তরঙ্গ : যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের একস্থান থেকে অন্যস্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো কে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে । তরঙ্গ দুই প্রকার ; যথা : ১ ) আড় তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ ও ২ ) লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ । কোনো একটি কম্পমান কণা বা বস্তু এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে । কম্পাঙ্কের একক হলো হাটজ ( Hz ) ।
শব্দ : শব্দ শক্তির একটি বিশেয় রূপ যা আমাদের কানে শ্রবণের অণুভুতি জাগায় । শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় । শব্দের বেগের তীব্রতার ক্রম যথাক্রমে কঠিন > তরল > বায়বীয় । ভ্যাকুয়াম বা বায়ূশূন্য স্থানে শব্দ শোনা যায় না ।
গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -
০১ ) শব্দ উৎপত্তির কারণ কি ? ➫ বস্তুর কম্পন ।
০২ ) কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম ? ➫ বায়বীয় ।
০৩ ) কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা বেশি ? ➫ কঠিন ।
০৪ ) কোন শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে ? ➫ ০.১ সেকেন্ড ।
০৫ ) বাদুড় রাতের বেলায় অন্ধকারে কীভাবে চলাফেরা করে ? ➫ সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে ।
০৬ ) আল্টাসনোগ্রাফি কি ? ➫ ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বরা ইমেজিং ।
০৭ ) কিসের সাহায্য নিয়ে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় ? ➫ প্রতিধ্বনি ।
০৮ ) বাতাসে শব্দের গতি ঘন্টায় কত মাইল ? ➫ ৭৫৭ মাইল ।
০৯ ) কোন তরঙ্গ দৈর্ঘ্য দ্রুত অগ্রসর হয় ? ➫ সূর্য থেকে অাগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ ।
১০ ) কোন মাধ্যমে তাপমাত্রা বাড়লে ঐ মাধ্যমে শব্দের গতি ➫ বাড়ে ।
১১ ) প্রতিফলিত শব্দকে কি বলে ? ➫ প্রতিধ্বনি ।
১২ ) আল্টাসনোগ্রাফিক তরঙ্গ কি ? ➫ শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ ।
১৩ ) শব্দের কম্পাঙ্ক তৈরি হয় কিসের মাধ্যমে ? ➫ কোয়াটজ ক্রিস্টাল অসিলেটর ।
১৪ ) শব্দের তীব্রতার একক কী ? ➫ ডেসিবেল ।
১৫ ) কোন বস্তুর কম্পন কী দিয়ে মাপা হয় ? ➫ হাটজ ।