বেগম রোকেয়া

বেগম রোকেয়া

জন্ম : ৯ ডিসেম্বর , ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন । ।

বেগম রোকেয়াকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় । তার লেখা ‘ মিসেস আর . এস . হোসেন ’ নামে প্রকাশিত হতো । তিনি চিলেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা । তার লেখার প্রধান উদ্দেশ্য ছিল নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করা । তার নামে ঢাকা বিশশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রীনিবাস স্থাপন করা হয় । ৯ ডিসেম্বর বাংলাদেশে রোকেয়া দিবস পালন করা হয় । ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন ।

গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -


০১ ) ‘ অবরোধবাসিনী ’ গ্রন্থটি কার লেখা ? ➫ বেগম রোকেয়া ।

০২ ) কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদ্রুত হিসেবে পরিচিত ? ➫ বেগম রোকেয়া ।

০৩ ) বেগম রোকেয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন ? ➫ রংপুর ।

০৪ ) বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে ? ➫ বেগম রোকেয়া ।

০৫ ) ‘ মতিচূর ’ গ্রন্থের লেখক কে ? ➫ বেগম রোকেয়া ।

০৬ ) ‘ সুলতানার স্বপ্ন ’ উপন্যাসটির লেখক কে ? ➫ বেগম রোকেয়া ।

০৭ ) বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা ? ➫ সুলতানার স্বপ্ন ।

০৮ ) বাংলাদেশে নারী শিকক্ষার প্রসারে কে অগ্রণী ভূমিকা পালন করেন ? ➫ বেগম রোকেয়া

০৯ ) ‘ পদ্মরাগ ’ গ্রন্থটি কার লেখা ? ➫ বেগম রোকেয়া ।

১০ ) রেকেয়া দিবস কোন তারিখে পালন করা হয় ? ➫ ৯ ডিসেম্বর ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যে বেগম রোকেয়া থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যে বেগম রোকেয়া থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *