স্থির ও চল তড়িৎ

স্থির ও চল তড়িৎ - গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

১ ) বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় ? ➫ কিলোওয়াট - ঘন্টায় ।

২ ) বৈদ্যুতিক পাখ ধীরে ঘুরলে ও খরচ - ➫ একই হবে ।

৩ ) আকাশে বিদ্যুৎ চমকায় - ➫ অসংখ্য জলকণা / বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে ।

৪ ) বাসা বাড়িতে বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত ? ➫ ৫০ হার্জ ।

৫ ) বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না কেন ? ➫ মাটির সাথে সংযোগ হয় না ।

৬ ) বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কি ? ➫ ওহম ।

৭ ) বৈদ্যুতিক ক্ষমতার একক কি ? ➫ ওয়াট ।

৮ ) টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় - ➫ তড়িৎ শক্তি ।

৯ ) কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তাড়িৎ শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তর করে ? ➫ ডায়নামো ।

১০ ) ক্যাপাসিটরের প্রধান কাজ কি ? ➫ শক্তি সংরক্ষণ করা ।

১১ ) বজ্রপাতের সময় কোথায় থাকা উচিত ? ➫ গুহার ভিতর বা মাটিতে শুয়ে ।

১২ ) একটি ধাতব পদার্থের উচ্চতা বৃদ্ধির সাথে এর - ➫ এর বৈদ্যুতিক রোধ বেড়ে যায় ।

১৩ ) বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়- ➫ এক কিলোওয়াট - ঘন্টা ।

১৪ ) বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল , যা - ➫ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করে ।

১৫ ) সাধারণত ড্রাইসেলের ইলেকট্রোড হিসেবে কি ব্যবহার করা হয় ? ➫ কার্বন দন্ড ও দস্তার কৌটা ।

১৬ ) বিদ্যুৎ প্রবাহের বাণিজ্যিক একক কি ? ➫ কিলোওয়াট - ঘন্টা ।

১৭ ) এসি কারেন্টের বৈশিষ্ট্য - ➫ সময়ের সাথে দিক পরিবর্তন করে ।

১৮ ) ড্রাইসেল ব্যাটারির বিদ্যুৎ চালক শক্তি কত ? ➫ ১.৫ volt .

১৯ ) তড়িৎ কারেন্ট হলো কোনো তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে - ➫ ইলেক্ট্রনের প্রবাহ ।

২০ ) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি ? ➫ টাংস্টোন ।

২১ ) ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে - ➫ উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিত ।

২২ ) কর্ণফুলী জলবিদ্যুৎ ষ্টেশনে বিদ্যুৎ উৎপাদনের জন্য কতটি টারবাইন আছে ? ➫ ৫ টি ।

২৩ ) বৈদ্যুতিক ফিউজে ব্যবহার করা হয় কোনটি ? ➫ সীসা ও টিন ।

২৪ ) ইলেকট্রন - ভোল্ট কিসের একক ? ➫ শক্তির ।


Adnan Mahfuj

‘‘ স্থির ও চল তড়িৎ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সংযোজন করা হয়েছে । শেয়ার করে টাইমলাইনে রাখুন । ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *