জনসংখ্যা , উপজাতি ও জাতিগোষ্ঠী

জনসংখ্যা , উপজাতি ও জাতিগোষ্ঠী - গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

০১ ) জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত ? ➫ ৮ম ।

০২ ) বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত ? ➫ ১ . ৩৭ %

০৩ ) জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ? ➫ ৪র্থ ।

০৪ ) বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে ? ➫ ১৯৭৪ সালে ।

০৫ ) বাংলাদেশের প্রথম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি ? ➫ ঢাকা ।

০৬ ) ২০১৮ - ২০১৯ অর্থনৈতিক সমীক্ষা অনুসারে নারী - পুরুষের অনুপাত কত ? ➫ ১০৩ : ১০০ ।

০৭ ) বাংলাদেশের মানুষের বর্তমান প্রত্যাশিত গড় আয়ু কত ? ➫ ৭২ বছর ( পুরুষ : ৭০.৬ , মহিলা : ৭৩.৬ ) ।

০৮ ) জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি ? ➫ থানচি ।

০৯ ) কোন উপজাতিদের পারিবারিক কাঠামো মাতৃতান্তিক ? ➫ গারো ও খাসিয়া ।

১০ ) কোন উপজাতিদের ধর্ম উসলাম ? ➫ পাঙন ।

১১ ) মারমা উপজাতিরা কোথায় বাস করে ? ➫ বান্দরবনের চিম্বুক পাহাড়ের পাদদেশে ।

১২ ) বাংলাদেশে উপজাতির সংখ্যা কত ? ➫ ৫০ টি ।

১৩ ) মণিপুরী উপজাতিরা কোন জেলায় বাস করে ? ➫ সিলেট ।

১৪ ) গারো উপজাতিরা কোন জেলায় বাস করে ? ➫ ময়মনসিংহে ।

১৫ ) চাকমা উপজাতিরা কোন ধর্নমাবলম্বী ? ➫ বৌদ্ধ ।

১৬ ) কোন আদিবাসী সম্প্রদায় বাংলাদেশে সবচেয়ে বেশি ? ➫ চাকমা ।

১৭ ) গারোদের উত্তরাধিকার নীতি কেমন ? ➫ মাতৃসূত্রীয় ।

১৮ ) গারোদের ধর্মের নাম কি ? ➫ সাংসারেক ।

১৯ ) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি ? ➫ সাঁওতাল ।

২০ ) ‘ খাসিয়া ’ উপজাতিরা কোন জেলায় বসবাস করে ? ➫ সীলেট সীমান্তে ।

২১ ) খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত ? ➫ পুনজি ।

২২ ) হাজংদের বসবাস বাংলাদেশের কোন জেলায় ? ➫ নেত্রকোনা ।

২৩ ) বাংলাদেশের কোন জেলায় রাখাইনদের বসবাস বেশি ? ➫ কক্সবাজার ।

২৪ ) ‘ সাংগ্রেন ’ কোন উপজাতীয়দের অনুষ্ঠান ? ➫ মারমা ।

২৫ ) ‘ খিয়াং ’ সম্প্রদায় কোন অঞ্চলে বসবাস করে ? ➫ পার্বত্য চট্টগ্রামে ।

২৬ ) উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত ? ➫ নেত্রকোনা ।

২৭ ) ‘ হদি ও দলুই ’ কি ? ➫ উপজাতি ।

২৮ ) মুরংদের দেবতার নাম কি ? ➫ ওরেং ।

২৯ ) সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলে ? ➫ মাঝি ।

৩০ ) জলকেলি কাদের উৎসব ? ➫ রাখাইন ।

৩১ ) ষষ্ঠ জনশুমারি শুরু হবে কখন ? ➫ ২ - ৮ জানুয়ারি , ২০২১ ।

৩২ ) ষষ্ঠ জনশুমারিতে সহায়তা করবে কোন প্রতিষ্ঠান ? ➫ NASA .

৩৩ ) সর্বাধিক নারী প্রতি প্রজনন হার কোন দেশের ? ➫ নাইজার ( ৬.৭ ) জন ।

৩৪ ) উপমহাদেশে প্রথম আদম শুমারি হয় কখন ? ➫ ১৮৭২ সালে ।

৩৫ ) বাংলাদেশের কিশোর অপরাধের বয়সসীমা কত ? ➫ ৮ - ১৬ বছর ।

৩৬ ) আদমশুমারি পরিচালনা করে কোন প্রতিষ্ঠান ? ➫ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ।

৩৭ ) সরকার স্বীকৃত ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর সংখ্যা কত ? ➫ ৫০ টি ।

৩৮ ) সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃ - গোষ্ঠী কোনটি ? ➫ চাকমা ।

৩৯ ) চাকমাদের আদি বাসস্থান কোথায় ? ➫ চম্পকনগর ।

৪০ ) চাকমা গ্রামের প্রধান কে কি বলা হয় ? ➫ কারবারি ।

৪১ ) মগদের বর্ণমালার নাম কি ? ➫ ঝা ।

৪২ ) চাকমা মৌজার প্রধান কে ? ➫ হেডম্যান ।

৪৩ ) চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে ? ➫ বিঝু ।

৪৪ ) জুম্মিয়া বা জুম্মা বলে কাদের ? ➫ চাকমাদের ।

৪৫ ) মারমারা তাদের গ্রামকে কি বলে ? ➫ রেয়াা , গ্রাম প্রধানকে বলে - রেয়াাজা ।

৪৬ ) মারমাদের গ্রাম প্রধানকে কি বলে ? ➫ হেডম্যান ।

৪৭ ) মারমাদের সার্কেল প্রধান কে ? ➫ বোমাং রাজা ।

৪৮ ) মারমাদের তীর্থস্থানের নাম কি ? ➫ চিৎমরম ।

৪৯ ) রাখাইনদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে ? ➫ সাং গ্রাং ।

৫০ ) রাখাইনদের ধর্মীয় ভাষা কি ? ➫ পালি ।

৫১ ) রাখাইনদের সাংগ্রাই উৎসব কোনটি ? ➫ জলকেলি ।

৫২ ) রাখাইনদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম কি ? ➫ সান্দ্রে ।

৫৩ ) ত্রিপুরাদের ভাষার নাম কি ? ➫ ককবরক ।

৫৪ ) ককবরক ভাষায় কথা বলে কারা ? ➫ ত্রিপুরারা ।

৫৫ ) ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম কি ? ➫ বৈসুক ।

৫৬ ) গারো পুরুষদের ঐতিহ্যবাহী পোষাকের নাম কি ? ➫ গান্দো ।

৫৭ ) মাতৃতান্ত্রিক উপজাতি কোনগুলো ? ➫ গারো , খাসিয়া ।

৫৮ ) গারোদের আদি বাসস্থান কোথায় ? ➫ তিব্বত ।

৫৯ ) গারোদের জনপ্রিয় খাবার কোনটি ? ➫ মিউয়া ।

৬০ ) গারোদের ভাষার নাম কি ? ➫ মান্দি ।

৬১ ) বাংলাদেশি গারোদের ভাষার নাম কি ? ➫ আচিক খুসিক ।

৬২ ) গারোরা গ্রাম প্রধানকে কি বলে ? ➫ নকসা ।

৬৩ ) উপজাতীয় বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয় ? ➫ বৈসাবি ।

৬৪ ) চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মোট সদস্য কত জন ? ➫ ২২ জন ।

৬৫ ) একই গোত্রে বিবাহ নিষিদ্ধ কোন সমাজে ? ➫ গারো ।

৬৬ ) গারো মহিলাদের নিজেদের তৈরি পোষাকের নাম কি ? ➫ দক মান্দা ও দক শাড়ি ।

৬৭ ) বাংলাদেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ উপজাতি কেনাটি ? ➫ সাঁওতাল ।

৬৮ ) ইংরেজদের সাথে সাঁওতালদের বিদ্রোহ কখন হয় ? ➫ ১৮৫৫ সালে ।

৬৯ ) সাঁওতাল বিদ্রোহের নায়ক কে ? ➫ সিধু ও কানু ।

৭০ ) সাঁওতাল সমাজ কতটি গোত্রে বিভক্ত ? ➫ ১২ টি ।

৭১ ) সাঁওতালদের প্রধান উৎসব কি ? ➫ সোহরাই ।

৭২ ) ঝুমুর , দোন ও ঝিকা কি ? ➫ সাঁওতালদের নাচ ।

৭৩ ) সাঁওতাল ভাষায় বিধবাকে কি বলে ? ➫ রান্ডি ।

৭৪ ) সাঁওতাল সমাজের অভিনব বহিঃপ্রকাশ কোনটি ? ➫ জাতুর নাচ ।

৭৫ ) কোন উপজাতিদের ভাষায় মহাকাব্যরচিত হয়েছে ? ➫ মণিপুরী ।

৭৬ ) মণিপুরীদের প্রধান উৎসবের নাম কি ? ➫ রাস উৎসব ।

৭৭ ) মণিপুরী নৃত্যকে কি বলা হয় ? ➫ লাস্য বা কোমল নাচ ।

৭৮ ) পাঙনরা কোন উপজাতির অংশ / শাখা ? ➫ মণিপুরী ।

৭৯ ) পাঙনরা কোন ভাষায় কথা বলে ? ➫ মৈ তৈ ।

৮০ ) ম্রো দের ধর্মের নাম কি ? ➫ তোরাই ।

৮১ ) খাসিয়াদের ভাষার নাম কি ? ➫ মনখেমে ।

৮২ ) ওঁরাওদের গ্রাম প্রধানকে কি বলে ? ➫ মাহাতো ।

৮৩ ) ওঁরাওদের ভাষার নাম কি ? ➫ কুডুখ ।

৮৪ ) বাংলাদেশে উপজাতি ভাষার সংখ্যা কতটি ? ➫ ৩২ টি ।

৮৫ ) চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস কোনটি ? ➫ ফেবো ।

৮৬ ) মারমাদের লিপিতে বর্ণসংখ্যা কতটি ? ➫ ৪৫ টি ।

৮৭ ) মণিপুরীদের মধ্যে কতটি ভাষা প্রচলিত আছে ? ➫ ২ টি ।

৮৮ ) কোন লেখকের লেখায় উপজাতিদের কথা জানা যায় ? ➫ আব্দুস সাত্তার ।

৮৯ ) কোন উপজাতি গোষ্ঠী পুর্ণজন্মে বিশ্বাস করে ? ➫ মণিপুরী ।

৯০ ) রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি ? ➫ বুদ্ধ পূর্ণিমা ।

৯১ ) সাঁওতালদের প্রধান উৎসব কোনটি ? ➫ সোহরাই উৎসব ।

৯২ ) উপজাতীয় কালচারাল একাডেমী কোথায় অবস্থিত ? ➫ বিরিশিরি , দূর্গাপুর , নেত্রকোনা ।

৯৩ ) মণিপুরী ললিতকলা একাডেমী কোথায় অবস্থিত ? ➫ কমলগন্জ , মৌলভীবাজার ।

৯৪ ) রাখাইন সাংস্কিতিক ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? ➫ রামু , কক্সবাজার ।

৯৫ ) চাকমা বিদ্রোহের সময় চাকমাদের রাজা কে ছিলেন ? ➫ জোয়ান বকস খান ।

৯৬ ) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কখন ? ➫ ২ ডিসেম্বর , ১৯৯৭ ।

৯৭ ) বীরবিক্রম খেতাবপ্রাপ্ত উপজাতি কে ? ➫ ইউ কে চিং মারমা ।

৯৮ ) কাকন বিবি কোন সম্প্রদায়ের লোক ছিলেন ? ➫ খাসিয়া ।

৯৯ ) গারোদের প্রধান দেবতার নাম কি ? ➫ তাতারা রাবুকা । ।

১০০ ) খিয়াং সম্প্রদায়ের উৎসবের নাম কি ? ➫ সাংলান ।

Adnan Mahfuj

‘‘ বাংলাদেশ বিষয়াবলীর এই অংশ থেকে বার বার আসা প্রশ্নও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে । শেয়ার করে পাশে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *