জহির রায়হান

জন্ম : ১৯ আগস্ট , ১৯৩৫ সাল ফেণী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন । ।

জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ । তিনি ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার । তিনি তার চলচ্চিত্রে প্রথম বাংলাদেশের জাতীয় সংগীত ব্যবহার করেন । তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমী থেকে উপন্যাস সাহিত্যের জন্য মরণোত্তর সাহিত্য পুরস্কার পান , মরণোত্তর একুশে পদক , ও ১৯৯২ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান । তিনি ৩০ জানুয়ারি , ১৯৭২ সালে নিখোঁজ হন ।

গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -


০১ ) জহির রায়হান কোন চলচ্চিত্রের জন্য নিগার পুরস্কার লাভ করেন ? ➫ কাঁচের দেয়াল ।

০২ ) বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র কে নির্মাণ করেন ? ➫ জহির রায়হান ।

০৩ ) বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি ? ➫ সঙ্গম ।

০৪ ) জহির রায়হানের ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি ? ➫ জীবন থেকে নেওয়া ।

০৫ ) ‘ আরেক ফাল্গুন ’ এর লেখক কে ? ➫ জহির রায়হান ।

০৬ ) জহির রায়হানের আসল নাম কি ? ➫ মোহাম্মদ জহিরুল্লাহ ।

০৭ ) ' Stop Genocide ' প্রামাণ্য চিত্রটি কার ? ➫ জহির রায়হান ।

০৮ ) জহির রায়হানের ‘ আরেক ফাল্গুন ’ উপন্যাসটির পটভূমি কি ? ➫ ভাষা আন্দোলন ।

০৯ ) ‘ জীবন থেকে নেওয়া ’ চলচ্চিত্রটির পরিচালক কে ? ➫ জহির রায়হান ।

১০ ) ‘ বরফ গলা নদী ’ - কার রচনা ? ➫ জহির রায়হান ।

১১ ) “ চমকে উঠ উভয়েই তাকালাম ওর ‍দিকে ” লাইনটির রচয়িতা কে ? ➫ জহির রায়হান

১২ ) ' Light there be Light ' প্রামাণ্য চিত্রটি কার ? ➫ জহির রায়হান ।

১৩ ) ‘ হাজার বছর ধরে ’ উপন্যাসের লেখক কে ? ➫ জহির রায়হান ।

১৪ ) ‘ সূর্য গ্রহণ ’ গল্পটি রচনা করেছেন কে ? ➫ জহির রায়হান ।

১৫ ) ‘ একুশের গল্প’টি কার লেখা ? ➫ জহির রায়হান ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যে জহির রায়হান থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যে জহির রায়হান থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *