ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি পরীক্ষার তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা দু’টি অংশে হয়ে থাকে । MCQ এবং লিখিত এই দুই অংশে পরীক্ষা হয় । আসুন দেখে নিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টন কেমন হয় :

MCQ -

◢ পূর্ণমান ৭৫ নম্বর

◢ সময় - ৫০ মিনিট

যে যে বিষয় থেকে প্রশ্ন হবে :

» বাংলা - ( ১৬ x ১.২৫ = ২০ )

» ইংরেজি - ( ১৬ x ১.২৫ = ২০ )

» সাধারণ জ্ঞান + গনিত + ICT - ৩৫

◢ পাশ নম্বর = ৩০

✩ বিদ্র : MCQ পরীক্ষায় পাশ না করলে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে না ।


লিখিত পরীক্ষার মানবন্টন :

◢ মোট নম্বর = ৪৫ ।

◢ সময় : ৪০ মিনিট ।

যে যে বিষয় থেকে প্রশ্ন হবে :

» বাংলা - ১৫

» ইংরেজি - ১৫

» সাধারণ জ্ঞান ( বিশ্লেষণধর্মী ) - ১৫

বিশ্লেষণধর্মীটা আবার কি ?

কোন একটা ঘটনার পটভূমি বা কারণ কিংবা যাই হোক এগুলো নিয়ে ৫ - ৭ লাইন লিখতে বলা হয় ।


✩ বিদ্র : লিখিত + MCQ এর সম্মিলিত পাশ নম্বর ৪৮ । কিন্তু আলাদাভাবে লিখিত পরীক্ষায় ১২ এবং MCQ পরীক্ষায় ৩০ নম্বর পেয়ে পাশ করতে হবে ।

Adnan Mahfuj

‘‘ যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করার উপযুক্ত তারা হেলা না করে প্রস্তুতি শুরু করে দাও । নিয়মিত ও গোছানো পড়াশোনার মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতা সম্ভব । মনে রাখবে এটা তোমার এই যাবৎ কালের স্বপ্ন ও ভবিষ্যতের আত্মপরিচয় তৈরি করার সময় । তাই সময়ের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে । শুভকামনা সবার জন্য । ”