অর্থনৈতিক সমীক্ষা 2021

অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ - গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ -

✿ চলতি মূল্যে মাথাপিছু আয় ➫ ১৭৫২ মার্কিন ডলার ;

✿ জনসংখ্যা বৃদ্ধির হার ➫ ১ .৩৭ ;

✿ পুরুয় মহিলা অনুপাত ➫ ১০০ : ১০৩ ;

✿ জনসংখ্যার ঘনত্ব ( প্রতি বর্গকিলোমিটারে ) ➫ ১০৯০ জন ;

✿ শিশু মৃত্যুহার ( প্রতি হাজারে ) ➫ ২৮ জন ;

✿ গর্ভনিরোধক ব্যবহার করে ➫ ৬২.৩% ;

✿ প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ➫ ৭১.৬ বছর ( পুরুষ : ৭০.৩ , মহিলা : ৭২.৯ )

✿ ডাক্তার প্রতি জনসংখ্যা ➫ ২০৩৯ জন ;

✿ স্বাক্ষরতার হার ( ৭ বছর + )➫ ৭১ % ( পুরুষ : ৭৩ % , মহিলা : ৬৮.৯ % )

✿ সুপেয় পানি গ্রহণকারী ➫ ৯৮ % ;

✿ কৃষিতে মোট শ্রমশক্তির ব্যয় ➫ ৪০ . ৬ % ;

✿ সেবাতে মোট শ্রম শক্তির ব্যয় ➫ ৩৯ % ;

✿ চলতি মূল্যে জিডিপি ➫ ২২ , ৩৮ , ৪৯৮ কোটি টাকা ;

✿ স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধির হার ➫ ৭ . ৬৫

✿ চলতি মূল্যে জিডিপি ➫ ১৬৭৭ মার্কিন ডলার ;

✿ মোট বিনিয়োগ জিডিপির ➫ ৩১ . ৪৭ % ;

✿ মূল্যস্ফীতি ➫ ৫ . ৮৩ % ;

আর্থিক পরিসংখ্যান ২০১৮ -

✿ দেশে মোট তফসিলি ব্যাংকে সংখ্যা ➫ ৫৮ টি ।

✿ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ➫ ৩৪ টি

✿ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ➫ ৬ টি ।

✿ বিশেষায়িত ব্যাংক ➫ ২ টি ।

✿ বেসরকারী বাণিজ্যিক ব্যাংক ➫ ৪০ টি ।

✿ বৈদেশিক ব্যাংক ➫ ৯ টি

✿ ২০১৭ - ১৮ অর্থবছরে জিডিপিতে সেবা খাতের অবদান ছিল ➫ ৫২ . ১৮ % ;

✿ রেমিট্যান্স আয়ে শীর্ষ দেশ ➫ সৌদি আরব ।

Adnan Mahfuj

‘‘ বাংলাদেশ বিষয়াবলীর এই অংশ থেকে বার বার আসা প্রশ্নও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে । শেয়ার করে পাশে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *