বাংলাদেশের কৃষিজ সম্পদ -
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ । এদেশের অধিকাংশ মানুষের প্রধান উপজীবিকা হলো কৃষি । এদেশের কৃষি মৌসুম অর্থাৎ ফসল তোলার মৌসুম তিনটি । যথা ভাদোই , হৈমন্তিক ও রবি শস্য । এদেশের প্রধান অর্থকরী ফসলগুলোর মধ্যে রয়েছে - পাট , তুলা , চা , জুটন , রেশম , রাবার ইত্যাদি । বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত । বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত । স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে । ২০০৮ সালে দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় । আমাদের দেশের প্রধান খাদ্যমস্য হলো ধান ।
বাংলাদেশের কৃষিজ সম্পদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -
০১ ) বাংলাদেশের কৃষি দিবস কবে পালিত হয় ? ➫ ১ অগ্রাহায়ণ ।
০২ ) কৃষির রবি মৌসুম কোনটি ? ➫ কার্তিক - অগ্রাহায়ণ ।
০৩ ) ‘রবিশস্য ’ বলতে কী বুঝায় ? ➫ শীতকালীন শস্য ।
০৪ ) ‘ ঝুম ’ বলতে কী বুঝায় ? ➫ এক ধরনের চাষাবাদ ।
০৫ ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত ? ➫ গাজীপুর ।
০৬ ) বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারী প্রতিষ্ঠান কোনটি ? ➫ BADC .
০৭ ) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? ➫ ময়মনসিংহ ।
০৮ ) পাটের জীবন রহস্য উন্মোচিত হয় কোন বিজ্ঞানির নেতৃত্বে ? ➫ মাকসুদুল আলম ।
০৯ ) জুটন কে আবিষ্কার করেন ? ➫ ড. মোঃ সিদ্দিকুল্লাহ ।
১০ ) বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? ➫ ঈশ্বরদী , পাবনা ।
১১ ) বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ? ➫ ফরিদপুর ।
১২ ) বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় - ➫ সিলেটের মালনীছড়ায় , ১৮৪০ সালে ।
১৩ ) সর্বাধিক চা বাগান আছে কোথায় ? ➫ মৌলবীবাজার ।
১৪ ) কোথায় অর্গামিক চা উৎপন্ন করা হয়েছে ? ➫ পঞ্চগড়ে ।
১৫ ) ‘ সুমাত্রা ও ম্যানিলা ’ কি ? ➫ উন্নত জাতের তামাক ।
১৬ ) বাংলাদেশের কোথায় অধিক রেশম চাষ করা হয় ? ➫ উত্তরাঞ্চলে ।
১৭ ) রেশমের গুটি উৎপাদনে বিখ্যাত জেলা কোনটি ? ➫ রাজশাহী ।
১৮ ) তুলা চাষের জন্য বিখ্যাত জেলা কোনটি ? ➫ যশোর ।
১৯ ) বাংলাদেশে রোপা আমন কাটা হয় কখন ? ➫ অগ্রাহায়ণ - পৌষ ।
২০ ) ‘ ইরাটম ’ কী ? ➫ উন্নত জাতের ধান ।
২১ ) কোন জেলায় সর্বাধিক ধান উৎপন্ন হয় ? ➫ ময়মনসিংহ ।
২২ ) ‘ সোনালিকা ’ ও ‘ আকবর ’ কিসের নাম ? ➫ উন্নত জাতের ধান ।
২৩ ) কোন দেশ থেকে গোল আলু আনা হয়েছিল ? ➫ হল্যান্ড ।
২৪ ) ‘ বর্ণালি ’ ও ‘ শুভ্রা ’ কি ? ➫ উন্নত জাতের ভুট্টা ।
২৫ ) ‘ বাহার ’ কি ? ➫ উন্নত জাতের টমেটো ।
২৬ ) বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত ? ➫ গাজীপুর ।
২৭ ) বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি ? ➫ তিস্তা বাঁধ প্রকল্প ।
২৮ ) নদী ছাড়া ‘ যমুনা ’ কিসের নাম ? ➫ উন্নত জাতের মরিচ ।
২৯ ) মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? ➫ ফার্মগেট , ঢাকা ।
৩০ ) ‘ শুকতারা ’ ও ‘ তারাপুরী ’ কিসের জাত ? ➫ বেগুন ।
৩১ ) ‘ কানাইবাঁশী ’ ও ‘ মোহনবাঁশী ’ কিসের জাত ? ➫ উন্নতমানের কলা ।
৩২ ) ‘ ভাস্তারা ’ কী ? ➫ সারা বছর ফলনশীল একটি আম ।
৩৩ ) স্বর্ণা সারের বৈজ্ঞানিনক নাম কি ? ➫ ফাইটো হরমোন ইন ভিউসার ।
৩৪ ) রোপা আমন কাটা হয় কোন মাসে ? ➫ পৌষ ।
৩৫ ) লবণাক্ত সহনশীল ধানের জাত কোনটি ? ➫ ব্রিধান - ৪৭ ।
৩৬ ) বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে ? ➫ দিনাজপুর ।
৩৭ ) বাংলাদেশে কচুরিপানা আনা হয় কোন দেশ থেকে ? ➫ মেক্সিকো ।
৩৮ ) জুটন কি ? ➫ পাট ও সুতোর মিশ্রণে তৈরি এক ধরনের কাপড় ।
৩৯ ) খরিফ শস্য বলতে কী বুঝায় ? ➫ গীষ্মকালীন শস্য ।
৪০ ) বাংলাদেশের কৃষি দিবস কবে ? ➫ ১৫ নভেম্বর বা ১ অগ্রহায়ণ ।
৪১ ) বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত ? ➫ ১৩ . ৬৫ %
৪২ ) চাল / ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত ? ➫ তৃতীয় ।
৪৩ ) প্রথম কৃষি শুমারি হয় কথন ? ➫ ১৯৬০ সালে ।
৪৪ ) ষষ্ঠ কৃষি শুমারি হয় কখন ? ➫ ৯ জুন - ২০ জুন , ২০১৯ ।
৪৫ ) ৬ষ্ঠ কৃষি শুমারির স্লোগান কি ছিল ? ➫ " কৃষি শুমারি সফল করি , সমৃদ্ধ বাংলাদেশ গড়ি ।"
৪৬ ) কৃষি শুমারি কত বছর পর পর হয় ? ➫ ১০ বছর পর পর ।
৪৭ ) স্বাধীনতার আগে প্রথম কৃষি শুমারি হয় কখন ? ➫ ১১৯৬০ সালে ।
৪৮ ) স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় কখন ? ➫ ১৯৭৭ সালে ।
৪৯ ) কৃষি শুমারিতে কৃষির অন্তভূক্ত বিষয় কয়টি ? ➫ ৩ টি ( শস্য , মৎস্য , প্রাণী সম্পদ ) ।
৫০ ) ২০২০ সালে বাংলাদেশ আম রপ্তানি করে কোন দেশে ? ➫ সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে ।
৫১ ) জাতীয় চা দিবস কত তারিখ ? ➫ ৪ জুন ।
৫২ ) রঙিন ভুট্টার জাত উদ্ভাবন করেন কে ? ➫ ড. আবেদ চৌধুরী ।
৫৩ ) বাংলাদেশের কৃষিতে নিয়োজিত মোট মোট শ্রম শক্তি কত ? ➫ ৪০.৬ শতাংশ ।
৫৪ ) বাংলাদেশে বর্তমানে মোট আবাদী জমির পরিমাণ কত ? ➫ ৮৭ লাখ হেক্টর বা ২ কোটি ২১ লাখ একর ।
৫৫ ) BRRI উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ধানের নাম কি ? ➫ ব্রি - ৬২ ।
৫৬ ) সেচ নির্ভর ধান কোনটি ? ➫ বোরো ধান ।
৫৭ ) উত্তর বঙ্গের মঙ্গা এলাকার জন্য উপযোগী ধান কোনটি ? ➫ ব্রি - ৩৩ ।
৫৮ ) দক্ষিণ বঙ্গের লবণাক্ততা সহিষ্ণু ধান কোনটি ? ➫ বিনা - ৮ ।
৫৯ ) সোনালি ধান উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান ? ➫ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ।
৬০ ) এক ধানে দুই চারের আবিষ্কারক কে ? ➫ মকবুল হোসেন ।
৬১ ) বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে ? ➫ দিনাজপুৃর ।
৬২ ) বাংলাদেশ পাটকল কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়াত্ত সকল পাটকল বন্ধ ঘোষণা করা হয় কখন ? ➫ ১ জুলাই , ২০২০ ।
৬৩ ) জাতীয় পাট দিবস কথন ? ➫ ৬ মার্চ ।
৬৪ ) পাটজাত পণ্য ব্যবহার বাধ্যতামূলক কতটি পণ্যে ? ➫ ১৯ টি ।
৬৫ ) পাটের তৈরি সোনালি ব্যাগের আবিষ্কারক কে ? ➫ ড. মুবারক আহমেদ খান ।
৬৬ ) ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানির নাম কি ? ➫ ড.মাকসুদুল আলম ।
৬৭ ) পাট পাতা থেকে অর্গানিক চা উৎপাদন কে / কোন প্রতিষ্ঠান ? ➫ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ।
৬৮ ) ‘ রবি - ১ ‘ কি ? ➫ পাটের নতুন জাত ।
৬৯ ) বাংলাদেশের তৃতীয় জি আই পণ্য কোনটি ? ➫ ক্ষীরশাপাতি আম ।
৭০ ) পাখি ছাড়া ‘ দোয়েল ‘ কিসের নাম ? ➫ উন্নত জাতের গম ।
৭১ ) বাংলাদেশে প্রথম অর্গানিক চা চাষ হয় কোথায় ? ➫ পঞ্চগড়ে ।
৭২ ) হিমায়িত ভ্রুণ থেকে ভেড়ার বাচ্ছার জন্ম দেয় কোন প্রতিষ্ঠান ? ➫ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ ।
৭৩ ) পাট থেকে ঢেউটিন আবিষ্কার করেন কে ? ➫ মোবারক আহমেদ খান ।
৭৪ ) স্বণা সারের আবিষ্কারক কে ? ➫ বাহাদুর মিয়া ।
৭৫ ) ‘ বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ‘ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয় কোন নদীকে ? ➫ হালদা নদীকে ।
৭৬ ) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর স্লোগান কি ? ➫ “ মাছ উৎপাদন বৃদ্ধি করি , সুখী সমৃদ্ধ দেশ গড়ি । “
৭৭ ) ইলিশের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন কারা ? ➫ ঢাকা বিশ্ব বিধ্যালয়ের অধ্যাপক হাসিনা খান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম ।
৭৮ ) GI বলতে কি বুঝায় ? ➫ Geographical Indication / ভৌগোলিক নির্দেশক ।
৭৯ ) GI পণ্যের নিবন্ধন দেয় কোন প্রতিষ্ঠান ? ➫ জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান WIPO .
৮০ ) বিশ্বের উৎপাদিত মোট ইলিশের শতকরা কতভাগ বাংলাদেশে উৎপাদন হয় ? ➫ ৬০ %
৮১ ) ইলিশকে জলের রুপালি শস্য বলে অভিহিত করেছেন কে ? ➫ বুদ্ধদেব বসু ।
৮২ ) কৃষির উন্নয়নে সরকোরের গৃহীত ক্ষুদ্রঋণ প্রকল্পের নাম কি ? ➫ পিকেএসএফ ।