বাংলা-ব্যাকরাণ-নবম-দশম-শ্রেণি

বাংলা ২য় পত্র - MCQ | গুরুত্বপূর্ণ ১৫0 টি প্রশ্ন

০১) ভাষাভাষীর দিক থেকে বাংলার অবস্থান কত ? ➫ চতুর্থ ।

০২) ভাষার মুল উপাদান কি ? ➫ ধ্বনি ।

০৩) কোন ভাষা নাটকের সংলাপে অনুপযোগী ? ➫ সাধুভাষা ।

০৪) কোন ভাষায় তৎসম শব্দ বহুল ? ➫ সাধুভাষা ।

০৫) কোন ভাষায় তদ্বব শব্দ বহুল ? ➫ চলিত ভাষায় ।

০৬) বন্য শব্দের চলিত রূপ কোনটি ? ➫ বুনো ।

০৭) ভাষার কোন রীতি সহজবোধ্য ও নাটকের সংলাপের উপযোগী ? ➫ চলিত রীতি ।

০৮) চন্দ্র , সূর্য , ভবন , নক্ষত্র এগুলো কোন ধরনের শব্দ ? ➫ তৎসম শব্দ ।

০৯) হস্ত কোন ধরনের শব্দ ? ➫ সংস্কৃত শব্দ ।

১০) কুলা , চোঙা , টোপর , ডিঙ্গা এগুলো কোন ধরনের শব্দ ? ➫ দেশী শব্দ ।

১১) আনারস , আলপিন , আলমারি , চাবি , গীর্জা , গুদাম , পাউরুটি ও পেয়ারা শব্দ গুলো কোন ভাষার ? ➫ পর্তুগিজ ভাষার ।

১২) হরতাল কোন ভাষার শব্দ ? ➫ গুজরাটি ভাষার ।

১৩) বাবা , চাকু , তোপ , দারোগা শব্দগুলো কোন ভাষার শব্দ ? ➫ তুর্কি ভাষার ।

১৪) লুঙ্গি কোন ভাষার শব্দ ? ➫ মায়ানমার ।

১৫) রিক্সা কোন ভাষার শব্দ ? ➫ জাপানি শব্দ ।

১৬) তারিখ , চশমা , রোযা শব্দগুলো কোন ভাষার ? ➫ ফারসি শব্দ ।

১৭) রাজা - বাদশা শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ তৎসম + ফারসি ।

১৮) খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ ইংরেজি + তৎসম ।

১৯) চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ ফারসি + আরবি ।

২০) পকেটমার শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ ইংরেজি + বাংলা ।

২১) File এর পারিভাষিক শব্দ কি ? ➫ নথি ।

২৩) Oxygen এর পারিভাষিক শব্দ কি ? ➫ অল্মযান ।

২৪) ভাষার মৌলিক উপাদান কয়টি ? ➫ ৪ টি ।

২৫) সন্ধি ব্যাকরণের কোন অংশে অালোচনা করা হয় ? ➫ ধ্বনিতত্বে ।

২৬) ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে অালোচনা করা হয় ? ➫ ধ্বনিতত্বে ।

২৭) সমাস ব্যাকরণের কোন অংশে অালোচনা করা হয় ? ➫ শব্দতত্ব বা রূপতত্ব ।

২৮)বাগধারা ব্যকরণের কোন অংশে আলোচনা করা হয় ? ➫ বাক্যতত্বে ।

২৯) বিভক্তিহীন নাম শব্দকে কি বলে ? ➫ প্রাতিপ্রাদিক ।

৩০) ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় ? ➫ বর্ণ ।

৩১) বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ? ➫ ১১ টি ।

৩২) বাংলা বর্ণমালায় ব্যন্জনবর্ণ কয়টি ? ➫ ৩৯ টি ।

৩৩) দ্বি স্বর বা যুগ্ম স্বরধ্বনি কোনগুলো ? ➫ ঐ , ঔ ( যেমন - অ+ই = অই বা ঐ ) ।

৩৪) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ? ➫ কার ।

৩৫) ব্যন্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ? ➫ ফলা ।

৩৬) পরাশ্রয়ী বর্ণ কোনগুলো ? ➫ ং , ঃ , ঁ ।

৩৭) বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ? ➫ ২৫ টি ।

৩৮)যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কি বলে ? ➫ ঘোষ ধ্বনি (যেমন - গ , ঘ )।

৩৯) যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে কি বলা হয় ? ➫ অল্পপ্রাণ ধ্বনি ।

৪০) ‘ ক - বর্গীয় ধ্বনি কোনগুলো ?➫ ক , খ , গ , ঘ , ঙ ।

৪১) যে বর্ণ উচ্চারণের সময় আমরা যতক্ষণ খুশি শ্বাস ধরে রাখতে পারি তাকে কি বলে ? ➫ উষ্মধ্বনি বা শিশ ধ্বনি ।

৪২) ” হ ” কোন ধরনের ধ্বনি ? ➫ ঘোষ মহাপ্রাণ ধ্বনি ।

৪৩) কম্পনজাত ধ্বনি কোনটি ? ➫ র ।

৪৪) পাশ্বিক ধ্বনি কোনটি ? ➫ ল ।

৪৫) তাড়নজাত ধ্বনি কোনটি ? ➫ ড় , ঢ় ।

৪৬) আজি > অাইজি এটি কিসের উদাহরণ ? ➫ অপিনিহিতি ।

৪৭) শব্দের মধ্যে দুটি ব্যন্জনের পরপর পরিবর্তন ঘটলে তাকে কি বলে ? ➫ ধ্বনি বিপর্যয় ।

৪৮) পদের মধ্যে কোন ব্যন্জন ধ্বনি লোপ পেলে তখন তাকে কি বলে ? ➫ অন্তর্হতি ।

৪৯) পরের ই - কার বা উ - কার আগে উচ্চরিত হলে তাকে কি বলে ? ➫ অপিনিহিতি ।

৫০) গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ - হ্ন = হ + ন , হ্ম = হ + ম , ক্ষ = ক + ষ , জ্ঞ = জ + ঞ ।

৫১) মূধর্ণ্য - ণ এর ব্যবহার নেই কোন ভাষায় ? ➫ বাংলা ভাষায় ।

৫২) মূধর্ণ্য ধ্বনি ব্যবহৃত হয় কোন শব্দে ? ➫ তৎসম শব্দে ।

৫৩) ঋ , র , ষ এ পরে কি বসে ? ➫ মূধর্ণ্য - ণ ।

৫৪) সমাসবদ্ধ শব্দে কোন নিয়ম খাটে না ? ➫ ণ ত্ব বিধান ।

৫৫) কিছু শব্দে স্বভাবতই মূধণ্য হয় । যেমন : চাণক্য , মাণিক্য , গণ , বাণিজ্য , লবণ , মণ , বেণু , বীণা , কঙ্কণ ,কণিকা ।

৫৬) মূর্ধণ্য - ষ এর ব্যবহার আছে কোন শব্দে ? ➫ তৎসম শব্দে ।

৫৭) ঋ কার ও র এর পরে কি বসে ? ➫ ‘ ষ ’

৫৮) স্বভাবতই ’ ষ ’ বসে এমন শব্দ - আষাঢ় , ঊষর , আভাষ , অভিলাষ , কোষ , ভাষণ , মানুষ ।

৫৯) সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে ? ➫ সন্ধি ।

৬০) কুল + অটা = কুলটা , এটি কোন ধরনের সন্ধি ? ➫ নিপাতনে সিদ্ধ ।

৬১) শুদ্ধ + ওদন = সুুদ্ধোদন , এটি কোন ধরনের সন্ধি ? ➫ নিপাতনে সিদ্ধ ।

৬২) পর + পর = পরস্পর , কোন ধরনের সন্ধি ? ➫ নিপাতনে সিদ্ধ সন্ধি ।

৬৩) ‘ মনীষা ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ? ➫ মনস + ঈষা ।

৬৪) ভাস্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ? ➫ ভাঃ + কর ।

৬৫) নিত্য পুরুষ বাচক শব্দ কোনগুলো ? ➫ কবিরাজ , ঢাকী , কৃতদার , অকৃতদার ইত্যাদি ।

৬৬) নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো ? ➫ সৎমা , সধবা , ত্রয়ো , সতীন , দাই , অর্ধাঙ্গিনী , অসূর্যস্পশ্যা , সপত্নী ।

