জাতীয় বাজেট 2021

জাতীয় বাজেট ২০১৮ - ২০১৯ গুরুত্বপূর্ণ তথ্যাবলী

➫ ৪৮ তম বাজেট

➫ ঘোষণা করা হয় ৭ জুন ২০১৮ ।

➫ বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে ঘোষিত পঞ্চম বাজেট ।

➫ উপস্থাপন করেন - আবুল মাল আবদুল মুহিত ।

➫ ২৮ জুন , ২০১৮ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয় ।

➫ মোট বাজেট : ৪ , ৬৪, ৫৭৩ কোটি টাকা ।

➫ সামগ্রিক আয় : ৩ , ৩৯ , ২৮০ কোটি টাকা ।

➫ মোট জিডিপি : ২৫ , ৩৭ , ৮৪৯ কোটি টাকা ।

➫ জিডিপির প্রবৃদ্ধি : ৭.৮ % ;

➫ মূল্যস্ফীতি : ৫.৬ % ;

➫ রাজস্ব আয় : ২ , ৯৬ , ২০০ কোটি টাকা ;

➫ বৈদেশিক অনুদান : ৪ ,০৫১ কোটি টাকা ;

➫ বার্ষিক উন্নয়ন কর্মসূচি : ১ , ৭৯ , ৬৬৯ কোটি টাকা ;

➫ বৈদেশিক ঋণ : ৫০ , ০১৬ কোটি টাকা ;

➫ অভ্যন্তরীণ ঋণ : ৭১ , ২২৬ কোটি টাকা ;

➫ সাধারণ করদাতা শ্রেণীর করমুক্ত আয়সীমা : ২ ,৫০ ,০০০ টাকা ।


খাত ভিত্তিক ব্যয় ( কোটি টাকায় ) -

➫ শিক্ষা : ৬৭ , ৯৪৪ ;

➫ পরিবহন ও যোগাযোগ : ৫৫ , ৪০৫ ;

➫ সুদ পরিশোধ : ৫১ , ৩৪০ ;

➫ ভর্তুকি ও প্রণোদনা : ৩৩ , ২০৫ ;

➫ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন : ৩২ , ৬৭০ ;

➫ প্রতিরক্ষা : ২৬ , ১১৭ ;

➫ জনশৃঙ্খলা ও নিরাপত্তা : ২৫ , ৮০৮ ;

➫ জ্বালানি ও বিদ্যুৎ : ২৪ , ৯২০ ;

➫ সামাজিক কল্যাণ ও নিরাপত্তা : ২৩ , ৭৯৯ ;

➫ স্বাস্থ্য : ২৩ , ৩৯৩ ;

➫ কৃষি : ১৭ , ২৫৯ ;

➫ জনপ্রশাসন : ১৪ , ৬১১ ;

➫ অন্যান্য : ৪২ , ০৫৬ ।


খাত ভিত্তিক আয় ( কোটি টাকায় ) -

➫ মূল্য সংযোজন কর : ১ , ১০ , ৭১৯ ;

➫ আয় ও মুনাফা কর : ১ , ০০ , ৭১৯ ;

➫ আমদানি শুল্ক : ৩২ , ৫৫০ ;

➫ সম্পুরক শুল্ক : ৪৮ , ৭৬৬ ;

➫ এনবিআরের অন্যান্য আয় : ৩ , ৬০৮ ;

➫ কর ব্যতীত রাজস্ব : ৩৩ , ৩৫২ ;

➫ বিদেশী অনুদান : ৪ , ০৫১ ;

➫ দেশীয় ব্যাংক ঋণ : ৪২ , ০২৯ ;

➫ বিদিশী ঋণ : ৫০ ,০১৬ ;

➫ ব্যাংক বর্হীভূত ঋণ : ২৯ , ১৯৭ ;

➫ পদ্মা সেতু প্রকল্পে বরাদ্ধ : ৩ ,৪৯৫ ;

➫ রোহিঙ্গাদের জন্য বরাদ্ধ : ৪০০ ;

➫ সাংস্কৃতিক উন্নয়নের জন্য : ৫১০ ;

➫ পানি সম্পদ খাতে : ৫ ,৬৬০ ;

Adnan Mahfuj

‘‘ বাংলাদেশ বিষয়াবলীর এই অংশ থেকে বার বার আসা প্রশ্নও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে । শেয়ার করে পাশে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *