সৈয়দ ওয়ালী উল্লাহ

সৈয়দ ওয়ালী উল্লাহ

জন্ম : ১৫৬ আগস্ট , ১৯২২ সালে ষোলশহর , চট্টগ্রামে জন্মগ্রহণ করেন । আদিনিবাস নোয়াখালী ।

সৈয়দ ওয়ালী উল্লাহ বাংলাদেশের প্রথম বাংলাদেশি চেতনা প্রবাহরীতির উপন্যাস রচয়িতা । তার বিখ্যাত লালসালু উপন্যাসটি ফরাসি অনুবাদ হলো ‘ L Arbre Sams Maeme ’ । এটি প্রকাশিত হয় ১৯৬১ সালে । এটি অনুবাদ করেন তাঁর পত্নী ‘ অ্যান মেরী ’ । তিনি পি .ই.ইন পুরষ্কার , বাংলা একাডেমী পুরষ্কার , আদমজী পুরস্কার ও মরণোত্তর একুশে পদক লাভ করেন । ১৯৭১ সালের ১০ অক্টোবর প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন ।


গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -


০১ ) ‘ লালসালু ’ উপন্যাসটি কার লেখা ? ➫ সৈয়দ ওয়ালীউল্লাহ ।

০২ ) ‘ নয়নচারা ’ কোন শ্রেণীর রচনা ? ➫ গল্প ।

০৩ ) সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত ‘ সুড়ঙ্গ ’ একটি ➫ নাটক ।

০৪ ) সৈয়দ ওয়ালীউল্লাহর ‘ চাঁদের আমবস্যা ’ ➫ নিরীক্ষীধর্মী উপন্যাস ।

০৫ ) ‘ লালসালু ’ উপন্যাসের উপজীব্য কি ? ➫ গ্রাম বাংলার সমাজের অশিক্ষা - কুশিক্ষা ।

০৬ ) ‘ কাঁদো নদী কাঁদো ’ উপন্যাসটির রচয়িতা কে ? ➫ সৈয়দ ওয়ালীউল্লাহ ।

০৭ ) চাঁদের আমবস্যা কী জাতীয় গ্রন্থ ? ➫ কাব্য ।

০৮ ) ‘ বহিপীর ’ কে রচনা করেন ? ➫ সৈয়দ ওয়ালীউল্লাহ ।

০৯ ) ‘ Tree Without Roots ’ - কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ ? ➫ লালসালু ।

১০ ) ‘ সংসয়ে দুলে দুলে কাঁটাটি ডানদিকে হেলে যায় ’ বাক্যটি কোন রচনার অন্তর্গত ? ➫ একটি তুলসী গাছের কাহিনী ।

১১ ) বাংলাদেশের চেতনা প্রবাহ রীতির উপন্যাস লিখেছেন কে ? ➫ সৈয়দ ওয়ালীউল্লাহ ।

১২ ) ‘ তরঙ্গভঙ্গ ’ কোন ধরনের রচনা ? ➫ নাটক ।

১৩ ) ‘ সুড়ঙ্গ ’ নাটকটির রচয়িতা কে ? ➫ সৈয়দ ওয়ালীউল্লাহ ।

১৪ ) সৈয়দ ওয়ালীউল্লাহ কোন গল্পের জন্য আদমজী পুরস্কার পান ? ➫ দুইতীর ও অন্যান্য গল্প ।

১৫ ) ' The Ugly Asian ' - উপন্যাসটির অনুবাদ করেন কে ? ➫ শিবব্রত বর্মণ ; কদর্য এশীয় নামে ।

Adnan Mahfuj

‘‘ বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালী উল্লাহ থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালী উল্লাহ থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *