বর্তমান প্রতিযোগিতামুলক বাজারে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ দিতে প্রয়োজন চাকুরির ভাইভায় ভালো পারফরমেন্স করা । চলুন দেখে নেওয়া যা কিভাবে ভাইভায় কিভাবে যোগ্য বলে প্রমাণ করবেন তার কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ
কোন কোন বিষয়গুলো জানা আবশ্যক
✿ আপনার নিজের নাম , পিতার নাম , মাতার নাম এবং নামের অর্থ ।
✿ আপনার বংশ পরিচয় বা নামের সাথে পদবী থাকলে সে সর্ম্পকিত কিছু তথ্য ।
✿ নামের সাথে সর্ম্পকিত বিখ্যাত ব্যক্তির নাম ও তাদের সাথে সম্পৃক্ত বিখ্যাত ব্যাক্তি কিংবা ঘটনা সর্ম্পকে জেনে রাখুন ।
✿ জন্ম তারিখ বা একই জন্মদিনে মাসে বিখ্যাত ব্যাক্তি য ঘটনা সর্ম্পকিত তথ্য জেনে রাখুন ।
✿ নিজ গ্রাম , ইউনিয়ন , উপজেলা , জেলা ও বিভাগ ইত্যাদির নাম , আদিনাম ও নামকরনের ইতিহাস জেনে রাখুন ।
✿ জেলার আয়তন , লোকসংখ্যা , গ্রাম , ইউনিয়ন , পৌরসভা , উপজেলা সর্মপকে জেনে রাখুন ।
✿ আপনার জেলা কেন বিখ্যাত ? জেলার বিখ্যাত স্থান , ঐহিত্য পণ্য , কৃষিজ ও খনিজ সম্পদের নাম এবং অর্থনীতিতে নিজ জেলার অবদান ।
✿ জেলার বিখ্যাত নদী , জেলা কোন নদীর তীরে অবস্থিত , প্রধান নদীর উৎপত্তিস্থল ও শাখানদী ও উপনদীর নাম ।
✿ জেলার শিল্প সাহিত্য , সংস্কৃতি , রাজনীতি ও মুক্তিযুদ্ধে বিখ্যাত ব্যাক্তিত্ব ও তাদের অবদান সর্ম্পকে জেনে রাখুন ।
✿ আপনার ইউনিয়নের চেয়ারস্যান , উপজেলা চেয়ারম্যান , UNO সংসদীয় আসনসংখ্যা ও এমপি , D.C ও S.P এর নাম জেনে রাখুন ।
✿ আপনার জেলা থেকে বর্তমান মন্ত্রীর নাম , মনোনীত মহিলা সংসদ সদস্যের নাম জেনে রাখুন ।
✿ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , মহান মুক্তিযুদ্ধ , জাতীয় চারনেতা , মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সংবিধান সর্ম্পকিত তথ্য জেনে রাখুন ।
✿ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মনে রাখুন ।
✿ আপনার শখ কী ? আপনার শখ সর্ম্পকিত কিছু তথ্য গুছিয়ে প্রশ্ন ও উত্তর তৈরি করুন ।
✿ দৈনিক পঠিত পত্রিকার নাম ও বিখ্যাত সম্পাদকের নাম মনে রাখুন এবং ভাইভার দিন প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম মনে রাখুন ।
✿ ভাইভার দিনে ইংরেজি , বাংলা , হিজরি , দিন , মাস ও সাল সর্ম্পকে জানুন । ভাইভার দিনে সূর্য উদয় ও অস্ত কখন যাবে সে সর্ম্পকে জানুন ।
✿ আপনার পঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম , প্রতিষ্ঠাসাল , সর্বশেষ পঠিত প্রতিষ্ঠানের নাম ও প্রতিষ্ঠাসাল , ঐ প্রতিষ্ঠানের বিখ্যাত ব্যাক্তির নাম , প্রতিষ্ঠানের প্রথম ও বর্তমান ভিসি , আপনার ডিপার্টসেন্টের চেয়্যারম্যানের নাম ও কর্ম সর্ম্পকে জানুন ।
✿ Graduation এবং Post graduation পর্যায়ে পঠিত বিষয় সমুহের নাম এবং সংশ্লিষ্ট বিষয়ে খুটিনাটি জেনে রাখুন ।
✿ BCS ভাইভা প্রার্থীরা প্রথম ক্যাডার পচন্দ কোন ক্যাডার তার সর্ম্পকে ভালোভাবে জেনে যাবেন । প্রথম পচন্দ রাখার কারণ ও আপনার পঠিত বিষয়ের সাথে সামন্জস্যতা সর্ম্পকে জেনে যাবেন ।
ভাইভা বোর্ড কেন বিরক্ত হয় ?
✿ আত্মবিশ্বাসের অভাব , সিদ্ধান্তহীনতা , কথা বলার সময় তোতলামি , মাথায় হাত বোলানো , হাতের আঙ্গুল তোলা , অহেতুক ভীতি , বারবার Suppose , বুঝলেন স্যার , মনে করেন কথাগুলো বলা , আঞ্চলিকভাষায় কথা বলা ইত্যাদি ।
✿ উত্তর দেওয়ার সময় কৌশলের অভাব , যথেষ্ট বিনয়ী না হওয়া , To the point এ উত্তর না দেওয়া , উত্তর জানা না থাকলে ও জানার ভান করা ।
✿ যেকোন বিষয়ে কোন অজুহাত খাড়া করা এবং কোনা তথ্য জানা না থাকলে ছলনার আশ্রয় নেওয়া
✿ সৌজন্যতাবোধের অভাব , বোর্ডের সদস্যদের সাথে আই কন্টাক্ট না করে উত্তর দেওয়া , ভাইভা বোর্ডের সদস্যদের সাথে দুব্যবহার করা ।
✿ ইংরেজি ভাষার উপর যথেষ্ট পরিমাণ দক্ষতা না থাকা ও ব্যাকরণের প্রয়োগগত ভুল ।
ভাইভার ড্রেস : ভাইভা বোর্ড পোশাক , Apperance , Expression and Manner এই বিষয়গুলো খুব ভালো করে দেখে । তাই একজন যোগ্য প্রার্থী হিসেবে আপনি ভাইভার জন্য ফরমাল পোশাক নির্বাচন করুন ।
ছেলেদের পোশাক :
শার্ট : সাদা ফুলশার্ট । সাদার উপর যেকোন স্টাইপ হলে ও চলবে ।
প্যান্ট : কালো বা অন্য রঙ্গের ফরমাল প্যান্ট ব্যবহার করুন । জিন্স প্যান্ট বর্জনীয় ।
জুতা , বেল্ট , ঘড়ি : চামড়ার ফিতার ফরমাল হাতঘড়ি , জুতা ও প্যান্টের সঙ্গে ম্যাচ করে কালো রঙ্গের চামড়ার বেল্ট ও ফরমাল জুতা ব্যবহার করুন ।
টাই : শার্ট , প্যান্ট ও জুতার সাথে ম্যাচ করে মার্জিত রঙ্গের টাই পড়ুন ।
স্যুট : শীতকালে স্যুট পরতে পারেন । তবে স্যুট পরলে অবশ্যই টাই পরতে হবে ।
ভাইভার ৫ - ৬ দিন আগে চুল কাটিয়ে নেন ।
ভাইভার ১ - ২ দিন আগে হাতের নখ ছোট করে নিন ।
ভাইভার আগের দিন / ভাইভার দিন সকালে সেভ করে নিন ।
মেয়েদের পোশাক :
মার্জিত রঙের শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করুন ।
মার্জিত মাপের কানের দুল ও গলায় চেইন পরিধান করুন ।
হালকা মেকাপ ও হালকা রঙের লিপিস্টিক দিতে পারেন ।
এক হাতে ঘড়ি ও অন্য হাতে চুড়ি পরতে পারেন ।
চুল বেণী করে রাখুন ।
জুতা সালোয়ার / শাড়ির সাথে ম্যাচিং করে পরিধান করুন ।