হৃদপিন্ডের খন্ডিত চিত্র

হৃদপিন্ডের গঠন ও কার্যপ্রণালী

হৃদপিন্ড কি ?

রক্ত সংবহনতন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারাদেহে রক্ত সংবহন করে সেটি হলো হৃদপিন্ড । জীবন্ত এ পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে শিরা মাধ্যমে আনীত রক্ত ধমনীর সাহায্যে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে থাকে । একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃদপিন্ড গড়ে ২৬০০ মিলিয়ন বার স্পন্দিত হয় । একটি হৃদপিন্ডের ওজন প্রায় ৩০০ গ্রাম । স্ত্রীলোকে তা পুরুষের চেয়ে এক - তৃতীয়াংশ কম ।

হৃদপিন্ডের আকার , অবসথান , আকৃতি ও আবরণ -

মানৃষের হৃদপিন্ড বক্ষগহ্বরের মধ্যচ্ছদার উপরে ও দুই ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বেশী বাঁকা হয়ে অবস্থিত । এটি বুকের বাঁমপাশে প্রায় ৬০ % অবস্থান দখল করে থাকে । লালচে - খয়েরি রঙের হৃদপিন্ডটি ত্রিকোণা মোচার মত । একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের দৈর্ঘ্য ১২ সে .মি প্রস্থ ৯ সে .মি । এটি একটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত । হৃদপিন্ডের প্রাচীর অনৈচ্চিক পেশী দিয়ে গঠিত । এসব পেশি হৃদপেশি বা কার্ডিয়াক পেশি নামে পরিচিত ।


প্রকোষ্ঠ : মানুষের হৃদপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ঠ । উপরের দুটিকে ডান বা বাম অ্যাক্টিয়াম নিচের দুটিকে ডান বা বাম ভেক্টিকল বলে । হৃদপিন্ডের স্বতঃস্ফুত প্রসারণকে ডায়াস্টোল এবং স্বতঃস্ফুত সংকোচনকে সিস্টোল বলে ।


দুই প্রকোষ্ঠ যুক্ত হৃদপিন্ডের প্রাণী : সকল ধরণের মাছ ।


তিন প্রকোষ্ঠ যুক্ত হৃদপিন্ডের প্রাণী : ব্যাং , সাপ , হাঙর , অক্টোপাস , ক্যাটল ফিস ।


চার প্রকোষ্ঠ যুক্ত হৃদপিন্ডের প্রাণী : সকল স্থন্যপায়ী প্রাণী , পাখি , কুমির , গুইসাপ , ।


১৩টি প্রকোষ্ঠ যুক্ত হৃদপিন্ডের প্রাণী : তেলাপোকা , আরশোলা ।


হার্টবিট -

হৃদপিন্ডের একবার সংকোচন ( সিস্টোল ) ও একবার প্রসারণ ( ডায়াস্টোল ) কে একত্রে হার্টবিট বা হৃদস্পন্দন বলে । একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে ৭০ - ৮০ বার । প্রতি ০.৮ সেকেন্ডে একটি হার্টবিট চক্র সম্পন্ন হয় । একজন পূর্নবয়স্ক মানুষের নাড়ীর স্বাভাবিক স্পন্দন 72 / min.


গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -

০১ ) নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসের মধ্য দিয়ে ? ➫ ধমনির মধ্য দিয়ে ।

০২ ) মানুষের হৃদপিন্ডে কয় প্রকোষ্ঠ থাকে ? ➫ ৪ টি ।

০৩ ) ক্যাটল ফিসের হৃদপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ঠ ? ➫ ৩ প্রকোষ্ঠ ।

০৪ ) হৃদপিন্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত ? ➫ বিশেষ ধরনের অনৈচ্ছিক ।

০৫ ) পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন কত ? ➫ ৩০০ গ্রাম ।

০৬ ) ডায়াস্টোল বলতে কি বুঝায় ? ➫ হৃদপিন্ডের প্রসারণ ।

০৭ ) স্ট্রোক শরীরের কোন অংশের রোগ ? ➫ মতিষ্ক ।

০৮ ) হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি ? ➫ স্পিগমোম্যানোমিটার ।

০৯ ) এনাজিওপ্লাস্টি হচ্ছে - ➫ হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো ।

১০ ) রক্ত জমাট বাধার পর রক্তের হালকা অবশিষ্ট অংশকে কী বলে ? ➫ সিরাম ।

Adnan Mahfuj

‘‘ বিসিএস , মেডিকেল ও ভার্সিটিসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় হৃদপিন্ড থেকে আসা প্রশ্নগুলো একসাথে সন্নিবেশিত করা হলো । উপরোক্ত প্রশ্নগুলো পড়লে আশা করি সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় হৃদপিন্ড থেকে আসা প্রশ্নগুলো কমন পাবেন । শেয়ার করে টাইমলাইনে রাখুন । ”