বাংলা ভাষা ও ব্যাকরণ

বাংলা ভাষা ও ব্যাকরণ - গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

ভাষা কাকে বলে কত প্রকার ও কী কী ?


উত্তর : মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে । বাংলা ভাষা প্রধানত দু’ প্রকার । যথাঃ ১ ) সাধু ভাষা ২ ) চলিত ভাষা ।


০১ ) ভাষার মূল উপাদান কি ? ➫ ধ্বনি ।

০২ ) ভাষার মৌলিক অংশ কয়টি ? ➫ ৪ টি ( ধ্বনি , শব্দ , বাক্য , অর্থ ) ।

০৩ ) প্রাকৃত শব্দের শাব্দিক অর্থ কি ? ➫ স্বাভাবিক ।

০৪ ) বাংলা ভাষার মূল উৎস কোনটি ? ➫ প্রাকৃত ভাষা ।

০৫ ) বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে ? ➫ গৌড়ীয় প্রাকৃত ।

০৬ ) বাংলা ভাষা কোন মূল ভাষা গোষ্টীর অর্ন্তভূক্ত ? ➫ ইন্দো -ইউরোপীয় ।

০৭ ) বাংলার আদি জনগোষ্টীর ভাষা কি ? ➫ অস্ট্রিক ।

০৮ ) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলার উদ্ভব - ➫ গৌড়ীয় প্রাকৃত থেকে ।

০৯ ) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয় - ➫ সপ্তম - দ্বাদশ শতাব্দীতে (৬৫০ - ১২০০ )।

১০ ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব - ➫ মাগধী প্রাকৃত থেকে ।

১১ ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব হয় - ➫ দশম - দ্বাদশ শতাব্দীতে ( ৯৫০ - ১২০০ ) ।

১২ ) ভাষার মূল উপকরণ কোনটি ? ➫ বাক্য ।

১৩ ) ভাষার প্রাণ বলা হয় কাকে ? ➫ বাক্য ।

১৪ ) ভাষার একক কোনটি ? ➫ বাক্য ।

১৫ ) বাক্যের মৌলিক উপাদান কোনটি ? ➫ শব্দ ।

১৬ ) বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি ? ➫ শব্দ ।

১৭ ) বাক্যের প্রধান উপাদান কোনটি ? ➫ শব্দ ।

১৮ ) ভাষার মৌলিক উপাদান কোনটি ? ➫ ধ্বনি ।

১৯ ) ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ? ➫ ধ্বনি ।

২০ ) বাংলা ভাষার কয়টি রূপ আছে ? ➫ ২ টি ( সাধু ও চলিত ) ।

২১ ) তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি ? ➫ সাধু রীতি ।

২২ ) সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায় ? ➫ ক্রিয়াপদ ও সর্বনাম পদে ।

২৩ ) ‘ অদ্য ’ - শব্দটি কোন ভাষারীতির ? ➫ সাধুরীতি ।

২৪ ) ভাষার কোন রীতিতে তদ্ভব শব্দ বহুল ? ➫ চলিত রীতি ।

২৫ ) বাংলা সাহিত্যের কথা কার লেখা ? ➫ ড. মুহাম্মদ শহীদুল্লাহ ।

২৬ ) সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী ? ➫ নাটকের সংলাপে ।

২৭ ) ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিত্ত্ব - গ্রন্থের লেখক কে ? ➫ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।

২৮ ) বাংলা ভাষায় প্রথম কে ব্যাকরণ রচনা করেন ? ➫ রাজা রাম মোহন রায় ।

২৯ ) “ The Origin and Development of Bangli Language ” - গ্রন্থের লেখক কে ? ➫ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।

৩০ ) কে সর্ববপ্রথম বাংলা টাইপ সহকারে বাংলা ব্যাকরণ রচনা করেন ? ➫ ব্রাসি হ্যালহেড ।

৩১ ) বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন ? ➫ ড. মুহাম্মদ শহীদুল্লাহ ।

৩২ ) প্রথম হিসোরাম বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে ? ➫ অশোক মুখোপাধ্যায় ।

৩৩ ) ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন ? ➫ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।

৩৪ ) প্রাচীনতম বাংলা ব্যাকরণ রচনা করেন কে ? ➫ মনোএল দা আসসুস্পসাঁও ।

৩৫ ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি ? ➫ ব্যাকরণ কৌমুদি ।

৩৬ ) ড. এনামুল হক রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি ? ➫ ব্যাকরণ মন্জুরি ।

৩৭ ) ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি ? ➫ বিশেষভাবে বিশ্লেষণ ।

৩৮ ) গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন ? ➫ রাজা রামমোহন রায় ।

৩৯ ) বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ? ➫ ৪ টি ।

৪০ ) সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? ➫ ধ্বনিতত্বে ।

৪১ ) Morphology এর সমার্থক বাংলা প্রতিশব্দ কোনটি ? ➫ শব্দতত্ব ।

৪২ ) ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় ? ➫ ধ্বনিতত্বে ।

৪৩ ) সমাস ও কারক ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় ? ➫ শব্দতত্ত্বে / রূপতত্ত্বে ।

৪৪ ) ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ? ➫ সংস্কৃত ।

৪৫ ) উপসর্গ ও অনুসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়েছে ? ➫ রূপতত্ত্বে ।

৪৬ ) প্রকৃতি - প্রত্যয় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়েছে ? ➫ রূপতত্ত্ব ।

৪৭ ) ছেদ চিহ্ন বা বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচনা হয় ? ➫ বাক্যতত্ত্ব ।

৪৮ ) ইন্দো - ইউরোপিয়ান ভাষার প্রধান দুটি অংশ কি কি ? ➫ কেন্তুম ও শতম ।

৪৯ ) কৃত্তিমতা বর্জিত ও পরিবর্তসশীল কোন ভাষা ? ➫ চলিত ভাষা ।

৫০ ) বাংলা ভাষার রূপ কয়টি ? ➫ ২ টি ( সাধু ও চলিত ) ।

Adnan Mahfuj

‘‘ বাংলা ব্যাকরণ অংশে ভাষা ও ব্যাকরণ থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে ব্যাকরণ অংশে ভাষা ও ব্যাকরণ থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *