১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করার লক্ষ্যে সমমনা চারটি দলের সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয় । যুক্তফ্রন্ট গঠনে নেতৃত্ব দেন শেরে বাংলা এ . কে . ফজলুল হক । ২১ দফা নির্বাচনী ইশতেহার নিয়ে যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন । এই একুশ দফা প্রণয়ণ করেন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল মনসুর আহমদ । ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফাটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান । এছাড়াও এর পনের দফায় বিচার বিভাগকে শাসন বিভাগ হইতে পৃথক করার কথা বলা হয় ।
১৯৫৪ সালের ১০ মার্চ যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে লড়াই করে মুসলমানদের জন্য সংরক্ষিত ২২৭ টি আসনের মধ্যে ২২৩ টি আসন লাভ করেন । এই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগন্জ আসনে প্রার্থী হয়ে জয়লাভ করেন । তিনি ১৯৫৪ সালের ৩ এপ্রিল যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন করা হলে যুক্তফ্রন্ট সরকারের কৃষি , সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন । ১৯৬৪ সালের ৩০ মে মাত্র ৫৬ দিন ক্ষমতায় থাকার পর যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙ্গে দেওয়া হয় ।