তাপ ও তাপগতিবিদ্যা

তাপ ও তাপগতিবিদ্যা - থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

তাপ একপ্রকার শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা বা গরমের অণুভূতি জাগায় । তাপের আন্তর্জাতিক একক জুল । তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে অানলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে । তাপ সাধারণত তিনটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে থাকে । এগুলো হলো - পরিবহন , পরিচলন ও বিকিরণ । তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় । তাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ক্যালরিমিটার ।


গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -


১ ) মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন ? ➫ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে ।

২ ) ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন ? ➫ বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে ।

৩ ) রেফ্রিজারেটরের কম্পেসারের কাজ কি ? ➫ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা ।

৪ ) পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন ? ➫ বায়ুর চাপ কম থাকার কারণে ।

৫ ) প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ - ➫ উচ্চতাপে তরলের সফুটনাঙ্ক বেশি ।

৬ ) আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন ? ➫ মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বির্কীণ তাপকে উপরে যেতে বাঁধা দেয় ।

৭ ) পেশার কুকারে পানির স্ফুটনাঙ্ক ➫ বেশি ।

৮ ) কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ? ➫ কালো ।

৯ ) কত ডিগ্রী তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশী ? ➫ ৪ ডিগ্রী ।

১০ ) শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন মাধ্যমে ? ➫ বিকিরণ ।

১১ ) তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ ? ➫ বায়বীয় ।

১২ ) কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে কম ? ➫ সাদা ।

১৩ ) তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি ? ➫ বিকিরণ ।

১৪ ) শীতকালে শরীরের চামড়া ফাটে কেন ? ➫ আদ্রতার অভাবে ।

১৫ ) বির্কীণ তাপ কোনটির উপর নির্ভর করে না ? ➫ তরঙ্গের তীব্রতা ।

১৬ ) বাষ্পীয় ইন্জিনের আবিষ্কারক কে ? ➫ জেমস ওয়াট ।

১৭ ) পরমশূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত ? ➫ শূন্য ।

১৮ ) শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ - ➫ কম থাকে ।

১৯ ) কোন ইন্জিনে কার্বুনেটর থাকে ? ➫ পেট্রোল ইন্জিনে ।

২০ ) ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রী তাপমাত্রায় সমান তাপমাত্রায় নির্দেশ করে ? ➫ ( - ৪০ ডিগ্রী )।

২১ ) রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম কি ? ➫ ফ্রেয়ন ।

২২ ) ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয় ? ➫ ভাল আবহাওয়ার ।

২৩ ) ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কেন ? ➫ সেখানে বায়ুর চাপ ভূপ্রষ্ঠ থেকে কম বলে ।

২৪ ) শীতে শরীর কাঁপে কেন ? ➫ বাতাসের আপেক্ষিক আদ্রতা কম বলে ।

২৫ ) মাঝখানে গোলাকার ছিদ্র বিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে , ছিদ্রটির ব্যাস - ➫ কমবে ।

২৬ ) কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ? ➫ ১০০ ডিগ্রী ।

২৭ ) তাপমাত্রার একক কি ? ➫ কেলভিন ।

Adnan Mahfuj

‘‘ তাপ ও তাপগতিবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সংযোজন করা হয়েছে । শেয়ার করে টাইমলাইনে রাখুন । ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *