০১ ) পর্যায় সারণিতে "inner - transition " মৌলের সংখ্যা কত ? ➫ ৩০ ।
০২ ) কোনটি যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয় ? ➫ নারিকেল ।
০৩ ) “ গ্রহ গুলির গতিপথ উপবৃত্তাকার ” - তত্ত্বটি কে আবিষ্কার করেন ? ➫ কেপলার ।
০৪ ) সার্বজনীন গ্রহীতা “ blood group ” কোনটি ? ➫ AB .
০৫ ) “ Cycas ” উদ্ভিদের শস্য কোন ধরনের ? ➫ হ্যাপ্লয়েড ।
০৬ ) শব্দের প্রবলতা মাপার একক হচ্ছে - ➫ Wm -2
০৭ ) নিচের কোনটি অর্ধপরিবাহী নয় ? ➫ আরজেনটাম ।
০৮ ) Safrina has lost her cellphone again . This is the second time this ____ .➫ has happened .
০৯ ) নিচের কোনটি Oxidation - reduction reaction ? ➫ 2H2S + SO2 + 2H2O + 3S .
১০ ) Which one of the following is part participle form of " swim " ? ➫ swum .
১১ ) নিচের কোন পদ্ধতি পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না ? ➫ ফতন্তকরণ ।
১২ ) I am accustomed ___ such a life . ➫ to .
১৩ ) কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে ? ➫ হেপারিন ।
১৪ ) আন্তঃকশেরুকা চাকতিতে কি ধরনের তরুণাস্থি পাওয়া যায় ? ➫ nitrogen .
১৫ ) হাইড্রার কোন অংশে সিডোসাইড কোষ সবচেয়ে বেশী থাকে ? ➫ কর্ষিকা ।
১৬ ) সিরাজ সাহেবের ভর ২০ কেজি অ তিনি ২৫ সে.মি . উঁচু মোট ২০ টি সিঁড়ি ১০ সেকেন্ডে উঠতে পারলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত ? ➫ ৯৮০ জুল ।
১৭ ) ফরমালডিহাইড ও পটাসিয়াম উত্তপ্ত করলে কি পাওয়া যায় ? ➫ Acetylene .
১৮ ) Alom ___ in Dhaka for ten years . ➫ has been living .
১৯ ) ১ অক্ষশক্তি = কত ওয়াট ? ➫ ৭৪৬ ।
২০ ) কোন জীবে আদি কোষ থাকে ? ➫ ব্যাকটেরিয়া ।
২১ ) কোন রক্তকণিকা এ্যান্টিবডি তৈরি করে ? ➫ বেসোফিল ।
২২ ) বিশুদ্ধ পানির PH কত ? ➫ 7 .
২৩ ) নিচের কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে বেশি ? ➫ NH3
২৪ ) Which one of the following is an example of present perfect continuous tense ? ➫ It has been raining .
২৫ ) ১ কিউসেক পানির ঘনফল কত লিটার ? ➫ 28.317
২৬ ) Which one of the following sentence is correct ? ➫ If I win the lottery , I shall buy a big house .
২৭ ) তরলিত প্রাকৃতিক গ্যাস কিসে সমৃদ্ধ ? ➫ Butane .
২৮ ) বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ? ➫ বর্ধমান হাউস ।
২৯ ) কোন সালে বাংলাদেশ ক্রিকেট “ ওয়ান ডে স্ট্যাটাস ” লাভ করে ? ➫ 1997 .
৩০ ) For present perfect tense , which one of the following is correct ? ➫ Ashraf has gone to Faridpur .
৩১ ) শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয় ? ➫ অ্যলিভওলাস ।
৩২ ) কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের জন্য নিউইয়র্কে কনসার্ট করে অর্থ সংগ্রহ করেন ? ➫ জর্জ হ্যারিসন ।
৩৩ ) নিচের কোনটি দ্বিস্তরী ? ➫ হাইড্রা ।
৩৪ ) পদার্থ বিদ্যাতে নিচের কোনটি power এর একক নয় ? ➫ জুল ।
৩৫ ) Stainless steel এ steel ছাড়া আর কি থাকে ? ➫ nickel .
৩৬ ) প্যারাসিমপ্যাথটিক স্নায়ু কোন করোটিক স্নায়ুতে পাওয়া যায় ? ➫ অকুলোমেটর ।
৩৭ ) নিচের কোন অঙ্গ ইরাইথ্রোপোয়েটিন উৎপাদন করে ? ➫ বৃক্ক ।
৩৮ ) কোন গ্যাস বাতাসে সবচেয়ে বেশি ? ➫ নাইট্রোজেন ।
৩৯ ) মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি গলবেট কোষ পাওয়া যায় ? ➫ ক্ষুদ্রাঙ্গ ।
৪০ ) চাপের SI একক কি ? ➫ প্যাসকেল ।
৪১ ) উত্তল লেন্স কেমন হতে পারে না ? ➫ cylindrical .
৪২ ) পানি বরফে রুপান্তর করা হলে তার ঘনত্ব - ➫ কমে ।
৪৩ ) পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ঋণাত্বক - ➫ 273.15 ডিগ্রী সেন্টিগ্রেড ।
৪৪ ) নিচের কোনটি " gaseous oxidizing agent " ? ➫ O3
৪৫ ) নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী এসিড ? ➫ H2FSbF6
৪৬ ) রংধনুর সাথে নিচের কোনটি সামন্জস্যপূর্ণ নয় ? ➫ বিরলিকরণ ।
৪৭ ) Synonym for " Ability " are all of the followings except : ➫ Avail .
৪৮ ) কবুতর কোন শেণীর প্রাণী ? ➫ Aves .
৪৯ ) নিচের কোন গ্রন্থিটি ভিন্ন প্রকৃতির ? ➫ অগ্নাশয় ।
৫০ ) Which one of the following is not a noun ? ➫ Fairly .
৫১ ) বিশ্ব স্বাস্থ সংস্থার নির্দেশিকা অনুযায়ী পাণীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ? ➫ 0.01mg/L
৫২ ) নিচের কোনটি সহজে পানিতে দ্রবীভূত হয় ? ➫ Ammonia .
৫৩ ) নিচের কোনটি প্রধান ' green house gas ' ? ➫ CO2
৫৪ ) নিচের কোনটি DNA Virus ? ➫ হেপাটাইসিস বি ।
৫৫ ) For present continuous tense , which of the following is correct ? ➫ Don't make so much noise I am trying to work .
৫৬ ) অক্সিজেনে কতটি আইসোটোপ পাওয়া যায় ? ➫ তিনটি ।
৫৭ ) ‘ স্বাধীনতা স্তম্ব ’ কোথায় অবস্থিত ? ➫ সোহরাওয়ার্ধী উদ্যান ।
৫৮ ) সুন্দরবনকে “ ওয়াল্ড হেরিটেজ ” ঘোষণা করেছে কোন সংস্থা ? ➫ ইউনেস্কো ।
৫৯ ) নিচের কোনটিতে ঐচ্ছিক পেশী পাওয়া যায় ? ➫ জিহ্বা ।
৬০ ) “ ফ্লাজেরাযুক্ত স্পোর ” কি নামে অবহিত ? ➫ Zoospors .
৬১ ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ? ➫ ১০ জানুয়ারি ।
৬২ ) ‘ চাকা ’ এর সাথে কোনটি সর্ম্পকহীন ? ➫ রৌপ্য মুদ্যা ।
৬৩ ) মানবদেহের কোন অঙ্গ ফিব্রিনোজেন তৈরি করে ? ➫ যকৃত ।
৬৪ ) মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় ? ➫ ১১ টি ।
৬৫ ) কোন Lipoprotein কে Bad Cholesterol বলে ? ➫ Very low density lipoprotein .
৬৬ ) Which one of the following sentences is in the passive form ? ➫ The room has been cleaned .
৬৭ ) কোন বন্ধন দ্বারা দুইটি হাইপ্রোজেন এ্যাটম যুক্ত থাকে ? ➫ cavalent .
৬৮ ) কার অর্থায়নে “ পদ্মা সেতু ” তৈরি হচ্ছে ? ➫ বাংলাদেশ সরকার ।
৬৯ ) নিচের কোনটি অপ্রকৃত ফল ? ➫ আনারস ।
৭০ ) অর্ধ জীবন এর প্রতীক কোনটি ? ➫ T1/2
৭১ ) নিচের কোন এনজাইম glucose কে ethyl alcohol এ পরিবর্তন করে ? ➫ Zymase
৭২ ) সেন্টিগ্রেড স্কেলে 98.5° ফারেনহাইট তাপমাত্রার সমান কত ? ➫ 36.944°C
৭৩ ) কোন দ্রবণে নীল লিটমাস লালে রূপান্তরিত হয় ? ➫ Acid .
৭৪ ) নিচের কোনটিতে পদার্থ বিদ্য লদ্ধা জ্ঞান চিকিৎসা বিদ্যায় প্রয়োগ করা হয় না ? ➫ Biometric attendance .
৭৫ ) নিচের কোন ‘ হাইড্রক্সাইড ’টি অল্ম ধর্মীয় ? ➫ B(OH)2
৭৬ ) ছত্রাকের কোন প্রাচীরের মূখ্য উপাদন কোনটি ? ➫ কাইটিন ।
৭৭ ) Antonym of ' Refractory ' is - ➫ Obedient .
৭৮ ) “ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ” - জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি ১৯৭১ সালের কোন তারিখে প্রদান করেন ? ➫ ৭ মার্চ ।
৭৯ ) LASER এর পূর্ণরূপ কি ? ➫ Light Amplification by stimulated Emission of Radiation .
৮০ ) সিলোমহীন পর্ব কোনটি ? ➫ Fasciola hepatica .
৮১ ) নিচের কোনটি জারক ও বিজারক উভয় হিসেবেই কাজ করে ? ➫ nitrogen peroxide .
৮২ ) সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রোন থাকে ? ➫ 11
৮৩ ) নিচের কোনটি " Flame test " এ " Golden Yellow " প্রতীয়মান হয় ? ➫ Na
৮৪ ) সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায় ? ➫ জেজুনামে ।
৮৫ ) পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয় ? ➫ প্যারাইটাল কোষ ।
৮৬ ) ৪৮.০ মিটার / সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্যে থাকবে ? ➫ ৯.৮ সেকেন্ড ।
৮৭ ) ঘাস ফড়িংয়ের হেপাটিক সিকা কয়টি ? ➫ ১২ ।
৮৮ ) আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যাবহার করা হয় ? ➫ Carbon-di-oxid .
৮৯ ) She said , " I taught many schools"- what is the indirect speech of this this sentence ? ➫ She said that she had taught in many school .
৯০ ) নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না ? ➫ সেন্ট্রোসোম ।
৯১ ) The word ' right ' has been used as a verb in which of the following sentence ? ➫ It is such a fault that it will right itself .
৯২ ) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ? ➫ লুই আই কান ।
৯৩ ) মস এর স্তী জননাঙ্গের নাম কি ? ➫ Archegonium .
৯৪ ) মাইটোসিসে কোষের ভিতর নিওক্লিয়াসের বিভাজনকে কি বলে ? ➫ ক্যারিওকাইনেসিস ।
৯৫ ) 5 % Sodium Carbonate solution এর মেলারিটি কত ? ➫ 0.47 M
৯৬ ) In which of the following sentences ' but ' it used as preposition ? ➫ None but the brave deserves the fair .
৯৭ ) পদার্থ বিদ্যার আওতায় আসে না কোনটি ? ➫ Antropometry .
৯৮ ) নিচের কোনটি এসিড বৃষ্টির জন্য দায়ী ? ➫ SO2
৯৯ ) শূন্যে আলোর গতি হচ্ছে ...... meter / second . ➫ 299 792 458.
১০০ ) হৃদপিন্ডে অবস্থিত কোন সংযোগকারি কলাকে পেসমেকার বলা হয় ? ➫ সাইনো-এ্যক্টিয়াল নোড ।