বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি

০১ ) বিশ্বগ্রাম ধারণার প্রর্বতক কে ? ➫ মার্শাল ম্যাকলুহাম ।

০২ ) ‘ দারিদ্রের দুষ্টচক্র ’ ধারণাটির প্রর্বতক কে ? ➫ র‌্যাগনার নার্গাস ।

০৩ ) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক কে ? ➫ আখতার তামিদ খান ।

০৪ ) বাংলাদেশের বাণিজ্যিক বন্দর কোনটি ? ➫ চট্টগ্রাম ।

০৫ ) গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কখন ? ➫ ১৯৮৩ সালে ।

০৬ ) BARD এর প্রতিষ্ঠাতা কে ? ➫ আখতার হামিদ খান ।

০৭ ) স্টক শেয়ারের প্রর্বতিত নতুন পদ্বতি কোনটি ? ➫ ডিম্যাট ।

০৮ ) বাংলদেশ শেয়ার বাজার কোন সংস্থা নিয়ন্ত্রণ করে ? ➫ সিকিউরিটি একচেন্জ কমিশন ।

০৯ ) বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু হয় ? ➫ ৪ মার্চ , ১৯৭২ সালে ।

১০ ) বাংলাদেশ সিকিউরিটি প্রেস কোথায় অবস্থিত ? ➫ গাজীপুর ।

১১ ) বাংলাদেশ ব্যাংকের প্রথম গর্ভনরের নাম কি ? ➫ এ . এন হামিদুল্লাহ ।

১২ ) মুদ্রার অবমুল্যায়ন হলে কি হয় ? ➫ অমদানি কমে যায় ।

১৩ ) বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা ? ➫ বিশ্বব্যাংক ।

১৪ ) VAT বলতে কী বুঝায় ? ➫ মূল্য সংযোজন কর ।

১৫ ) মূল্য সংযোজন কর কোন ধরনের কর ? ➫ পরোক্ষ কর ।

১৬ ) কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের আয় সবচেয়ে বেশি ? ➫ মূল্য সংযোজন কর ।

১৭ ) ভূমিকর কোন ধরনের কর ? ➫ প্রত্যক্ষ কর ।

১৮ ) আয়কর কোন ধরনের কর ? ➫ প্রত্যক্ষ কর ।

১৯ ) বাংলাদেশে মূল্য সংযোজন কর ( ভ্যাট ) কখন চালু হয় ? ➫ ১ জুলাই ১৯৯১ ।

২০ ) বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ? ➫ প্রধানমন্ত্রী ।

২১ ) ব্রাক এর প্রতিষ্ঠাতা কে ? ➫ ফজলে হাসান আবেদ ।

২২ ) বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়েছে ? ➫ ১৯৯৭ সালে ।

২৩ ) ২০১৮ - ১৯ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত ? ➫ ৭.৮ % ।

২৪ ) বাংলাদেশ সরকার কোন খাতে সবচেয়ে বেশি আয় করে থাকেন ? ➫ পরোক্ষ কর ।

২৫ ) ২০১৮ - ১৯ অর্থবছরে সাধারণ শ্রেণীর করমুক্ত আয়সীমা কত ? ➫ ২ , ৫০ , ০০০ ।

২৬ ) ২০১৭ - ১৮ অর্থ বছরে পদ্মাসেতুর জন্য মোট বাজেট কত ? ➫ ৪ , ৩৯৫ কোটি টাকা ।

২৭ ) কতটাকা আয়কে সর্বনিম্ন ধরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্রের পরিমাপ করা হয় ? ➫ ১৬ ডলার বা ৩৫ সেন্ট ।

২৮ ) বাংলাদেশে কতবিঘা পর্যন্ত জমির খাজনা মওকুপ করা হয়েছে ? ➫ ২৫ বিঘা ।

Adnan Mahfuj

‘‘ বাংলাদেশ বিষয়াবলীর এই অংশ থেকে বার বার আসা প্রশ্নও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে । শেয়ার করে পাশে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *