কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম

কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -

# উপাধি

১ ) আব্দুল করিম ➫ সাহিত্য বিশারদ ।

২ ) আলাওল ➫ মহাকবি ।

৩ ) গোবিন্দ দাশ ➫ স্বভাব কবি ।

৪ ) গোলাম মোস্তফা ➫ কাব্যসুধাকর ।

৫ ) ঈশ্বরচন্দ্র গুপ্ত ➫ যুগসন্ধিক্ষণের কবি ।

৬ ) কাজী নজরুল ইসলাম ➫ জাতীয় কবি / বিদ্রোহী কবি ।

৭ ) গোবিন্দ দাস ➫ স্বভাব কবি ।

৮ ) জাহানারা ইমাম ➫ শহিদ জননী ।

৯ ) জসীমউদ্দীন ➫ পল্লিকবি ।

১০ ) নজিবর রহমান ➫ সাহিত্য রত্ন ।

১১ ) জীবনানন্দ দাস ➫ প্রকৃতির কবি ।

১২ ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ➫ সাহিত্য সম্রাট ।

১৩ ) প্রমথ চোধুরী ➫ চলিত রীতির প্রবর্তক ।

১৪ ) বিষ্ণু দে ➫ মাকর্সবাদী কবি ।

১৫ ) বিহারী লাল চক্রবর্তী ➫ ভোরের পাখি ।

১৬ ) মাইকেল মধুসুদন দও ➫ বাংলা সাহিত্যের আধুনিকতার উদ্যেক্তা

১৭ ) মুকুন্দরাম চক্রবর্তী ➫ কবি কঙ্কণ ।

১৮ ) মুকুন্দ দাস ➫ চারণ কবি ।

১৯ ) রবীন্দ্রনাথ ঠাকুর ➫ বিশ্বকবি /কবিগুরু ।

২০ ) বেগম রোকেয়া সাখওয়াত হোসেন ➫ বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত ।

২১ ) রামনারায়ণ ➫ তর্করত্ন ।

২২ ) শামসুর রহমান ➫ নাগরিক কবি ।

২৩ ) সত্যেন্দ্রনাথ দও ➫ ছন্দের জাদুকর ।

২৪ ) সুফিয়া কামাল ➫ জননী সাহসিকা ।

২৫ ) সুকান্ত ভট্টাচার্য ➫ কিশোর কবি ।

২৬ ) হেমচন্দ্র বন্দোপাধ্যায় ➫ বাংলার মিল্টন ।


# ছদ্মনাম


১ ) গাজী মিয়া ➫ মীর মশাররফ হোসেন ।

২ ) জহির রায়হান ➫ মোহাম্মদ জহিরুল্লাহ ।

৩ ) কালকূট ➫ সমরেশ বসু ।

৪ ) কমলাকান্ত ➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

৫ ) দৃষ্টিহীন ➫ মধুসুদন মজুমদার

৬ ) ধুমকেতু ➫ কাজী নজরুল ইসলাম ।

৭ ) নীল লোহিত ➫ সুনীল গঙ্গোপাধ্যায় ।

৮ ) বনফুল ➫ বলাইচাদঁ মুখোপাধ্যায় ।

৯ ) বীরবল ➫ প্রমথ চৌধুরী ।

১০ ) ভানুসিংহঠাকুর ➫ রবীদ্রনাথ ঠাকুর ।

১১ ) শওকত ওসমান ➫ শেখ আজিজুর রহমান ।

১২ ) হুতোম প্যাঁচা ➫ কালী প্রসন্ন সিংহ ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *