বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য - গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

০১ ) কর্ণফুলি পেপার মিলের ব্যবহৃত কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয় ? ➫ বাঁশ ও নরম কাঠ ।

০২ ) বাংলাদেশ সরকারী নিউজপ্রিন্ট মিল কোথায় অবস্থিত ? ➫ খুলনা ।

০৩ ) পাকশী কাগজকলের প্রধান কাঁচামাল কী ? ➫ আখের চোবড়া ।

০৪ ) বাংলাদেশে স্থাপিত প্রথম কাগজকল কোনটি ? ➫ কর্ণফুলী পেপার মিল ।

০৫ ) ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে ? ➫ বাণিজ্য মন্ত্রণালয় ।

০৬ ) কাফকো কোথায় অবস্থিত ? ➫ চট্টগ্রাম ।

০৭ ) ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ? ➫ ইউরিয়া ।

০৮ ) জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ? ➫ ইউরিয়া ।

০৯ ) বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি ? ➫ যমুনা সার কারখানা ।

১০ ) দেশের প্রথম সার কারখানা কোনটি ? ➫ ফেন্সুগন্জ সারকারখানা ।

১১ ) দানাদার ইউরিয়া উৎপাদনকারী কারখানা কোনটি ? ➫ ইউরিয়া সারকারখানা ।

১২ ) বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত ? ➫ খুলনা ।

১৩ ) বাংলাদেশে তৈরি জাহাজ ‘ স্টেলা মেরিস ’ কোন দেশে রপ্তানি হয়েছে ? ➫ ডেনমার্ক ।

১৪ ) বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক পাট উৎপন্ন হয় ? ➫ ফরিদপুর ।

১৫ ) কতসালে আদমজী জুটমিল বন্ধ করা হয় ? ➫ ৩০ জুন , ২০০২ ।

১৬ ) বাংলাদেশের প্রধান ইপিজেড কোথায় অবস্থিত ? ➫ চট্টগ্রাম ।

১৭ ) DEP2 কোথায় অবস্থিত ? ➫ সাভারে ।

১৮ ) বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি ? ➫ তৈরি পোশাক ।

১৯ ) বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কি ? ➫ রেডিমেট গার্মেন্টস ।

২০ ) দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে ? ➫ গজারিয়া ।

২১ ) বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় ? ➫ সৈয়দপুর ।

২২ ) বাংলাদেশ অস্ত্র কারখানা কেথায় অবস্থিত ? ➫ গাজীপুর ।

২৩ ) বাংলাদেশের একমাত্র রেয়ন মিল কোথায় অবস্থিত ? ➫ চন্দ্রঘোনা ।

২৪ ) বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত ? ➫ চট্টগ্রামে ।

২৫ ) বাংলাদেশ সরকার কোথায় ‘ শিল্প পার্ক ’ স্থাপন করেছেন ? ➫ সিরাজগন্জ ।

২৬ ) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য কতজন ? ➫ ১০ জন ।

২৭ ) বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে কার ? ➫ বাংলাদেশ ব্যাংক ।

২৮ ) গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু করে কখন ? ➫ ১৯৭৬ সালে ।

২৯ ) বাংলাদেশে স্থাপিত প্রথম বেসরকারী ব্যাংক কোনটি ? ➫ আরব বাংলাদেশ ব্যাংক ।

৩০ ) বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু করে কোন ব্যাংক ? ➫ ডাচ-বাংলা ব্যাংক ।

Adnan Mahfuj

‘‘ বাংলাদেশ বিষয়াবলীর এই অংশ থেকে বার বার আসা প্রশ্নও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে । শেয়ার করে পাশে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *