ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে ভর্তি পরীক্ষা দু’টি অংশে হয়ে থাকে । MCQ এবং লিখিত এই দুই অংশে পরীক্ষা হয় । আসুন দেখে নিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টন কেমন হয় :
MCQ -
◢ পূর্ণমান ৭৫ নম্বর
◢ সময় - ৫০ মিনিট
যে যে বিষয় থেকে প্রশ্ন হবে :
» বাংলা - ( ১৬ x ১.২৫ = ২০ )
» ইংরেজি - ( ১৬ x ১.২৫ = ২০ )
» সাধারণ জ্ঞান - ( ২৮ x ১.২৫ = ৩৫ )
◢ পাশ নম্বর = ৩0
✩ বিদ্র : MCQ পরীক্ষায় পাশ না করলে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে না ।
লিখিত পরীক্ষার মানবন্টন :
◢ মোট নম্বর = ৪৫ ।
◢ সময় : ৪০ মিনিট ।
যে যে বিষয় থেকে প্রশ্ন হবে :
» বাংলা - ২৫
» ইংরেজি - ২০
✩ বিদ্র : লিখিত + MCQ এর সম্মিলিত পাশ নম্বর ৪৮ । কিন্তু আলাদাভাবে লিখিত পরীক্ষায় ১২ এবং MCQ পরীক্ষায় ৩০ নম্বর পেয়ে পাশ করতে হবে ।