গানের রচয়িতা ও সুরকার

বাংলা গানের রচয়িতা ও সুরকার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -

১ ) ‘ প্রানের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে ’ - গানটির গীতিকার কে ? ➫ শেখ ওয়াহিদ ।

২ ) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেবরুয়ারি আমি কি ভুলিতে পারি - গানটির সুরকার কে ? ➫ আলতাফ মাহমুদ ।

৩ ) ধনধান্যে পুষ্পেভরা , আমাদের এই বসুন্ধরা ....গানটির রচয়িতা কে ? ➫ দ্বিজেন্দ্রলাল রায় ।

৪ ) বাংলাদেশ ক্রীড়া সংগীতের রচয়িতা কে ? ➫ সেলিনা রহমান ।

৫ ) গাড়ি চলেনা , চলে না , নারে .....গানটির রচয়িতা কে ? ➫ শাহ আব্দুল করিম ।

৬ ) মোদের গরব মোদের আশা , আ মরি বাংলা ভাষা ...কে লিখেছেন ? ➫ অতুলপ্রসাদ সেন ।

৭ ) ‘ সব কটা জানালা খুলে দাওনা ’ - গীতিকার কে ? ➫ মহরুম নজরুল ইসলাম বাবু ।

৮ ) ‘ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেবরুয়ারি আমি কি ভুলতে পারি ’ - রচয়িতা কে ? ➫ আবদুল গাফফার চৌধুরী ।

৯ ) ‘ খাঁচার ভেতর অচিন পাখি ’ - গানটির রচয়িতা কে ? ➫ লালন ফকির ।

১০ ) ‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে নিতে চায় ’ - গানটির রচয়িতা ও সুরকার হচ্ছেন ➫ আব্দুল লতিফ ।

১১ ) ‘ দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার ’ - রচয়িতা কে ? ➫ কাজী নজরুল ইসলাম ।

১২ ) ‘ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ’ গানটির কত লাইন আমাদের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে ? ➫ ১০ লাইন ।

১৩ ) গম্বীরা বাংলাদেশের কোন অঞ্ছলে সর্বাধিক প্রচলিত ? ➫ রাজশাহী ।

১৪ ) ভাটিয়ালী কোন অঞ্ছলের গান ? ➫ ময়মনসিংহের ।

১৫ ) ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা ’ - গানটির রচয়িতা কে ? ➫ গোবিন্দ্র হালদার ।

১৬ ) ‘ ও আমার দেশের মাটি ’ - গানটির সুরকার ও রচয়িতা কে ? ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ।

১৭ ) ‘ রক্ত দিয়ে নাম লিখেছি ’ - গানটির রচয়িতা কে ? ➫ আবুল কাশেম সন্দ্বীপ ।

১৮ ) ‘ আগে কি সুন্দর দিন কাটাইতাম ’ - রচয়িতা ও সুরকার কে ? ➫ শাহ আব্দুল হামিদ ।

১৯ ) আমরা সবাই রাজা আমাদের ও রাজার রাজত্বে - রচয়িতা কে ? ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ।

২০ ) ‘ বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে ’-রচয়িতা ও সুরকার কে ? ➫ আব্দুল করিম ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যের গানের রচয়িতা ও সুরকার থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যের গানের রচয়িতা ও সুরকার থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *