বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা -
০১ ) আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদবী কি ছিল ? ➫ যুগ্ম সম্পাদক ।
০২ ) সম্মোহনী নেতৃত্বের অধিকারী অহমেদ সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন ? ➫ ইন্দোনেশিয়া ।
০৩ ) সৌদি আরবের শাসনব্যবস্থা কেমন ? ➫ রাজতান্ত্রিক ।
০৪ ) আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে চাপ দেয় কারা ? ➫ চাপসৃষ্টিকারী গোষ্ঠী ।
০৫ ) সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কে ? ➫ চাপসৃষ্টিকারী গোষ্ঠী ।
০৬ ) রাজনৈতিক ব্যবস্থার প্রাণকেন্দ্র কোনটি ? ➫ জনমত ।
০৭ ) প্রাচীন কোন আইনে জনমতের ধানণা প্রচলিত ছিল ? ➫ রোমান ।
০৮ ) সাধারণ অর্থে জনমত বলতে কি বুঝায় ? ➫ সংখ্যাগরিষ্ট জনসাধারণের মত ।
০৯ ) Voice of God বলা হয় কাকে ? ➫ জনমত ।
১০ ) রাজনৈতিক সংস্কৃতি হলো - ➫ রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি ।
১১ ) বিশ্ব ব্যাংক ও আই ইস এফ হলো - ➫ এক ধরনের চাপসৃষ্টিকারী গোষ্ঠী ।
১২ ) সুশীল সমাজ কি হিসেবে কাজ করে ? ➫ চাপসৃষ্টিকারী গোষ্ঠী ।
১৩ ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোন ধরনের ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ? ➫ বেসরকারী ব্যাক্তিদের নিয়ে ।
১৪ ) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান ? ➫ গনতান্ত্রিক ।