১ ) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ➫ শামসুর রহমান ।
২ ) জন্নিলে মরিতে হইবে অমর কে বা কবে ➫ মাইকেলে মধূসুদন দও ।
৩ ) মরিতে চাহিনা সুন্দর এ ভুবনে ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ।
৪ ) মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ।
৫ ) পথিক তুমি পথ হারাইয়াচ কে কাকে বলেছিল ➫ কপালকুন্ডলা , নবকুমারকে ।
৬ ) মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতের তৃর্ণ ➫ নজরুলর বিদ্রোহী কবিতা ।
৭ ) মানুষ যা চায় তা ভুল করে চায় যা পায় তা চায় না ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ।
৮ ) চাষী ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক ➫ কাজী নজরুল ইসলাম ।
৯ ) বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রুপ খুজিতে যাই না আর ➫ জীবনানন্দ দাস ।
১০ ) এযে দূর্লভ , এযে মানবী ,ইহার রহস্যের কী অন্ত আছে ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ।
১১ ) সে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী , সে সবে কাহার ও জন্ম নির্ণয় ন জানি ➫ আবদুল হাকিম ।
১২ ) সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ➫ চন্ডীদাস ।
১৩ ) তবুও থামে না যৌবন - বেগ , জীবনের উল্লাসে - রচয়িতা কে ? ➫ কাজী নজরুল ইসলাম ।
১৪ ) আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে , কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে ? ➫ জীবনানন্দ দাস ।
১৫ ) শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলিই হয় - রবীন্দ্রনাথের কোন কোন গল্পের সংলাপ ? ➫ সমাপ্তি ।
১৬ ) স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজয় কবিতা ➫ শামসুর রাহমান ।
১৭ ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত - উক্তিটি কার ? ➫ প্রমথ চৌধুরী ।
১৮ ) তোমার সৃস্টির পথ রেখেছ আর্কীণ করি - রচয়িতা কে ? ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ।
১৯ ) মোদের গরব মোদের আশা , আ মরি বাংলা ভাষা ➫ অতুলপ্রসাদ সেন ।
২০ ) ‘ মরণ রে , তুই মম শ্যাম সমান ’ - পঙত্তির রচয়িতা কে ? ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ।
২১ ) তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবনা কেন ? ➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
২২ ) ‘ বাবা কার ক্ষেতে ধান খেয়েছি যে, আমাকে এর ভিতরে পুরিলে ’ কার উক্তি ?➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
২৩ ) আমার সন্তান যেন থাকে দুধেভাতে - প্রার্থনাটি কে করেছেন ? ➫ ঈশ্বরী পাটনী ।
২৪ ) ‘ আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য , তার চেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালি ’ - উক্তিটি কার ? ➫ ড. মুহাম্মদ শহীদুল্লাহ ।
২৫ ) আমার সন্তান যেন থাকে দুধেভাতে - উক্তিটি কার ? ➫ ভারতচন্দ্র রায়গুণাকার ।
২৬ ) ‘ স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় ’ - উক্তিটি কার ? ➫ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ।
২৭ ) সুন্দর হে দাও , সুন্দর জীবন , হউক দূর অকল্যাণ সকল অশোভন - চরণ দুটির রচয়িতা কে ? ➫ শেখ ফজলল করিম ।
২৮ ) কোথায় স্বর্গ কোথায় নরক ? কে বলে তা বহুদুর ? মানুষের মাঝে স্বর্গ নরক , মানুষেতে সুরাসুর - পঙত্তির রচয়িতা কে ? ➫ ফজলল করিম ।
২৯ ) জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে - এই কবিতাংশের কবি কে ? ➫ সুফিয়া কামাল ।
৩০ ) ‘ কবিতায় আর কি লিখব ? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ ’ - উল্লিখিত কবিতাংশটি কোন কবিতার ? ➫ শহীদ স্মরণে ।