জসীম উদ্দীন

জসীম উদ্দীন

জন্ম : ১ জানুয়ারি ১৯০৩ সালে তাম্বুলখানা গ্রামে , ফরিদপুর জেলায় ।

তিনি বাংলাদেশের পল্লীকবি নামে পরিছিত । ১৯৭১ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত তিনি যত কবিতা লিখেছিলেন তা ‘ তুজম্বর আরী ’ছদ্মনামে ছাপা হত । কর্মজীবনে তিনি পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের ' Additional Song Publicity Organization ' পদে নিয়োজিত ছিলেন । তিনি সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ একুশে পদক ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কতৃক সম্মানসূচক ডি-লিট ডিগ্রি লাভ করেন । ১৩ মার্চ ১৯৭৬ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন ।


গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -


০১ ) জসীমউদ্দীনের কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ? ➫ কল্লোল ।

০২ ) ‘ মা যে জননী কান্দে ’ কোন ধরনের রচনা ? ➫ কাব্য ।

০৩ ) পল্লী কবি জসীমউদ্দীন কতসালে জন্মগ্রহণ করেন ? ➫ ১৯০৩ সালে ।

০৪ ) ‘ কবর ’ কবিতাটি কে লিখেছিলেন ? ➫ জসীমউদ্দীন ।

০৫ ) ‘ এক পয়সার বাঁশী ’ কোন ধরনের রচনা ? ➫ কাব্য ।

০৬ ) ‘ হাসু ’ কাব্যটির রচয়িতা কে ? ➫ জসীমউদ্দীন ।

০৭ ) ‘ রাখালী ’ কাব্যটির রচয়িতা কে ? ➫ জসীমউদ্দীন ।

০৮ ) জসীমউদ্দীনের বেদের মেয়ে কোন ধরনের রচনা ? ➫ নাটক ।

০৯ ) জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ? ➫ রাখালী ।

১০ ) কবি জসীমউদ্দীনের কবর কবিতার বিষয়বিস্তু কি ? ➫ প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ ।

১১ ) ‘ সোজন বাদিয়ার ঘাট ’ এর রচয়িতা কে ? ➫ জসীমউদ্দীন ।

১২ ) জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে ? ➫ নকশী কাঁথার মাঠ ।

১৩ ) ' The Field of Embroidered Quilt ' - কোন কাব্যের উংরেজি অনুবাদ ? ➫ নকশী কাঁথার মাঠ ।

১৪ ) ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তভুক্ত হয়েছিল ? ➫ জসীমউদ্দীন ।

১৫ ) জসীমউদ্দীনের ভ্রমণ কাহিণী কোনটি ? ➫ যে দেশে মানুষ বড় ।

১৬ ) জসীমউদ্দীনের রচিত শিশুতোস কাব্য কোনটি ? ➫ এক পয়সার বাঁশী ।

১৭ ) নকশী কাঁথা কোন কবির কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিত পেয়েছে ? ➫ জসীমউদ্দীন ।

১৮ ) জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি ? ➫ নকশী কাঁথার মাঠ ।

১৯ ) কবর কবিতায় কয়টি পঙত্তি রয়েছে ? ➫ ১১৮ টি ।

২০ ) আসমানীরে দেখতে কোথায় যেতে হবে ? ➫ রসুলপুর ।

২১ ) পল্লীকবি জসীমউদ্দীন মোট কতটি উপন্যাস রচনা করেছিলেন ? ➫ একটি ।

২২ ) কবর কবিতায় দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন ? ➫ তরমুজ ।

২৩ ) কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? ➫ রাখালী ।

২৪ ) কবর কবিতাটি কোন ছন্দে রচিত ? ➫ মাত্রাবৃত্ত ।

২৫ ) জসীমউদ্দীনের ‘ চলে মুসাফির ’ কোন ধরনের রচনা ? ➫ ভ্রমণকাহিনী ।

২৬ ) ‘ রঙ্গিলা নায়ের মাঝি ’ এর রচয়িতা কে ? ➫ জসীমউদ্দীন ।

২৭ ) জসীমউদ্দীনের রচিত ‘ নিমত্রণ ’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত ? ➫ ধানক্ষেত ।

২৮ ) জসীমউদ্দীন তার বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন ? ➫ কাজল গাঁয়ে ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যে জসীম উদ্দীন থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যে জসীম উদ্দীন যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *