মুনীর চৌধুরী

মুনীর চৌধুরী || EduaidBD.com

মুনীর চৌধুরী

জন্ম : ২৫ নভেম্বর , ১৯২৫ সালে । পৈতৃক নিবাস নোয়াখালী ।

মুনীর চৌধুরী শহীদ বুদ্ধিজীবি হিসেবে পরিচিত । তিনি ভাষা আন্দোলন বিষয়ক কবর নাটকটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় সাংবাদিক ও প্রাবন্ধিক রণেশ দাশগুপ্তের অনুরোধে লিখেন ও সেখানে রাজবন্দীদের দ্বারা নাটকটি অভিনীত হয়েছিল । ১৯৬৬ সালে সিরাক-ই-ইমতিয়াজ খেতাব লাভ করেন ও ১৯৭১ এর মার্চ মাসে অসহযোগ আন্দোলনের সমর্থনে এই খেতাব বর্জন করেন । ১৪ ডিসেম্বর , ১৯৭১ সালে তিনি নিখোঁজ হন ।



গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -


০১ ) ১৯৫২ সালের ২১ ফেবরুয়ারী পটভূমিতে রচিত ‘ কবর ’ নাটকের লেখক কে ? ➫ মুনীর চৌধুরী ।

০২ ) রক্তাক্ত প্রান্তর নাটকটি কোন ধরনের ? ➫ ঐতিহাসিক ।

০৩ ) ভাষা আন্দোলনভিত্তিক মুনীর চৌধুরীর নাটক কোনটি ? ➫ কবর ।

০৪ ) ‘ রক্তাক্ত প্রান্তর ’ নাটকটির পটভুমি কি ছিল ? ➫ পানিপথের ৩য় যুদ্ধ ।

০৫ ) ‘ মুখরা রমনী বশীকরণ ’ নাটকটি কার অনূদিত ? ➫ মুনীর চৌধুরী ।

০৬ ) ‘ রক্তাক্ত প্রান্তর ’ নাটকটির রচয়িতা কে ? ➫ মুনীর চৌধুরী ।

০৭ ) শেক্সফিয়রের ‘ টেমিং অব দি শ্রু ’ বঙ্গানুবাদ করেছেন কে ? ➫ মুনীর চৌধুরী ।

০৮ ) কবর নাটকটি প্রথম অভিনীত হয় কোথায় ? ➫ ঢাকা কেন্দীয় কারাগারে ।

০৯ ) ‘ রক্তাক্ত প্রান্তর ’ কোন ধরনের গ্রন্থ ? ➫ নাটক ।

১০ ) ‘ রুপার কৌটা ’ নাটকটি কার অনূদিত ? ➫ মুনীর চৌধুরী ।

১১ ) মুনীর চৌধুরীর ‘ মীর মনিস ’ কোন ধরনের গ্রন্থ ? ➫ প্রবন্ধ ।

১২ ) ‘ কবর ’ কোন শ্রেণীর গ্রন্থ ? ➫ নাটক ।

১৩ ) মুনীর চৌধুরী রচিত ‘ কেউ কিছু বলতে পারে না ’ একটি ➫ অনুবাদ নাটক ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যে মুনীর চৌধুরী থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যে মুনীর চৌধুরী থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *