আলো , আলোর উৎস ও আলোক যন্ত্রপাতি

আলো , আলোর উৎস ও আলোক যন্ত্রপাতি

আলো একপ্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায় । বায়ুশূন্য স্থানে বা বায়ুতে 3 × 10 8 ms-1 বেগে আলো গমন করে থাকে । আলো সর্বদা সরল পথে গমন করে থাকে । এটি অনুপস্থ বা আড়তরঙ্গ । আলোর উৎস ব্যাখ্যা করে বিজ্ঞানিগণ আলোর ৪টি তত্ত্ব প্রদান করেন । ১৯০৫ সালে বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানি আলবার্ট আইনস্টাইন সর্বপ্রথম ফোটনকে ব্যবহার করেন অর্থাৎ আলো আলোর কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন । এই ঐতিহাসিক ব্যাখ্যার জন্য ১৯২১ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ।


এই টপিকসের আলোকে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমুহ -

০১ ) চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন ? ➫ বায়ুমন্ডলীয় প্রতিসরণের কারণে ।

০২ ) লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায় ? ➫ কালো ।

০৩ ) অফটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে ? ➫ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ।

০৪ ) বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ? ➫ আয়োনোস্পিয়ার ।

০৫ ) রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয় ? ➫ মৃদু রন্জন রশ্মি ।

০৬ ) আলো আমাদের চোখে বা মস্তিষ্কে কত সেকেন্ড স্থায়িত্ব লাভ করে ? ➫ ০.১ সেকেন্ড ।

০৭ ) স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের ন্যুনতম দুরত্ব কত ? ➫ ০.২৫ মি. / ২৫ সে.মি / ২৫০ মি.মি ।

০৮ ) যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে ? ➫ দর্পণ ।

০৯ ) রঙ্গিন টেলিভিশনের মৌলিক রং কয়টি ? ➫ ৩ টি ।

১০ ) আকাশ নীল দেখায় কেন ? ➫ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে ।

১১ ) যে তিনটি মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো কি কি ? ➫ নীল , লাল সবুজ ।

১২ ) আকাশে রংধনু সৃষ্টির কারণ কি ? ➫ বৃষ্টির কণা ।

১৩ ) কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশী ? ➫ কালো ।

১৪ ) কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম ? ➫ সাদা ।

১৫ ) আলোর তরঙ্গতত্ব উদ্ভাবন করেন কে ? ➫ হাইগেন ।

১৬ ) বরফ সাদা দেখায় কেন ? ➫ আলোর সব রশ্মিই প্রতিফলিত করে ।

১৭ ) দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্য কোনটির ? ➫ লাল ।

১৮ ) কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি ? ➫ বেগুনি ।

১৯ ) কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম ? ➫ বেগুনি ।

২০ ) হলুদ ফুলকে নীল কাঁচের মধ্য দিয়ে দেখলে কেমন দেখায় ? ➫ কালো ।

২১ ) গোধূলির কারণ কি ? ➫ আলোর বিক্ষেপণ ।

২২) দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোক রশ্মির ‍দিক পরিবতর্ন করার ঘটনাকে কি বলে ?➫ প্রতিসরণ ।

২৩ ) বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহার করা হয় কেন ? ➫ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি ।

২৪ ) আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে ? ➫ হাইগেন ।

২৫ ) মানুষের চোখের মধ্যকার লেন্সের আকৃতি কেমন ? ➫ দ্বি - উত্তল ।

Adnan Mahfuj

‘‘ বিসিএস , মেডিকেল ও ভার্সিটিসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আলো থেকে আসা প্রশ্নগুলো একসাথে সন্নিবেশিত করা হলো । উপরোক্ত প্রশ্নগুলো পড়লে আশা করি সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আলো থেকে আসা প্রশ্নগুলো কমন পাবেন । শেয়ার করে টাইমলাইনে রাখুন । ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *