ডেন্টাল  কলেজ  কলেজ

ডেন্টাল কলেজ কলেজ

✔️ ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদনের যোগ্যতাঃ

✔️ SSC / সমমান এবং HSC / সমমান মিলে ন্যূনতম GPA 9.00( ৪র্থ বিষয়সহ )

✔️ উপজাতীয় ও পার্বত্য জেলার অ - উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে GPA - 8.00 ( ৪ র্থ বিষয়সহ ).

✔️ SSC / সমমান এবং HSC / সমমান পরীক্ষায় পদার্থ , রসায়ন ও জীববিদ্যা থাকতে হবে ।

✔️ জীববিজ্ঞানে কমপক্ষে GPA 3.50 থাকতে হবে ।


পরীক্ষার মানবন্টনঃ

✔️ মোট নম্বর = ৩০০ ।

✔️ পরীক্ষার ফলাফল থেকে যোগ হবে ২০০ নম্বর ।

✔️ S.S.C তে প্রাপ্ত GPA × 15 = 75

✔️ H.S.C তে প্রাপ্ত GPA × 25 = 125

✔️ MCQ পদ্মতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বর ।

✔️ জীববিজ্ঞান - ৩০ , রসায়ন - ২৫ , পদার্থ - ২০ , ইংরেজি - ১৫

✔️ সাধারণ জ্ঞান : বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি - ৬ , আন্তর্জাতিক - ৪ ।

✔️ পরীক্ষার সময় ১ ঘন্টা ।

✔️ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে ।

✔️ পাশ নম্বর - ৪০ ।


BDS মোট আসন সংখ্যা :

✔️ সাধারণ আসন - ৫১৭ টি ।

✔️ মুক্তিযোদ্ধাদের পুত্র - কন্যাদের এবং পুত্র কন্যাদের পুত্র কন্যার জন্য - ১০ টি ।

✔️ পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য - ০৫ টি ।

✔️ মোট - ৫৩২ টি ।

Note :

✔️ সরকারী ডেন্টালে ভর্তির জন্য জাতীয় মেধায় ৮০ % ও জেলা কোঠায় ২০ % প্রার্থী নির্বাচন করা হয় ।

✔️ ডেন্টালে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যায় ।

✔️ প্রাইভেট ডেন্টালে ভর্তি হতে চাইলে ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামুলক এবং MCQ পরীক্ষায় কমপক্ষে ৪০ পেতে হবে ।

✔️ যারা কোন সরকারী মেডিকেল / ডেন্টাল কলেজে ভর্তি থেকে পুনরায় ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নেবে তাদের ৫ মার্ক কাটা যাবে ।

এক নজরে ডেন্টাল কলেজ সমুহ ও আসন সমুহঃ


  ডেন্টাল  কলেজ  কলেজ

Adnan Mahfuj

‘‘ যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করার উপযুক্ত তারা হেলা না করে প্রস্তুতি শুরু করে দাও । নিয়মিত ও গোছানো পড়াশোনার মাধ্যমেই মেডিকেল ভর্তি পরীক্ষায় সফলতা সম্ভব । মনে রাখবে এটা তোমার এই যাবৎ কালের স্বপ্ন ও ভবিষ্যতের আত্মপরিচয় তৈরি করার সময় । তাই সময়ের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে । শুভকামনা সবার জন্য । ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *