বাংলাদেশের ভৌগোলিক অবস্থান

✿বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা সীমানা ✿

অবস্থানগত দিক থেকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ খ্যাত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্ন্তভূক্ত । এর বিস্তিতি ২০°৩৪ ইঞ্চি উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮ ইঞ্চি উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১ ইঞ্চি পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত ।


এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ , মেঘালয় , অরুণাচল ও আসাম রাজ্য ; পূর্বে ভারতের আসাম , ত্রিপুরা মিজোরাম রাজ্য এবং মায়ানমার ; পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণে বঙ্গোপসাগর । এদেশের বর্তমান আয়তন ১ , ৪৭ , ৬১০ বর্গকিলোমিটার এবং সমুদ্রতটে এটি অবস্থিত হওয়ায় এটির আয়তন পলিমাটি ও দ্বীপ তৈরি হওয়ার জন্য ক্রমাগত বাবে বেড়েই চলেছে ।


✿ বাঙ্গালি জাতির উৎপত্তি ✿

বাংলাদেশের মানুষের বাহ্যিক দৈহিক আকৃতি ও বৈশিষ্ট্য পর্যালোচনায় কোন বিশুদ্ধ নরগোষ্ঠীর অস্তিত্ব দেখা যায় না ; বরং এদেশের কাউকে দেখে মনে হয় যে যেন ককেশয়েড , কাউকে দেখে মনে হয় মঙ্গালয়েড , কাউকে অস্টালয়েড আবার কাউকে এদের কোনটার মধ্যেই ফেলা যায় না । সমগ্র বাঙ্গালি নরগোষ্ঠীকে তাই ঐতিহাসিক ও নৃবিজ্ঞানিরা প্রাক আর্য বা অনার্য এবং আর্য জনগোষ্ঠী এই দুই ধারায় ভাগ করেন । আর্যপূর্ব জাতি নিষাদ জাতি নামে পরিচিত ছিল এবং তারা ৪টি শাখায় বিভক্ত ছিল ।


অস্টিক জাতিগোষ্টী ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে নিগ্রেটোদের উৎখাত করে । সমসাময়িককালে দ্রাবিড়রা ও এদেশে আসে এবং অস্টিকদের উপর কতৃত্ব স্থাপন করে । অস্টিক ও দ্রাবিড় জাতির সাথে পরবর্তীতে মঙ্গোলীয়দের সংমিশ্রণ ঘটে । চাকমা , মারমা , ত্রিপুরা , গারো ইত্যাদি জাতি গোষ্ঠী হলো মঙ্গালয়েড ।


নীহাররন্জন রায় তার বাঙ্গালির ইতিহাস গ্রন্থে বলেছেন , “ অনেক রুপান্তর ও পরিবর্তনের মধ্যদিয়ে আদি অস্টেলীয় ও দ্রাবিড় নৃগোষ্ঠীর অনেক আচার বিশ্বাস হিন্দু সমাজে অনুপ্রবেশ করেছে । ” এর মধ্য দিয়ে বাঙ্গালির আদি পুরুষদের সর্ম্পকে ধারণা পাওয়া যায় । আর্য জাতি অস্টিক ও দ্রাবিড়দের সাথে যুক্ত হয়ে গড়ে উঠে বাঙ্গালি জাতির ।


আর্যদের আদিনিবাস ছিল বর্তমান মধ্যেএশিয়ার ইরানে । তারা সনাতনী ধর্মাবলম্বী ছিল এবং তাদের ধর্ম গ্রন্থের নাম ছিল বেদ ।


নৃতাত্তিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্টেলীয় নরগোষ্ঠীর । প্রাগৈাতিহাসিক যুগ থেকে একের পর এক বৈদেশিক শক্তি বাংলাদেশ জয় ও শাসন করাতে পরাক্রমশালী বাঙ্গালি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছে এবং ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর চুড়ান্ত বিজয়ের মধ্যদিয়ে বাঙ্গালি স্বাধীন জাতিসত্তা হিসেবে স্বীকৃতি লাভ করে ।


বিসিএস ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নাবলী -

০১ ) বাঙ্গালি জাতির প্রধান অংশ কোন জাতি গোষ্ঠীর অর্ন্তভুক্ত ? ➫ অস্টিক ।

০২ ) কোন গোষ্ঠী থেকে বাঙ্গালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ? ➫ অস্টিক ।

০৩ ) বাংলার আদি আদিবাসীরা কোন ভাষাভাষী ছিল ? ➫ অস্টিক ।

০৪ ) বাংলার প্রাচীন জাতি কোনটি ? ➫ দ্রাবিড় ।

০৫ ) আর্যদের আদি বাসস্থান কোথায় ? ➫ ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে ।

০৬ ) আর্য জাতি কোন দেশ থেকে এদেশে এসেছিল ? ➫ ইরান ।

০৭ ) বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ - ➫ মঙ্গালয়েড ।

০৮ ) বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অর্ন্তভুক্ত ? ➫ নিষাদ ।

০৯ ) উপমহাদেশে কখন আর্যদের আগমন ঘটে ? ➫ ১৫০০ খ্রি.পূ.

১০ ) আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ? ➫ বেদ ।

১১ ) পৃথিবীর বৃহত্তম ব - দ্বীপ কোনটি ? ➫ বাংলাদেশ ।

১২ ) বাংলাদেশ কত ডিগ্রী অক্ষরেখায় অবস্থিত ? ➫ ২০°৩৪ ইঞ্চি উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮ ইঞ্চি উত্তর অক্ষরেখা ।

১৩ ) বাংলাদেশ কত ডিগ্রী দ্রাঘিমারেখায় অবস্থিত ? ➫ ৮৮°০১ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১ ইঞ্চি পূর্ব দ্রাঘিমারেখা ।

১৪ ) বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত ? ➫ মেঘালয় , আসাম ও অরুণাচল ।

১৫ ) বাংলাদেশের পূর্বে ভারতের কোন রাজ্য অবস্থিত ? ➫ আসাম , ত্রিপুরা ও মিজোরাম ।

১৬ ) মায়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত ? ➫ পূর্বে ।

১৭ ) বাংলাদেশের বর্তমান আয়তন কত ? ➫ ১,৪৭,৬১০ বর্গকিলোমিটার ।

১৮ ) বাঙ্গালি জাতি কীরূপ জাতি ? ➫ সংকর জাতি ।

১৯ ) বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ - ➫ মঙ্গালয়েড ।

২০ ) নৃতত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অর্ন্তভুক্ত ? ➫ আদি মঙ্গালয়েড ।

Adnan Mahfuj

‘‘ বাংলাদেশ বিষয়াবলীর এই অংশ থেকে বার বার আসা প্রশ্নও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে । শেয়ার করে পাশে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *