বাংলাদেশের সরকার ব্যবস্থা

বাংলাদেশের সরকার ব্যবস্থা - গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

০১ ) বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে ? ➫ প্রধান বিচারপতি ।

০২ ) বাংলাদেশ সরকারের আইনবিভাগ কার অধীনে ? ➫ জাতীয় সংসদ ।

০৩ ) বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ? ➫ রাষ্ট্রপতি ।

০৪ ) কে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ? ➫ রাষ্ট্রপতি ।

০৫ ) বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি ? ➫ বঙ্গবভন ।

০৬ ) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম কত বছর বয়স হতে হয় ? ➫ ২৫ বছর ।

০৭ ) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ? ➫ তাজউদ্দিন আহমেদ ।

০৮ ) বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কে ? ➫ প্রধানমন্ত্রী ।

০৯ ) স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রীসভা কখন গঠিত হয় ? ➫ ১০ এপ্রিল , ১৯৭১ ।

১০ )বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী থকবে ?➫ জাতীয় সংসদের কাছে ।

১১ ) মন্ত্রীসভায় কতজন মন্ত্রীর নিয়মিত সভা অনুষ্ঠিত হয় ? ➫ এক দশমাংশ ।

১২ ) মাঠ প্রশাসকের প্রথম পর্যায় কোনটি ? ➫ বিভাগীয় প্রসাশন ।

১৩ ) বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত ? ➫ ১৩৭ নং ।

১৪ ) প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কত সালে ? ➫ ১৯৭৪ সালে ।

১৫ ) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি - ➫ সাংবিধানিক সংস্থা ।

১৬ ) তেতুলিয়া কোন জেলায় অবস্থিত ? ➫ পঞ্চগড় জেলায় ।

১৭ ) বাংলাদেশে জেলার সংখ্যা কতটি ? ➫ ৬৪ টি ।

১৮ ) বাংলাদেশে বর্তমানে কয়স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে ? ➫ ৩ স্তর ।

১৯ ) ঢাকা বিবাগের জেলার সংখ্যা কতটি ? ➫ ১৩ টি ।

২০ ) বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাস হয় ? ➫ ১৯৯১ সালে ।

২১ ) কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় ? ➫ ১৩ জন ।

২২ ) বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি ? ➫ ইউনিয়ন পরিষদ ।

২৩ ) ঢাকা পৌরসভা কতসালে প্রতিষ্ঠিত হয় ? ➫ ১৮৬৪ সালে ।

২৪ ) বাংলাদেশ শিশু একাডেমী কখন প্রতিষ্ঠিত হয় ? ➫ ১৯৭৭ সালে ।

২৫ ) বাংলাদেশে উপজেলা ব্যবস্থা চালু হয় কত সালে ? ➫ ১৯৮৩ সালে ।

২৬ ) বাংলা একাডেমীর প্রথম মহাপরিচালকের নাম কি ? ➫ ড. মাযহারুল ইসলাম ।

২৭ ) বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ? ➫ ঢাকা ।

২৮ ) জাতীয় সংসদে কাস্টিং ভোট কী ? ➫ স্পীকারের ভোট ।

২৯ ) সংসদ ভবনের স্থপতি কে ? ➫ লুই আই কান ।

৩০ ) বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কখন ? ➫ ৭ মার্চ , ১৯৭৩ সালে ।

৩১ ) কখন বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন বসে ? ➫ ১০ এপ্রিল ১৯৭২ সালে ।

৩২ ) বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি ? ➫ ৫০ টি ।

৩৩ ) FIR এর পূর্ণ অভিব্যক্তি কি ? ➫ First Information Report .

৩৪ ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে ? ➫ ১৯৯০ সালে ।

৩৫ ) ইনডোমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয় ? ➫ নভেম্বর ১৯৭৬ ।

৩৬ ) যৌতুক নিরোধ আইন প্রণয়ণ করা হয় কত সালে ? ➫ ১৯৮০ ।

৩৭ ) ভূমি রেজিস্টেশন আেইন বাংলাদেশে কবে থেকে কার্যকর হয় ? ➫ ১ জুলাই , ২০০৫ সালে ।

৩৮ ) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ ই ধারা কতটি ? ➫ ৫৭ টি ।

৩৯ ) অপরাধ বলতে কি বুঝায় ? ➫ আইন দ্বারা নিষিদ্ধ কর্ম সম্পাদন ।

৪০ ) বাংলাদেশ শিশু আইন প্রণীত হয় কখন ? ➫ ১৯৭৪ সালে ।

৪১ ) বাংলাদেশ বিশেষ ক্ষমতা আইন প্রণয়ণ করা হয় কত সালে ? ➫ ১৯৭৪ ।

৪২ ) ' Void Contract ' বলতে কি বুঝায় ? ➫ বাতিল চুক্তি ।

৪৩ ) কিসের মাধ্যমে মানবাধিকার বিষয়টি বিশ্বজনীন হয় ? ➫ ১৯৪৮ সালের সার্বজনীন মানবাধিকার ঘোষণার মাধ্যমে ।

৪৪ ) বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় ? ➫ ২০০০ সালে ।

৪৫ ) সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সদস্য কতজন ? ➫ তিনজন ।

৪৬ ) ' Amicus Curiae' অর্থ কি ? ➫ আদালতের বন্ধু ।

৪৭ ) বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ? ➫ সংবিধানের ব্যাখ্যা প্রদান করা ।

৪৮ ) বাংলাদেশের একমাত্র কিশোর সংশোধনাগারটি কোথায় অবস্থিত ? ➫ গাজীপুর ।

৪৯ ) হাইকোট বিভাগের স্থায়ী বেঞ্চ কয়টি ? ➫ ১ টি ।

৫০ ) ‘ প্যারোল ’ অর্থ কি ? ➫ নির্বাহী আদেশে মুক্তি ।

৫১ ) বাংলাদেশের সুপ্রিম কোটের আপিল বিভাগে কতজন বিচারপতি আছেন ? ➫ ৯ জন ।

৫২ ) সুপ্রিম কোটের ডিভিশন কয়টি ? ➫ ২ টি ।

৫৩ ) অ্যাটনি জেনারেল নিয়োগ দেন কে ? ➫ রাষ্ট্রপতি ।

৫৪ ) নীতি নির্ধারণের সর্বোচ্চ পরিষদ কোনটি ? ➫ কেভিনেট বা মন্ত্রিসভা ।

৫৫ ) জাতীয় অর্থনীতির নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম কোনটি ? ➫ একনেক ।

৫৬ ) জাতীয় সংসদের ১ নং আসনটি বাংলাদেশের কোন জেলায় ? ➫ পঞ্চগড় জেলায় ।

৫৭ ) সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে ? ➫ রাষ্ট্রপতি ।

৫৮ ) বর্তমানে বাংলাদেশের সংবিধানে সংরক্ষিত মহিলা আসন কতটি ? ➫ ৫০ টি ।

৫৯ ) বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শুরু হয় ? ➫ সপ্তম ।

৬০ ) মাত্র ১ টি মাত্র আসন কোন জেলায় ? ➫ রাঙ্গামাটি ।

৬১ ) বর্তমান সংসদ ভবনের নকশা করেছিলেন কে ? ➫ লুই আই কান ।

৬২ ) জাতীয় সংসদের প্রতীক কি ? ➫ শাপলা ফুল ।

৬৩ ) ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্য কতজন ? ➫ ৩ জন ।

৬৪ ) বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে ? ➫ স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ।

৬৫ ) বাংলাদেশে স্খানীয় শাসন অডিন্যান্স জারি করা হয় কত সালে ? ➫ ১৯৭৬ সালে ।

৬৬ ) ইউনিয়ন পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান করা হয় কখন ? ➫ ১৯৯৭ সালে ।

৬৭ ) বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয় কত সালে ? ➫ ১৯৮৩ সালে ।

৬৮ ) বাংলাদেশের প্রসাশনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি ? ➫ ইউনিয়ন ।

৬৯ ) NILG পূর্ণরুপ কি ? ➫ National Institude of Local Government .

৭০ ) কে যুদ্ধ ঘোষণা করতে পারেন ? ➫ রাষ্ট্রপতি ।

Adnan Mahfuj

‘‘ বাংলাদেশ বিষয়াবলীর এই অংশ থেকে বার বার আসা প্রশ্নও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে । শেয়ার করে পাশে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *