত ছিলেন । তিনি বাংলা সাহিত্যের আধুনিকবাদী ৫ জন পঞ্চপান্ডকের মধ্যে অন্যতম একজন ছিলেন । তার ধূসর পান্ডুলিপির সাথে W.B Yeats এর ' Falling of the Leave's ' মিল আছে । জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেন ক্লিনটন বি-সীলি । ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় ট্রাম দূর্ঘটনায় তিনি মারা যান ।


গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -


০১ ) জীবনানন্দ দাশের জন্ম কোন জেলায় ? ➫ বরিশাল জেলায় ।

০২ ) ‘ রূপসী বাংলা ’ কাব্যগ্রন্থটি কার লেখা ? ➫ জীবনানন্দ দাশ ।

০৩ ) রূপসী বাংলার কবি কে ? ➫ জীবনানন্দ দাশ ।

০৪ ) ধূসর পান্ডুলিপি জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা ? ➫ কাব্যগ্রন্থ ।

০৫ ) জীবনানন্দ দাশের জন্মের বছর জন্মগ্রহণকারী আরেকজন কবির নাম কি ? ➫ কাজী নজরুল ইসলাম ।

০৬ ) ‘ কবিতার কথা ’ কোন ধরনের লেখা ? ➫ প্রবন্ধগ্রন্থ ।

০৭ ) ‘ বনলতা সেন ’ কার রচনা ? ➫ জীবনানন্দ দাশ ।

০৮ ) কোন কবিকে বিচিত্ররূপ বলা হয়েছে ? ➫ জীবনানন্দ দাশ ।

০৯ ) জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? ➫ ঝরা পালক ।

১০ ) ‘ বেলা অবেলা কালবেলা ’ কার লেখা ? ➫ জীবনানন্দ দাশ ।

১১ ) কবি জীবনানন্দ দাশের উপর কে গবেষণা করেছেন ? ➫ ক্লিনটন বি-সীলি ।

১২ ) ‘ সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে ’ - ঘুরেছেন ? ➫ জীবনানন্দ দাশ ।

১৩ ) ‘ মহাপৃথিবী ’ কাব্যগ্রন্থটি কার লেখা ? ➫ জীবনানন্দ দাশ ।

১৪ ) ‘ পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন ’ - কার লেখা ? ➫ জীবনানন্দ দাশ ।

১৫ ) জীবনানন্দ দাশ প্রধানত - ➫ প্রকৃতির কবি ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *