০১ ) শ্বসন কেন্দ্র অবস্থিত কোথায় ? ➫ পনস ।
০২ ) C12H22O11 + H2O______C6H12O5+ C6H12O6 বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে কোনটি ? ➫ খনিজ এসিড ।
০৩ ) বিভিন্ন পর্দাথের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে ? ➫ আসঞ্জন বল ।
০৪ ) কোনটি প্যারান্যাসাল সাইনাস না ? ➫ অক্সিফিটাল সাইনাস ।
০৫ ) কোন রোগীর রক্তের pH 6.90 এই অবস্থাকে কি বলে ? ➫ এসিডোসিস ।
০৬ ) যদি কোন তাপ ইন্জিনের মধ্য থেকে কোন তাপ বের না হয় , তবে ইন্জিনের দক্ষতা কত ? ➫ 100 %
০৭ ) “ Walking is a good exercise”- here ' walking ' is a / an ➫ Gerund .
০৮ ) দাতার দেহ থেকে সংগ্রহের কতক্ষণের মধ্যে গ্রহীতার দেহে স্থাপন করতে হয় ? ➫ ৪৮ ঘন্টা ।
০৯ ) মাংস কোটাজাতকরণে কোনটি ব্যবহৃত হয় ? ➫ ২ % লবনের দ্রবণ ।
১০ ) একটি গাড়ী চলতে থাকলে এর টায়ারের ভিতর একটি তাপগতীয় প্রক্রিয়া চলে । প্রক্রিয়াটি হলো - ➫ সমআয়তন প্রক্রিয়া ।
১১ ) Choose the correct sentence : ➫ One's should obey one's parents .
১২ ) মানুষের কন্জিতে হাড়ের সংখ্যা কত ? ➫ ৮ টি ।
১৩ ) মেহেদীর রঙের জন্য দায়ী কোন পদার্থটি ? ➫ লাসোন ।
১৪ ) দুটি আধানের মধ্যবর্তী দুরত্ব তিনগুণ করা হলো , তবে বল কতগুণ হবে ? ➫ 1 / 9 .
১৫ ) Which parts of speech is the word ' extraordinary ' ? ➫ Adjective .
১৬ ) প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত ? ➫ ১০ বিলিয়ন ।
১৭ ) কোন তথ্যটি সঠিক ? ➫ সারফেস ওয়াটারে HNO3 এসিড দ্রবীভূত ।
১৮ ) একটি ধাতব রেলের উষ্ণতা 10°C হতে 110°C পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোধ 10% বাড়ে । ধাতুটির রোধের উষ্ণতা কত ? ➫ 0.001°C-1
১৯ ) The best passive form of the sentence ' What do you want ' ? is - ➫ what is wanted by you .
২০ ) বুকের দুধে কোন ধরনের ইমিউনোগ্লিাবিউলিন থাকে ? ➫ IgA .
২১ ) অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি ? ➫ -NH2
২২ ) কনে হিমোফেলিয়া বাহক , বর সুস্থ , এদের সন্তানদের ক্ষেত্রে কোনটি মিথ্যা ? ➫ পুত্রদের সবাই সুস্থ হবে ।
২৩ ) প্যারাচৌম্বক পদার্থ নয় কোনটি ? ➫ তামা ।
২৪ ) An antonym of ' combination ' is - ➫ Separation .
২৫ ) ‘ ফিলোসফিক ’ গ্রন্থের রচয়িতা কে ? ➫ ল্যামার্ক ।
২৬ ) নিচের কোন গ্যাস দাহ্য নয় ? ➫ অক্সিজেন ।
২৭ ) জুরাসিক সময়কাল বলা হয় কত আগের সময়কালকে ? ➫ সাড়ে ১৬ কোটি বছর ।
২৮ ) কোনটি চায়নাক্লের সংকেত ? ➫ Al2O3.2SiO2.2H2O
২৯ ) কোবাল্টের কুরী বিন্দু কত ? ➫ 400°C
৩০ ) A synonym for - " Legendary " is - ➫ Famous .
৩১ ) বাংলাদেশের ইলিশ রক্ষায় কোন কারণটি সবচেয়ে কার্যকরী ? ➫ সংশ্লিষ্ট পক্ষের বোধোদয় ।
৩২ ) মানুষের যকৃতের সবচেয়ে বড় খন্ডাংশটি হল - ➫ ডান খন্ড ।
৩৩ ) কোনটি ফেনলের সনাক্তকারী পরীক্ষা নয় ? ➫ অ্যাক্রোনিল পরীক্ষা ।
৩৪ ) কোনটি ক্ষুদ্রাঙ্গের অংশ নয় ? ➫ এপেনডিক্স ।
৩৫ ) বাংলাদেশে কোন ধরনের শিল্প কারখানা স্থাপনের আগে ETP বসানো জরুরী ? ➫ ট্যানারী শিল্প ।
৩৬ ) চশমার লেন্স ব্যবহারের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয় ? ➫ প্রেসবায়োপিয়া - সিলিন্ড্রিক্যাল লেন্স ।
৩৭ ) Which one of the following is the correct spelling ? ➫ Aborigines .
৩৮ ) ২৬৯ জন যাত্রীসহ মালয়েশিয়া এয়ার লাইন্স এর ফ্লাইট MH-370 ২০১৪ নিখোঁজ হয় , বিমানটির গন্তব্যস্থল ছিল - ➫ বেইজিং ।
৩৯ ) মানুষের স্বাভাবিক রক্ত ক্ষরণকাল কত ? ➫ ১ - ৪ মিনিট ।
৪০ ) রান্না করার ফ্রাইপেনে কোটিং হিসেবে কোনটি ব্যবহৃত হয় ? ➫ টেফলন ।
৪১ ) কোন লিউকোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে ? ➫ অ্যালিউরোপ্লাস্ট ।
৪২ ) Choose the correct sentence : ➫ He died for his country .
৪৩ ) UNDP তে শুভেচ্ছাদূত হিসেবে মনোনি প্রথম বাংলাদেশী কে ? ➫ মাশরাপি বিন মর্তুজা ।
৪৪ ) মিউটন কি ? ➫ জিন মিউটেশনের একক ।
৪৫ ) কোনটি সত্য নয় ? ➫ অল্মীয় মাধ্যমে ফেনল রেড লাল রং ধারণ করে ।
৪৬ ) নিচের কোনটি রিডিউসিংস্যুগার ? ➫ গ্লুকোজ ।
৪৭ ) দৃশ্যমান আলোর তরঙ্গ দৈঘ্যের সাথে নিচের কোনটি সামন্জস্যপূর্ণ নয় ? ➫ অবলোহিত রশ্মি ।
৪৮ ) কোনটি অসামন্জস্যশীল ? ➫ টাইফয়েড ফিভার ।
৪৯ ) নিচের কোনটি ন্যানো গোল্ড পার্টিকেল এর জন্য সঠিক ? ➫ এর তড়িৎ পরিবাহিতা বেশি ।
৫০ ) পরজীবি ছত্রাক কোন বিশেষ ধরনের হাইফির মাধ্যমে পোষক দেহ থেকে পুষ্টি শোষণ করে ? ➫ হস্টোরিয়াম ।
৫১ ) কোন চিকিৎসক স্বাধীনতা পুরস্কার ২০১৬ প্রাপ্ত হন ? ➫ ডা.এম.আর.খান ।
৫২ ) বাংলাদেশে প্রাকৃতিক কয় প্রজাতির নগ্নজীবী উদ্ভিদ দেখা যায় ? ➫ ৫ প্রজাতি ।
৫৩ ) একই তাপমাত্রা ও চাপে উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে অণুসমুহের পরিভ্রমণকে কি বলে ? ➫ ব্যাপন ।
৫৪ ) কৃত্রিম প্রেসমেকারে কোন ব্যাটারি ব্যবহার করা হয় ? ➫ লিথিয়াম ব্যাটারি ।
৫৫ ) সর্বাপেক্ষা দূর্বল মৌলিক বল কোনটি ? ➫ মহাকর্ষ বল ।
৫৬ ) I can not but go - বাক্যটির বাংলা অনুবাদ কি ? ➫ আমি না যেয়ে পারি না ।
৫৭ ) অবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ ভেঙ্গে কয় অণু ATP তৈরি হয় ? ➫ ১০ টি ।
৫৮ ) তড়িৎ প্রবাহ প্রকাশের একক কোনটি ? ➫ A .
৫৯ ) কোন টেলিস্কোপটি মহাকাশ পর্য়বেক্ষণে ব্যবহৃত হয় না ? ➫ ম্যাগনেটিক টেলিস্কোপ ।
৬০ ) A synonym for " Synergy " is ➫ Alliance .
৬১ ) “ সোজন বাদিয়ার ঘাট ” - এর লেখক কে ? ➫ জসিম উদ্দিন ।
৬২ ) এনথ্রায়াসাইট কয়লার জ্বালানি মান কত ? ➫ 14500 - 15500 BTU/lb .
৬৩ ) টমেটো ও আলু গাছের প্লোটোপ্লাস্ট ফিউশন করে যে নতুন গাছ তৈরি করা হয়েছে তার নাম কি ? ➫ পোমাটো ।
৬৪ ) দ্রুত চলাচলের জন্য হাইড্রা কোন চলন ব্যবহার করে ? ➫ সমার সল্টিং ।
৬৫ ) দ্রবষে Na+ সনাক্ত করণে কোনটি ব্যবহৃত হয় ? ➫ K2H2Sb2O7
৬৬ ) 'হ্যামলেট 'নাটকটি কার লেখা ? ➫ William Shakespeare .
৬৭ ) “ লুফথানসা ” কোন দেশের জাতীয় এয়ারলাইন্সের নাম ? ➫ জার্মানি ।
৬৮ ) ব্যুরেটের অভ্যন্তরের গ্রিজ বা তৈলাক্ত পদার্থ অপসারণে কি ব্যবহার করা হয় ? ➫ K2Cr2O7 গাঢ় H2SO4
৬৯ ) একটি বস্তুকে আনুভুমিকের সাথে 45 কোণে 9.8-1 বেগে নিক্ষেপ করলে এটি কত দুরত্ব অতিক্রম করবে ? ➫ 9.8 m .
৭০ ) তিনি কদাচিত মিথ্যা বলেন - এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ? ➫ He seldom tells a lie .
৭১ ) সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন - ➫ মনোবিজ্ঞানি ।
৭২ ) রুই মাছের আঁশের বৃদ্বি কোন সময়ে বেশি হয় ? ➫ বসন্তকালে ।
৭৩ ) PbO2কে দ্রবীভূত করতে কোনটি প্রয়োজন ? ➫ H2SO4
৭৪ ) কোন ধরনের কণার বিনিময়ের ফলে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয় ? ➫ গ্রাভিটন ।
৭৫ ) Why are you looking so much _________ ? ➫ run down .
৭৬ ) বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন ? ➫ সৈয়দ নজরুল ইসলাম ।
৭৭ ) একজন ছয় বছরের বালিকার দাঁতের সংকেত কোনটি ? ➫ I2C1P0M2.
৭৮ ) অবলোহিত রশ্মির ব্যবহার নেই - ➫ টিভি সিগন্যাল ।
৭৯ ) 60 kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে ১ মিনিটে এর বেগ 10ms-1 বৃদ্ধি পাবে ? ➫ 10 N .
৮০ ) Identify the word in the plural from : ➫ Radii .
৮১ ) CGPA - এর পূর্ণরূপ কি ? ➫ Cumulative Grade Point Average .
৮২ ) নিচের কোনটি BMI অতিরিক্ত ওজন নির্দেশ করে ? ➫ 25.0 - 29.9 Kg/m2
৮৩ ) Na(11)এর ইলেকট্রন বিন্যাস কোনটি ? ➫ 1s22s22p63s1
৮৪ ) কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি , এর ভরবেগের সাথে সর্ম্পক কি ? ➫ বর্গের ব্যাস্তানুপাতিক
৮৫ ) Choose the correct ans : ➫ We have a lot of works to do in summer .
৮৬ ) দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস কোন শহরে ? ➫ নয়াদিল্লি ।
৮৭ ) কোনটি মিশ্র গ্রন্থি নয় ? ➫ এড্রেনাল গ্রন্থি ।
৮৮ ) কোন মৌলের বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য নিম্নের কোন নীতি ব্যবহৃত হয় ? ➫ প্লাঙ্কের নীতি ।
৮৯ ) কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রুপান্তর করা যায় ? ➫ আইনস্টাইনের আপেক্ষিক তত্ব ।
৯০ ) একই সাথে শরীরে রক্তে অক্সিজেনের ঘনত্ব ও হৃদস্পন্দনের পরিমাপক যন্ত্রের নাম কি ? ➫ পালসঅক্সিমিটার ।
৯১ ) অ্যাক্টিনাইডড মৌল কোনটি ? ➫ থোরিয়াম ।
৯২ ) একক দুরত্বে অবস্থিত দুইটি একক ভরের কণার মধ্যে বিদ্যমান আকর্ষণ বলকে কি বলে ? ➫ মহাকর্ষীয় ধ্রুবক ।
৯৩ ) নিউক্লিয়াসবিহীন কোষ হলো - ➫ লোহিত রক্ত কণিকা ।
৯৪ ) কোনটি অক্সাইড অল্মধর্মী ? ➫ CO2.
৯৫ ) তরঙ্গ দৈর্ঘ্য ( λ )থরঙ্গ বেগ ( v ) এবং কম্পাঙ্ক ( n ) এর মধ্যে সর্ম্পক কোনটি ? ➫ v=nλ
৯৬ ) হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটি ? ➫ ইসিজি ।
৯৭ ) কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয় ? ➫ BaSO4.
৯৮ ) স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ V - P লেখচিত্র কোন ধরনের হবে ? ➫ সমপরাবৃত্ত ।
৯৯ ) কোনটি ঘাসফড়িংয়ের মস্তকের বহিঃকঙ্কালের অংশ নয় ? ➫ ওসেলি ।
১০০ ) পানির কোন ধর্মকে কাজে লাগিয়ে পানি বিদ্যুৎ উৎপাদন করা হয় ? ➫ স্থিতি শক্তি ।