বাংলাদেশের সংবিধান

বাংলাদেশের সংবিধান - গুরুত্বপূর্ণ ১৩৫ টি প্রশ্ন

০১) বাংলাদেশের সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয় ? ➫ ৪ নভেম্বর , ১৯৭২ ।

০২) বাংলাদেশের অভিভাবক কে ? ➫ সুপ্রিম কোর্ট ।

০৩) বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ? ➫ বেগম রাজিয়া বানু ।

০৪) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন ? ➫ ১৯৭২ সালের ১১ জানুয়ারি ।

০৫) গণপরিষদের প্রথম অধিবেশন বসে কখন ? ➫ ১০ এপ্রিল , ১৯৭২ ।

০৬) গণপরিষদের অধিবেশনে সভাপতি কে ছিলেন ? ➫ মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ।

০৭) গণপরিষদের প্রথম অধিবেশন স্পীকার কে ছিলেন ? ➫ শাহ আব্দুল হামিদ ।

০৮) গণপরিষদের প্রথম অধিবেশন ডেপুটি স্পীকার কে ছিলেন ? ➫ মোহাম্মদ উল্লাহ ।

০৯) খড়সা সংবিধান প্রণয়ণ কমিটির প্রধান কে ছিলেন ? ➫ ড . কামাল হোসেন ।

১০) খড়সা সংবিধান প্রণয়ণ কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য কে ছিলেন ? ➫ সুরন্জিত সেন গুপ্ত ।

১১) বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কখন ? ➫ ১৬ ডিসেম্বর , ১৯৭২ ।

১২) প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর কোথায় ছিল ? ➫ ৮ নং থিয়েটার রোড , কলকাতা ।

১৩) বাংলাদেশের সংবিধানের কয়টি তফসিল ? ➫ ৭ টি ।

১৪) বাংলাদেশের সংবিধানের ভাষা কয়ঠি ? ➫ দুইটি ।

১৫) বাংলাদেমের সংবিধানের মূলনীতি কয়টি ? ➫ চারটি ।

১৬) সংবিধান প্রণয়ণ কমিটির সদস্য কতজন ছিলেন ? ➫ ৩৪ জন ।

১৭) হস্তলিখিত মূল সংবিধানে কতজন স্বাক্ষর করেন ? ➫ ৩০৯ জন ।

১৮) হস্তলিখিত মূল সংবিধানের অঙ্গসজ্জাকারী কে ছিলেন ? ➫ শিল্পী জয়নুল আবেদীন ।

১৯) সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয় ? ➫ ৩০ দিন ।

২০) বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স কত ? ➫ ৩৫ বছর ।

২১) সংসদের এক অধিবেশন সমিাপ্তি ও পরবর্তী অধিবেশন কত দিনের মধ্যে হতে হবে ? ➫ ৬০ দিন ।

২৩) বাংলাদেশের সংবিধান ‍দিবস কত তারিখে পালন করা হয় ? ➫ ৪ নভেম্বর ।

২৪) বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন ? ➫ বিচারপতি আবু সাঈদ চৌধুরী ।

২৫) বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কখন শুরু হয় ? ➫ ১০ এপ্রিল , ১৯৭২ ।

২৬) বাংলাদেশ সংবিধানে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রয়েছে তার নাম কি ? ➫ জাতীয় সংসদ ।

২৭) বাংলাদেশের সাংবিধানিক নাম কি ? ➫ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ।

২৮) সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন ? ➫ ৬(২) ।

২৯) ‘ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ’ - এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত আছে ? ➫ ৭(১) ।

৩০) সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণের ‘ শিক্ষার অধিকার ’ নিশ্চিত করা হয়েছে ? ➫ ১৭ নং ।

৩১) সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণের ‘ গণতন্ত্র ও মানবঅধিকার ’ নিশ্চিত করা হয়েছে ? ➫ ১১ নং অনুচ্ছেদ ।

৩২) সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে ? ➫ ২২ নং অনুচ্ছেদ ।

৩৩) সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণের সুযোগের সমতা প্রদানের কথা বলা হয় ? ➫ ১৯ নং অনুচ্ছেদ ।

৩৪) বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার দেওয়া হয়েছে ? ➫ তৃতীয় ভাগে ।

৩৫) মানুষের মৌলিক চাহিদা কয়টি ? ➫ ৫ টি ।

৩৬) বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে ? ➫ ২২ টি ।

৩৭) সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে ? ➫ ৩৯ নং অনুচ্ছেদ ।

৩৮) সকল নাগরিকই আইনের দৃস্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী - সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত আছে ? ➫ ২৭ নং অনুচ্ছেদে ।

৩৯) রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমতা বিধান করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে ? ➫ ২৮ (২) ।

৪০) জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে? ➫ ৩২ নং অনুচ্ছেদে ।

৪১) মৌলিক অধিকার লঙ্গিত হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেওয়া আছে ? ➫ ধারা ৪৪ ।

৪২) সরকারি নিয়োগে সমান সুযোগের কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে ? ➫ ২৯ নং ।

৪৩) চলাফেরার স্বাধীনতা সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে ? ➫ ৩৬ নং ।

৪৪) সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির কথা বলা হয়েছে ? ➫ ৫১ নং ।

৪৫) সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা হয়েছে ? ➫ ৫২ নং ।

৪৬) সংসদ আহ্বান , স্থগিত ও ভেঙ্গে দেয়ার ক্ষমতা কার ? ➫ রাষ্ট্রপতি ।

৪৭) বাংলাদেশের বিশতম রাষ্ট্রপতির নাম কি ? ➫ মোঃ আব্দুল হামিদ ।

৪৮) সংসদ কতৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করেন ? ➫ ১৫ দিন ।

৪৯) বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে ? ➫ জাতীয় সংসদ ।

৫০) কার সম্মতি ছাড়া কোন বিল পাশ করা যাবে না ? ➫ রাষ্ট্রপতির ।

৫১) সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন ? ➫ ৯৩ অনুচ্ছেদ ।

৫২) সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্ছ পদমর্যাদার অধিকারী কে ? ➫ রাষ্ট্রপতি ।

৫৩) কার কতৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই ? ➫ রাষ্ট্রপতি ।

৫৪) বাংলাদেশের মান্ত্রপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী ? ➫ জাতীয় সংসদের কাছে ।

৫৫) বাংলাদেশের সরকার পদ্বতি কী রূপ ? ➫ সংসদীয় সরকার পদ্বতি ।

৫৬) বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার প্রধান কে ? ➫ প্রধানমন্ত্রী ।

৫৭) কে প্রধানমন্ত্রকে নিয়োগ দেন ? ➫ রাষ্ট্রপতি ।

৫৮) বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন ? ➫ জাতীয় সংসদ ।

৫৯) সংবিধান অনুসারে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায় ? ➫ এক - দশমাংশ ।

৬০) বাংলাদেশ সশস্ত্র কাহিনীর সর্বাধিনায়ক কে ? ➫ প্রেসিডেন্ট ।

৬১) সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল সৃষ্টির কথা উল্লেখ আছে ? ➫ ৭৭ নং ।

৬২) বাংলাদেশের আইনসভার নাম কি ? ➫ জাতীয় সংসদ ।

৬৩) আইনসভার সভাপতি কে ? ➫ সিস্পকার ।

৬৪) একজন সংসদ সদস্য স্পীকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবেন ? ➫ ৯০ ‍দিন ।

৬৫) জাতীয় সংসদে কত ভোটে আইন পাশ হয় ? ➫ ৫০ % + ১ ।

৬৬) সংসদের স্পীকার হওয়ার জন্য বয়স কত হওয়া প্রয়োজন ? ➫ পঁচিশ বছর ।

৬৭) ফ্লোর ক্রসিং সম্পকিত বিধান কত নং ধারায় আছে ? ➫ ৭০ নং ।

৬৮) সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার বাধ্যতামূলক ? ➫ ৬০ দিন ।

৬৯) কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন ? ➫ রাষ্ট্রপতি ।

৭০) সংসদে কোরাম হয় কত জনে ? ➫ ৬০ জন ।

৭১) রাষ্ট্রপতি পদত্যাগ করতে ছাইলে কার নিকট পদত্যাগপত্র পেশ করেন ? ➫ সিস্পকারের ।

৭২) জাতীয় সংসদের প্রিথম ডেপুটি স্পীকার কে ছিলেন ? ➫ আ : মালেক উকিল ।

৭৩) শ্বেতপত্র কী ? ➫ দেশের গুরুত্বপূর্ণ আইন ও নিয়মকানুন সম্বলিত দলিল ।

৭৪) জাতীয় সংসদের কাস্টিং ভোট বলতে কি বুঝায় ? ➫ সিস্পকারের ভোটকে ।

৭৫) Impeachment কি ? ➫ অভিশংসসন ।

৭৬) বেসরকারী বিল কাকে বলে ? ➫ সংসদ সদস্যদের উথ্হাপিত বিলকে ।

৭৭) বাংলাদেশ জাথীয় সংসদে সসংরক্ষিত মহিলা আসন কত ? ➫ ৫০ ।

৭৮) বাংলাদেশের মন্ত্রিপরিষদকে শপথ পাঠ করান কে ? ➫ রাষ্ট্রপতি ।

৭৯) বাংলাদেশ সুপ্র্রিম কোটের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দান করেন ? ➫ প্রেসিডেন্ট ।

৮০) সুপ্রিম কোটের প্রধান বিচারপতির সর্বোচ্চ বয়স কত ? ➫ ৬৭ বছর ।

৮১) ১৪৪ ধারা সর্বাধিক পরিচিত কোন আইনে ? ➫ ফৌজদারী কার্যবিধি ।

৮২) বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি ? ➫ সুপ্রিমকোট ।

৮৩) কোর্ট অব রেকর্টড বলা হয় কোন আদালতকে ? ➫ সুপ্রিম কোট ।

৮৪) বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি ? ➫ ২ টি ।

৮৫) মৌলিক অধিকার লঙ্গন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেওয়া আছে ? ➫ ৪৪ এ ।

৮৬) বাংলাদেশ সংবিধানের কত ধারায় আইনের সংঙ্গা দেওয়া আছে ? ➫ ১০৭ ধারা ।

৮৭) বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ? ➫ ১৮ বছর ।

৮৮) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ কে করেন ? ➫ রাষ্ট্রপতি ।

৮৯) নির্বাচন কমিশনারের মেয়াদ কাল কত বছর ? ➫ ৪ বছর ।

৯০) প্রধান নির্বাচন কমিশনারের মেয়দ কত বছর ? ➫ ৩ বছর ।

৯১) সংবিধানের কোন অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে ? ➫ ১২৭ নং অনুচ্ছেদে ।

৯২) বাংলাদেশের মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে ? ➫ রাষ্ট্রপতি ।

৯৩) বাংলাদেশ সরকারী কর্মকমিশন কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠিত ? ➫ ১৩৭ নং ধারা অনুযায়ী ।

৯৪) বাংলাদেশের সরকারী কর্মকমিশন কোন মন্ত্রনালয়ের অধীনে ? ➫ জনপ্রসাশন ।

৯৫) বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংবিধান সংশোধন করা হয় ? ➫ ১৬ বার ।

৯৬) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে ? ➫ রাষ্ট্রপতি ।

৯৭) বাংলাদেশের মন্ত্রিপরিষদকে শপথবাক্য পাঠ করান কে ? ➫ রাষ্ট্রপতি ।

৯৮) বাংলাদেশ সংবিধানের আইনের ব্যাখ্যা দেওয়া আছে কোন অনুচ্ছেদে ? ➫ ১৫২ অনুচেছদে ।

৯৯) সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে ? ➫ ১৪২ ।

১০০) বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী হয় কখন ? ➫ ১৯৭৩ সালে ।

১০১) জরুরি অবস্থা জারির বিধান সংবিধানর কোন সংশোধনে সন্নিবেশিত হয় ? ➫ দ্বিতীয় সংশোধনীতে ।

১০২) বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর মূল উদ্দেশ্য কী ছিল ? ➫ ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান ।

১০৩) বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল ? ➫ চতুর্থ ।

১০৪) কোন সংশোধনের মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয় ? ➫ চতুর্থ ।

১০৫) বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদে কোন তারিখে পাশ হয়েছিল ? ➫ ২৫ জানুয়ারি , ১৯৭৫ ।

১০৬) বাঙ্গালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয় কখন ? ➫ ৫ম সংশোধনীর মাধ্যমে ।

১০৭) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করা হয় ? ➫ পঞ্চম সংশোধনী ।

১০৮) সংবিধানের পঞ্চম সংশোধনী গৃতীত হয় কখন ? ➫ ১৯৭৯ সালে ।

১০৯) কোন সংশোধনীর মধ্য দিয়ে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয় ? ➫ চতুর্থ সংশোধনী ।

১১০) কোন সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রবর্তন করা হয় ? ➫ চতুর্থ সংশোধনী ।

১১১) আদালত কতৃক মৌলিক অধিকারের সংরক্ষণ ক্ষমতা হরণ করা হয় কোন সংশোধনীর মাধ্যমে ? ➫ চতুর্থ সংশোধনী ।

১১২) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয় ? ➫ অষ্টম সংশোধনী ।

১১৩) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka করা হয় ? ➫ অষ্টম সংশোধনী ।

১১৪) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সুপ্রীম কোর্টের বিকেন্দ্রয়ান করা হয় ? ➫ অষ্টম সংশোধনী ।

১১৫) বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনী কখন গৃহীত হয় ? ➫ ১৯৮৮ সালের ৭ জুন ।

১১৬) বাংলাদেশে সংসদীয় গনতন্ত্রের উত্তরণ ঘটে কখন ? ➫ ৬ আগস্ট , ১৯৯১ ।

১১৭) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের উপ-রাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় ? ➫ দ্বাদশ সংশোধনী ।

১১৮) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রবর্তিত করা হয় ? ➫ দ্বাদশ সংশোধনী ।

১১৯) বাংলাদেশে রাষ্ট্রপদি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধীর মাধ্যমে ? ➫ দ্বাদশ সংশোধনী ।

১২০) সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃতীত হয় কখন ? ➫ ১৯৯১ সালে ।

১২১) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ‘ তত্বাবধায়ক সরকার ’ ব্যবস্থার প্রবর্তন করা হয় ? ➫ ত্রয়োদশ ।

১২২) বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনটি কোন বিষয় সর্ম্পকিত ? ➫ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ।

১২৩) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ এ উন্নীত করা হয় ? ➫ চতুর্দশ ।

১২৪) জাতীয় সংসদে তত্বাবধায়ক সরকার বিল পাশ হয় কখন ? ➫ ২৭ মার্চ , ১৯৯৭ ।

১২৫) তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় কোন সংশোধনীর মাধ্যমে ? ➫ ১৫ তম ।

১২৬) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে মহিলা আসন সংখ্যা ৫০ এ উন্নীত করা হয় ? ➫ পঞ্চদশ ।

১২৭) সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সুপ্রীম কোর্টের বিচার পতিদের অবসর গ্রহনের সময়সীমা ৬৫ থেকে ৬৭ বছর করা হয় ? ➫ চতুর্দশ সংশোধনী ।

১২৮) পিএসসির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যের অবসর গ্রহনের সময়সীমা ৬২ থেকে ৬৫ বছর করা হয় কখন ? ➫ চতুর্দশ সংশোধনী ।

১২৯) ৭২’এর সংবিধানের মূলনীতি বহাল রাখা হয় কোন সংশোধনীর মাধ্যমে ? ➫ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ।

১৩০) সংবিধানের ষোড়শ সংশোধনী কখন সংসদে উত্থাপন করা হয় ? ➫ ৭ সেপ্টেম্বর ২০১৪ ।

১৩১) সংবিধানের ষোড়শ সংশোধনী কখন সংসদে পাশ করা হয় ? ➫ ১৭ সেপ্টেম্বর , ২০১৪ ।

১৩২) এ পর্যন্ত সংবিধান মোট কতবার সংশোধিত হয় ? ➫ ১৭ বার ।

১৩৩) সংবিধানের সপ্তদশ সংশোধনী মাধ্যমে নারীদের জন্য ৫০ টি আসন কত বছরের জন্য নিশ্চিত করা হয় ? ➫ ২৫ বছর ।

১৩৪) সংবিধানের সপ্তদশ সংশোধনী কি নামে পরিচিত ? ➫ সংবিধান আইন - ২০১৮ ।

১৩৫) সংবিধানের সপ্তদশ সংশোধীর সময় জাতীয় সংসদের সভাপতিত্ব করেন কে ? ➫ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

Adnan Mahfuj

‘‘ বিসিএসসহ এমন কোন চাকরি নেই যেখানে পরীক্ষার হলে আপনি বাংলাদেশের সংবিধান থেকে প্রশ্ন পাবেন না । তাহলে আর দেরি কেন বাংলাদেশ সংবিধানের এই গুরুত্বপূর্ণ নোটটি মুখস্ত করে ফেলুন আর শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে । ‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *