০১) কোষে নিউক্লিক এসিড গঠনে অংশ নেয় কোনটি ? ➫ রাইবোজ ।
০২) তৈল কোন ধরনের এসিড ? ➫ অসম্পক্ত ফ্যাটি এসিড ।
০৩) খাদ্য উপাদান কয়টি ? ➫ ৬ টি ।
০৪) প্রতি গ্রাম শর্করা জারণে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয় ? ➫ ৪.১ কিলোক্যালরি ।
০৫) স্নেহ পর্দাথের অভাবজনিক রোগ কোনটি ? ➫ একজিমা ।
০৬) শক্তি উৎপাদক খাদ্য বলা হয় কাকে ? ➫ স্নেহ ও শর্করাকে ।
০৭) কোষের গঠন এবং কার্যাবলি নিয়ন্ত্রিত হয় কিসের মাধমে ? ➫ প্রোটিনের মাধ্যমে ।
০৮) একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতিদিন কতগ্রাম শর্করা গ্রহণ করতে হয় ? ➫ নূন্যতম ৩০০ গ্রাম ।
০৯) আমিষে নাইট্রোজেনের পরিমাণ কত ? ➫ ১৬ % ।
১০) গর্ববতী মায়ের প্রতিদিন কতগ্রাম প্রোটিন খাওয়া উচিত ? ➫ ২ -৩ গ্রাম ।
১১) ভিটামিন ডি এর প্রধান উৎস কোনটি ? ➫ ডিমের কুসুম ।
১২) দেহে সর্বাদিক তাপ ও শক্তি উৎপন্ন করে কোন পদার্থ ? ➫ স্নেহ পদার্থ ।
১৩) মানুষ ও প্রাণিদের বন্ধ্যাত্ব দূর করে কোন ভিটামিন ? ➫ ভিটামিন ই ।
১৪) স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ? ➫ ভিটামিন সি এর অভাবে ।
১৫) মানবদেহে এন্টি অক্সাইড হিসেবে কাজ করে কোনটি ? ➫ ভিটামিন ই ।
১৬) মানবদেহে পানির পরিমাণ কত ? ➫ ৬০ - ৭০ % ।
১৭) দেহের তাপমাত্রা নিয়ন্তণ করে কোনটি ? ➫ পানি ।
১৮) কিসের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় ? ➫ হিমোগ্লোবিনের অভাবে ।
১৯) মানুষের দেহের উচ্চতা বৃদ্বি পায় কত বছর পর্যন্ত ? ➫ ২০ - ২৪ বছর ।
২০) একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতিদিন কত লিটার পানি পান করা উচিত ? ➫ ২ -৩ লিটার ।
২১) শরীরের অতিরিক্ত চর্বি কমাতে ও পরিপাকে সহায়তা করে কোনটি ? ➫ রাফেজ ।
২৩) রাফেজ কি ? ➫ ফল ও সবজির দীর্ঘ তন্তুময় অংশ ।
২৪) খাদ্য সংরক্ষণের প্রাচীনতম পদ্বতি কোনটি ? ➫ শুষ্ককরণ পদ্বতি ।
২৫) লবণের জলীয় দ্রবণকে কি বলা হয় ? ➫ ব্রাইন ।
২৬) টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনটি ? ➫ মিউকর ।
২৭) খাদ্য নষ্টের জন্য দায়ী কোনটি ? ➫ টক্সিন ।
২৮) ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটি ? ➫ ক্যালসিয়াম কার্বাইড ।
২৯) ফল দ্রুত পাকাতে কোনটি ব্যবহৃত হয় ? ➫ Ripen ও Ethylin .
৩০) কোন সংস্থাটি ড্রাগের সংঙ্গা প্রদান করেন ? ➫ WHO ।
৩১) ধুমপায়ীরা কোন রোগে আক্রান্ত হয় ? ➫ ব্রংকাইটিস রোগে ।
৩২) সবচেয়ে মারাত্বক ড্রাগ কোনটি ? ➫ হিরোইন ।
৩৩) AIDS রোগের জন্য দায়ী কোন ভাইরাস ? ➫ HIV ভঅইরাস ।
৩৪) HIV ভাইরাস দেহে প্রবেশ করার পর কোনটি প্রথম আক্রমণ করে ? ➫ শ্বেতরক্তকণিকার T লিম্ফোসাইট ।
৩৫) এইডস এর প্রকোপ কোন দেশে বেশি ? ➫ আফ্রিকায় ।
৩৬) প্রত্যেক মানুষের দৈনিক কত ঘন্টা ঘুম প্রয়োজন ? ➫ ৬ ঘন্টা ।
৩৭) শরীরের মাংশপেশিকে কে নিয়ন্ত্রণ করে ? ➫ স্নায়ুতন্ত ।
৩৮) পানির ঘনত্ব সর্বোচ্চ কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ? ➫ ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ।
৩৯) বিশুদ্ধ পানির PH কত ? ➫ ৭ ।
৪০) পানির অণুগুলো কিসের আকারে থাকে ? ➫ ক্লাস্টার আকারে ।
৪১) পৃথিবীতে ব্যবহার উপযোগী পানির পরিমাণ কত ? ➫ ১ % ।
৪২) হেপাটাইসিস ‘ বি ’ - কোন ধরনের রোগ ? ➫ পানিবাহিত রোগ ।
৪৩) মাছ অক্সিজেন গ্রহণ করে কিসের সাহায্যে ? ➫ ফুলকার ।
৪৪) সোডিয়াম হাইপোক্লোইডের সংকেত কি ? ➫ NaOCI .
৪৫) বৈশ্বিক উষ্ণতা বলতে কি বুঝায় ? ➫ বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়া ।
৪৬) গ্রাভেল কি হিসেবে ব্যবহার করা যায় ? ➫ কংক্রিটের পরিবর্তে ।
৪৭) সমুদ্রের উচ্চতা ২ মিটার বাড়লে বাংলাদেশের কত ভাগ পানির নিচে তলিয়ে যাবে ? ➫ এক দশমাংশ ।
৪৮) গঙ্গার পানির গতিপথ পরিবর্তন হয় কখন ? ➫ ১৯৭৫ সালে ।
৪৯) প্রথম গঙ্গা পানি বন্টন চুক্তি হয় কত সালে ? ➫ ১৯৭৭ সালে ।
৫০) রামসার কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করে কবে ? ➫ ১৯৭৩ সালে ।
৫১) একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট ওজনের কত ভাগ রক্ত থাকে ? ➫ ৮ % ।
৫২) একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে ? ➫ ৫ - ৬ লিটার ।
৫৩) রক্ত লাল হয় কেন ? ➫ রক্তে হিমোগ্লোবিন থাকার কারনে ।
৫৪) রক্তের তরল অংশকে কি বলে ? ➫ প্লাজমা ।
৫৫) রক্তে রক্তরসের পরিমাণ কত ? ➫ ৫৫ % ।
৫৬) মানুষের লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন ? ➫ ১২০ দিন ।
৫৭) রক্তে শ্বেত কণিকার পরিমাণ বেড়ে গেলে তখন তাকে কি বলে ? ➫ লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার ।
৫৮) রক্তের এন্টিজেনের ভিত্তিতে পৃথিবীতে কত ধরনের রক্ত গ্র্রুপ আছে ? ➫ চার ধরনের ।
৫৯) সার্বজনীন গ্রহিতা গ্র্রুপ কোনটি ? ➫ AB .
৬০) রক্তের গ্র্রুপ আবিষ্কার করেন কে ? ➫ ডা . কার্ল ল্যান্ডস্টেইনার ।
৬১) মানুষের হৃদপিন্ড কয় প্রকোষ্ট বিশিষ্ট ? ➫ চার প্রকোষ্ট ।
৬২) হৃদপিন্ডের সংকোচনকে কি বলে ? ➫ সিস্টোলিক চাপ ।
৬৩) হৃদপিন্ডের প্রসারণকে কি বলে ? ➫ ডায়াস্টোলিক চাপ ।
৬৪) একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দন কতবার ? ➫ ৭২ বার ।
৬৫) উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলে ? ➫ হাইপারটেশন ।
৬৬) রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি ? ➫ স্ফিগমোম্যানোমিটার ।
৬৭) যে যন্ত্রের সাহায্যে হৃদপেশির ক্রিয়াপদ্ধতি রেকর্ড করা হয় তাকে কি বলে ? ➫ Electro Cardiograph .
৬৮) বয় : সন্ধিকালে ছেলেদের শরীরের পরিবর্তনের জন্য দায়ী হরমোনের নাম কি ? ➫ টেস্টোস্টেরন ।
৬৯) প্রথম টেস্টটিউব বেবি উদ্ভাবন করেন কে ? ➫ ড . পেটুসি ।
৭০) মানুষের ক্রোমোসোমের সংখ্যা কত জোড়া ? ➫ ২৩ জোড়া ।
৭১) মানুষের মেরুদন্ডের লুপ্তপ্রায় অঙ্গ কোনটি ? ➫ ককস্কিস ।
৭২) প্লাটিপাস কোন ধরনের প্রাণী ? ➫ সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী ।
৭৩) স্বাভাবিক দর্শনের ন্যুনতম দুরত্ব কত ? ➫ ২৫ সে .মি ।
৭৪) পাহাড়ি রাস্তায় বিপদজনক বাকেঁ কত ডিগ্রি কোণে দর্পণ ব্যবহার করা হয় ? ➫ ৪৫ ডিগ্রি ।
৭৫) কোন বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয় কোথায় ? ➫ রেটিনায় ।
৭৬) দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোকরশ্মির দিক পরিবর্কতনকে কি বলে ? ➫ আলোর প্রতিসরণ ।
৭৭) গাড়িতে কয়টি উত্তল দর্পণ ব্যবহার করা হয় ? ➫ ৩ টি ।
৭৮) লেন্সের ক্ষমতার একক কোনটি ? ➫ ডাইঅপ্টার ।
৭৯) চোখের দৃষ্টির ত্রটি কয় ধরনের ? ➫ চার ধরনের ।
৮০) যখন চোখ দুরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না তখন তাকে কি বলে ? ➫ দীর্ঘদৃষ্টি ।
৮১) ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ? ➫ অবতল লেন্স ।
৮২) দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ? ➫ উত্তল লেন্স ।
৮৩) যে ছোট অণু থেকে পলিমার তৈরি করা হয় তাকে কি বলে ? ➫ মনোরম ।
৮৪) ইথিলিন মনোমার থেকে কি তৈরি হয় ? ➫ পলিথিন ব্যাগ ।
৮৫) পিভিসি এর পূর্ণরূপ কি ? ➫ পুলি ভিনাইল ক্লোরাইড ।
৮৬) মনোমার থেকে পলিমার তৈরির প্রক্রিয়াকে কি বলে ? ➫ পলিমারকরণ প্রক্রিয়া ।
৮৭) পলিমার পদ্ধতি দ্রুত করার জন্য প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয় ? ➫ অক্সিজেন ।
৮৮) সুতা তৈরি হয় কি থেকে ? ➫ তন্তু থেকে ।
৮৯) পলিথিনের সংকেত কি ? ➫ ( -CH2 -CH 2-)n
৯০) রেশম পোকা থেকে তৈরি হওয়া গুটির নাম কি ? ➫ কোকুন ।
৯১) ভিনেগারের সংকেত কি ? ➫ CH3COOH .
৯২) বিচ্ছু ও বোলতা হুল ফোটালে জ্বলার কারণ কি ? ➫ হিস্টামিন নামক ক্ষারীয় পদার্থ ।
৯৩) মৌমাছি হুল ফুটালে শরীরে জ্বালা করে কোন এসিডের কারনে ? ➫ ফরমিক এসিড ।
৯৪) আমলকীতে কোন ধরনের ভিটামিন পাওয়া যায় ? ➫ ভিটামিন সি ।
৯৫) ব্লিচিংপাউডারের সংকেত কি ? ➫ Ca(OCI)CL.
৯৬) IPS এর পূর্ণরূপ কি ? ➫ Instant Power Supply .
৯৭) আচার সংরক্ষণে ব্যবহৃত হয় কোনটি ? ➫ ভিনেগার ।
৯৮) খাবার সোডার রাসয়িনিক সংকেত কি ? ➫ NaHCO3 .
৯৯) এসিড + ক্ষার = ? ➫ লবণ + পানি ।
১০০) কাপড় কাচার সাবানের রাসায়নিক নাম কি ? ➫ সোডিয়াম স্টিয়ারেট ।
১০১) পাকস্থলীতে খাদ্য হজমের জন্য কোনটি প্রয়োজন ? ➫ HCl .
১০২) দ্রবণের P7 হলে দ্রবণটি কোন ধরনের ? ➫ অম্লীয় ।
১০৩) মৌমাছি হুল পোটালে জ্বালা কমার জন্য কি ব্যবহার করা হয় ? ➫ ক্যালআমিন লোশন ।
১০৪) যে সব দ্রবণ পানিতে দ্রবণীয় তাদেরকে কি বলে ? ➫ ক্ষার বলে ।
১০৫) খাবারের স্বাদ বৃদ্ধিতে কি ব্যবহার করা হয় ? ➫ টেস্টিং সল্ট ।
১০৬) সোডিয়াম স্টিয়ারেট বা কাপড় কাচার সাবানের রাসায়নিক সংকেত কি ? ➫ C17H35COONa .
১০৭) মাটিতে বিদ্যমান জৈবপদার্থ কি হিসেবে পরিচিত ? ➫ হিউমাস ।
১০৮) মাটিতে অজৈব পদার্থের পরিমাণ কত ? ➫ ৪৫ % ।
১০৯) প্লোটোপ্লাজমে পানির পরিমাণ কত ? ➫ ৮৫ - ৯৫ % ।
১১০) মাটির PH কত হলে ফসল খুব ভালো হয় ? ➫ ৭ এর কাছাকাছি ।
১১১) সবচেয়ে নরম খনিজ কোনটি ? ➫ ট্যালক ।
১১২) সিএনজিতে বেশিরভাগ কোন গ্যাস ব্যবহৃত হয় ? ➫ মিথেন গ্যাস ।
১১৩) বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের কতটুকু ব্যবহার করা হয় ? ➫ ৫১ % ।
১১৪) জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি ? ➫ বৈশ্বিক উষ্ণতা ।
১১৫) সমুদ্রের পানির উচ্চতা ১ মিটার বাড়লে সুন্দরবনের অবস্থা কেমন হবে ? ➫ প্রায় পুরো তলিয়ে যাবে ।
১১৬) IPCC এর পূর্ণরূপ কি ? ➫ Intergovernmental Panel on Climate .
১১৭) ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা কত হবে ? ➫ ১০ বিলিয়ন ।
১১৮) তুঁতের রাসায়নিক সংকেত কী ? ➫ CuSO4 . 5H2O .
১১৯) বৈশ্বিক উষ্ণতার কারণ কী ? ➫ গ্রিন হাউস গ্যাস নি:সরণ ।
১২০) ভারত থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে কয়টি নদী এসেছে ? ➫ ৫৫ টি নদী ।
১২১) বাংলাদেশ ভারত গঙ্গা পানিবন্টন চুক্তি কত সালে হয় ? ➫ ১৯৯৬ সালে ।
১২২) কম্পিউটারে জনক বলা হয় কাকে ? ➫ চালস ব্যাবেজকে ।
১২৩) সাইক্লোন শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে ? ➫ গ্রিক ।
১২৪) দূরপাচ্যে ঘূর্ণিঝড় কি নামে পরিচিত ? ➫ টাইপুন ।
১২৫) সাইক্লোন সৃষ্টির কারণ কী ? ➫ নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা ।
১২৬) সুনামি শব্দের অর্থ কী ? ➫ পোতাশ্রয়ের ঢেউ ।
১২৭) সুনামির ফলে সৃষ্ট ঢেউয়ের গতিবেগ ঘন্টায় কত ? ➫ ৫০০ - ৮০০ মাইল ।
১২৮) এসিড বৃষ্টির জন্য কোন গ্যাসটি সবচেয়ে বেশী দায়ী ? ➫ সালফার ড্রাই অক্সাইড ।
১২৯) টর্নেডো শব্দের অর্থ কি ? ➫ বজ্রঝড় ।
১৩০) বাংলাদেশে সাধারণত টর্নেডো হয় কখন ? ➫ বৈশাখ মাসে ।
১৩১) ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ বদলে গেছে ? ➫ ব্রহ্মপুত্র নদের ।
১৩২) ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি ? ➫ রিখটার স্কেল ।
১৩৩) অক্সিজেন ছাড়া একজন মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে ? ➫ ৪০ -৫০ সেকেন্ড ।
১৩৪) বলের একক কি ? ➫ নিউটন ।
১৩৫) বংশগতি বিদ্যার জনক কে ? ➫ গ্রেগর জোহান মেন্ডেল ।
১৩৬) কোয় বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম কয়ভাগে বিভক্ত হয় ? ➫ দুভাগে ।
১৩৭) DNA এর পূর্ণরূপ কি ? ➫ De-oxyribonucleic Acid .
১৩৮) DNA ও RNA এর বাহক কী ? ➫ ক্রোমোসোম ।
১৩৯) মানুষের দেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোসোম আছে ? ➫ ২৩ জোড়া ।
১৪০) ক্রোমোসোমের রাসায়নিক উপাদান কী ? ➫ নিউক্লিক এসিড ও প্রোটিন ।
১৪১) ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন কে ? ➫ জেমস ওয়াটসন ।
১৪২) ডিএনএ অণুর আকৃতি কেমন ? ➫ প্যাঁচানো সিঁড়ির মত ।
১৪৩) জীবকোষে আরএনএ কত ধরনের ? ➫ ৩ ধরনের ।
১৪৪) আধুনিক জিন প্রযুক্তি কয়টি বিষয়ের সমন্বয়ে গঠিত ? ➫ ৩ টি ।
১৪৫) জেনেটিক ইন্জিনিয়ারের অধিকাংশ কৌশল কোন ব্যাকটেরিয়ার উপর গবেষণা করে করা হয় ? ➫ Escheretia coli ব্যাকটেরিয়া ।
১৪৬) পৃথিবীর প্রথম ক্লোনকৃত স্তন্যপায়ী প্রাণী কোনটি ? ➫ ডলি নামক ভেড়া ।
১৪৭) সুপার রাউস বা গোল্ডেন রাইস উদ্ভাবন করেছেন কোন দেশের বিজ্ঞানিরা ? ➫ সুইডেনের ।
১৪৮) চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয় ? ➫ রেটিনায় ।
১৪৯) বয়ঃসন্ধিকালে দেহের পরিবর্তনের জন্য দায়ী কোনটি ? ➫ হরমোন ।
১৫০) অ্যান্টিবডি কোথায় থাকে ? ➫ সিরাম / রক্তরস ।
১৫১) সুষম খাদ্যে শর্করা , আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত ? ➫ ৪ঃ১ঃ১ ।
১৫২) পাকস্থলিতে এসিডিটির জন্য দায়ী কোন এসিড ? ➫ হাইড্রোক্লোরিক এসিড ।
১৫৩) বাংলাদেশের ব - দ্বীপ বলা হয় কোনটিকে ? ➫ সুন্দরবন ।
১৫৪) উদ্ভিদের খাবার তৈরির প্রক্রিয়াকে কি বলে ? ➫ সালোকসংশ্লেষণ ।
১৫৫) মলিকুলার ফার্মিং কি ? ➫ ট্রানসজেনিক প্রাণির দুধ , রক্ত ও মূত্র থেকে ওষুধ আহরণ ।
১৫৬) সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন কে ? ➫ আরহেনিয়াস ।
১৫৭) ১ মেমগাওয়াট = কত ওয়াট ? ➫ ১০৬ ।
১৫৮) বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় কোন এককে ? ➫ BOT এককে ।
১৫৯) UPS এর পূরণরূপ কি ? ➫ Uninterrupted Power Supply .
১৬০) UPS এর মুল অংশ কয়টি ? ➫ ৩ টি ।
১৬১) তড়িৎ উৎপাদন ও সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয়কে কি বলে ? ➫ সিস্টেম লস ।
১৬২) ডায়াফ্রাম কোথায় থাকে ? ➫ মাইক্রোফোনে ।
১৬৩) উৎস অনুসারে সংকেত কত প্রকার ? ➫ ২ প্রকার ।
১৬৪) এনালগ সংকেত কি ? ➫ নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্ট ।
১৬৫) ডিজিটাল শব্দের উৎপত্তি কোথায় থেকে ? ➫ ডিজিট বা সংখ্যা ।
১৬৬) ডিজিটাল কম্পিউটার কোন দুটি সংখ্যার উপর ভিত্তি করে কাজ করে ? ➫ ০ এবং ১ ।
১৬৭) টেলিভিশন কে আবিষ্কার করেন ? ➫ লজি বেয়ার্ড ।
১৬৮) রঙ্গিন টেলিভিশনের পর্দায় কয়টি মৌলিক রং থাকে ? ➫ তিনটি ।
১৬৯) রঙ্গিন টেলিভিশনের ক্যামেরায় কোন কোন মৌলিক রং বিদ্যমান থাকে ? ➫ আসমানী , সবুজ ও লাল ।
১৭০) ফ্যাক্স আবিষষ্কার করেন কে ? ➫ আলেকজেন্ডার বেইন ।
১৭১) টেলিফোন আবিষ্কার করেন কে ? ➫ আলেকজেন্ডার গ্রাহাম বেল ।
১৭২) কত সালে টেলিফোন আবিষ্কার করা হয় ? ➫ ১৮৭৫ সালে ।
১৭৩) কম্পিউটারের প্রধান অংশ কয়টি ? ➫ ৩ টি ।
১৭৪) স্ক্যানার কোন ধরনের ডিভাইস ? ➫ ইনপুট ডিভাইস ।
১৭৫) কম্পিউটারের প্রাণ বলা হয় কোনটিকে ? ➫ সফটওয়্যারকে ।
১৭৬) মনিটর কোন ধরনের যন্ত্র ? ➫ আউটপুট যন্ত্র ।
১৭৭) সকল নেটওয়ার্কের জননী বলা কাকে ? ➫ ইন্টারনেট ।
১৭৮) সর্বপ্রথম কোথায় কম্পিউটার ব্যবহার করা হয় ? ➫ মার্কিন প্রতিরক্ষা বিভাগে ।
১৭৯) সর্বপ্রথম কতসসালে কমিম্পউটার ব্যবহার করা হয় ? ➫ ১৯৬৯ সালে ।
১৮০) কম্পিউটার ও টেলিভিশন থেকে অবস্থানের নিরাপদ দুরত্ব কত ? ➫ ৫০ - ৬০ সে . মি ।
১৮১) এক্সরে আবিষ্কার করেন কে ? ➫ রন্টজেন ।
১৮২) ফুসফুসের রোগ নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয় ? ➫ এক্সরে ।
১৮৩) আল্টাসনোগ্রাফি কোথায় ব্যবহার করা হয় ? ➫ শরীরের নরম কোন টিশ্যুর অভ্যন্তরীণ ক্ষতি নির্ণয়ে।
১৮৪) আল্টাসনোগ্রাফিতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় ? ➫ শ্রবণোত্তর ।
১৮৫) CT Scan এর পুর্ণরূপ কি ? ➫ Computed Tomography Scan .
১৮৬) MRI এর পুর্ণরূপ কি ? ➫ Magnatic Resonance Imaging .
১৮৭) পেটের আলসার নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয় ? ➫ এন্ডোস্কপি ।
১৮৮) এন্ডোস্কপিতে আলোর কোন ধরনের প্রফিলন ঘটে ? ➫ পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ।
১৮৯) ক্যান্সার নিয়ন্ত্রণ বা প্রতিরোধে কোনটি ব্যবহৃত হয় ? ➫ রেডিওথেরাপি ।
১৯০) কেমোথেরাপিতে কোন ঔষধ প্রয়োগ করা হয় ? ➫ রাসায়নিক ।
১৯১) কেমোথেরাপিতে সাধারণত কয়বার ঔষধ প্রয়োগ করা হয় ? ➫ ৬ বার ।
১৯২) এনজিওগ্রাফিতে আলোর কোন প্রক্রিয়া ব্যবহার করা হয় ? ➫ প্রতিসরণ ।
১৯৩) আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি তা কোন এককে হিসাব করা হয় ? ➫ কিলোওয়াট - ঘন্টা ।
১৯৪) CPU পুর্ণরূপ কি ? ➫ Central Processing Unit .
১৯৫) E-Mail পুর্ণরূপ কি ? ➫ Electronic Mail .
১৯৬) কম্পিউটারের সাথে যে সব যন্ত্রাংশ আমরা স্পর্শ করতে পারি তাকে কি বলে ? ➫ হার্ডওয়্যার ।
১৯৭) কোন যন্ত্রের সাহায্যে শব্দ তরঙ্গকে তড়িত সংকেতে রূপান্তরিত করা যায় ? ➫ মাইক্রোফোন ।
১৯৮) রেডিও কে আবিষ্কার করেন ? ➫ মার্কনি ।
১৯৯) রেডিওথেরাপির সময় কোষের কোন অংশ ধ্বংশ করা হয় ? ➫ DNA .
২০০) অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধরনের প্রতিফলন ঘটে ? ➫ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ।