যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সর্ম্পক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে তাই স্নায়ুতন্ত্র । মানুষের মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের অঙ্গ । করোটির মধ্যে মস্তিষ্ক সুরক্ষিত অবস্থায় থাকে । মস্তিষ্ক তিনটি অংশে বিভক্ত থাকে । এগুলো হলো : ক ) অগ্রমস্তিষ্ক , খ ) মধ্য মস্তিষ্ক ও গ ) পশ্চাৎ মস্তিষ্ক ।
মানুষের চিন্তা , চেতনা , জ্ঞান , স্মৃতি , ইচ্ছা , বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে সেরিব্রাম । এজন্য সেরিব্রামকে গুরু মস্তিষ্ক বলা হয় । মস্তিষ্কের ৮০ % হলো সেরিব্রাম । মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ বা ১.৪ কেজি । মস্তিষ্কের একক হলো নিউরন । মস্তিষ্কে নিউরনের সংখ্যা ১০ বিলিয়ন ।
গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -
০১ ) মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ ? ➫ স্নায়ুতন্ত্র ।
০২ ) চিন্তার সাথে মস্তিষ্কের কোন অংশের সর্ম্পক থাকে ? ➫ সেরিব্রাম ।
০৩ ) ‘ স্ট্রোক ’ শরীরের কোন অংশের রোগ ? ➫ মস্তিষ্ক ।
০৪ ) মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি ? ➫ স্নায়ু ।
০৫ ) মস্তিষ্কের সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রস্থল কোনটি ? ➫ সেরিব্রাম ।
০৬ ) একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কি বলা হয় ? ➫ নিউরন ।
০৭ ) নিউরন কোন ধরনের টিস্যু ? ➫ রুপান্তরিত আবরণী টিস্যু ।
০৮ ) মানবদেহে সুষুষ্মা স্নায়ুর সংখ্যা কত ? ➫ ৩১ জোড়া ।
০৯ ) কোন করোটিক স্নায়ু স্বাদ গ্রহণের কাজে সাহায্য করে ? ➫ ফেসিয়াল ।
১০ ) কিসের মধ্যে মস্তিষ্ক সুরক্ষিত থাকে ? ➫ করোটিতে ।
১১ ) বাকশক্তি ও চিন্তা - চেতনা নিয়ন্ত্রন করে কোনটি ? ➫ সেরিব্রাম ।
১২ ) মস্তিষ্ক কয়টি অংশে বিভক্ত ? ➫ ৩ অংশে ।
১৩ ) মানুষের মস্তিষ্কের পরিমাণ কত ? ➫ ১.৩৬ বা ১.৪ কেজি ।
১৪ ) মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত ? ➫ ১০ বিলিয়ন ।
১৫ ) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➫ হাইপোথ্যালামাস ।
১৬ ) মানুষের করোটিক স্নায়ু কতজোড়া ? ➫ ১২ জোড়া ।
১৭ ) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোনটি ? ➫ লঘু মস্তিষ্ক ।
১৮ ) তথ্য ধরে রাখার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে বেশি ক্ষমতাসম্পন্ন কে ? ➫ নারী ।
১৯ ) শীত , গীষ্ম , লজ্জা , ক্রোধ প্রভৃতি অনুভুতিবোধ থাকে কার ? ➫ থ্যালামাসে ।
২০ ) স্মৃতিকে সংরক্ষণ করে মস্তিষ্কের কোন অংশ ? ➫ হিপোক্যাম্পাস ।
২১ ) মানুষ যখন চিন্তা করে তখন কোন অংশটি কাজ করে ? ➫ সেরিব্রাম ।
২২ ) মস্তিষ্কের রক্তক্ষরণ ও রক্ত প্রবাহে বাধা পাওয়াকে কি বলে ? ➫ স্ট্রোক ।
২৩ ) মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম কি ? ➫ মেনিনজেস ।
২৪ ) স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী একক কে কি বলে ? ➫ নিউরন ।
২৫ ) মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে কখন ? ➫ স্নায়ু কোষের এক - চতুর্থাংশ ধ্বংস হলে ।