৬৭) পুরুষবাচক শব্দের শেষে ‘ অক ’ থাকলে স্ত্রীবাচকে কি হয় ? ➫ ইকা ।

৬৮) হাতাহাতি কোন ধরনের দ্বিরুক্তি ? ➫ যুগ্মরীতির দ্বিরুক্ত ।

৬৯) “ চিক চিক করে বালি কোথা নাই কাঁদা ” - বাক্যে চিকচিক কি হিসেবে ব্যবহৃত হয়েছে ? ➫ ক্রিয়া বিশেষণ ।

৭০) দোসরা কোন ধরনের সংখ্যা ? ➫ তারিখ বাচক ।

৭১) পাল ও যূথ শব্দ দুটো কিসের বহুবচনে ব্যবহৃত হয় ? ➫ জন্তুর বহুবচনে ।

৭২) পদাশ্রিত নির্দেশক কি ? ➫ টি , টা , খানা খানি ইত্যাদি শব্দ ।

৭৩) সমাস শব্দের অর্থ কি ? ➫ মিলন বা সংক্ষেপণ ।

৭৪) সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে ? ➫ সংস্কৃত থেকে ।

৭৫) সমাসবদ্ধ পদের নাম কি ? ➫ সমস্তপদ ।

৭৬) সমস্তপদ এর অন্তর্গত পদগুলোকে কি বলা হয় ? ➫ সমস্যমান পদ ।

৭৭) সমাস কত প্রকার ? ➫ ৬ প্রকার ।

৭৮) মনমাঝি কোন সমাসের উদাহরণ ? ➫ রূপক কর্মধারয় ।

৭৯) ‘ পঙ্কে জন্মে যা ’ - তাকে কি বলে ? ➫ পঙ্কজ ।

৮০) পন্ডিতমূর্খ কোন সমাসের উদাহরণ ? ➫ নিপাতনে ‍সিদ্ধ বহুব্রীহি সমাস ।

৮১) সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি সমাস বলে ? ➫ দ্বিগু সমাস

৮২) বাংলা উপসর্গ মোট কতটি ? ➫ ২১ টি ।

৮৩) তৎসম বা সংস্কৃত উপসর্গ মোট কতটি ? ➫ ২০ টি ।

৮৪) বাংলা ও তৎসম উভয়ক্ষেত্রে মিল আছে কয়টি উপসর্গ ? ➫ ৪ টি । (আ , সু , বি , নি )

৮৫) বর ও নিম কোন ভাষার উপসর্গ ? ➫ ফরাসি উপসর্গ ।

৮৬) ‘ হর ’ কোন ভাষার উপসর্গ ? ➫ উর্দু ।

৮৭) ধাতু মূলত কত প্রকার ? ➫ ৩ প্রকার ।

৮৮) মৌলিক ধাতু কত প্রকার ? ➫ ৩ প্রকার ।

৮৯) কৃৎ প্রত্যয় সাধিত পদকে কি বলা হয় ? ➫ কৃদন্ত পদ ।

৯০) ‘ হার ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ? ➫ হার + আ ।

৯১) ‘ পাগলামি ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ? ➫ পাগল + আমি ।

৯২) ‘ মেধাবি ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ? ➫ মেধা + বিন ।

৯৩) ‘ মধুর ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ? ➫ মধু + র ।

৯৪) ‘ গোলাপ ’ কোন ধরনের শব্দ ? ➫ মৌলিক ।

৯৫) নীলাকাশ কোন ধরনের শব্দ ? ➫ সাধিত শব্দ ।

৯৬) ‘ গায়ক ’- কোন ধরনের শব্দ ? ➫ যৌগিক ।

৯৭) বাঁশি কোন ধরনের শব্দ ? ➫ রূঢ়ি শব্দ ।

৯৮) ‘ জলধি ’- কোন ধরনের শব্দ ? ➫ যোগরূঢ় শব্দ ।

৯৯) সব্যয় পদ কত প্রকার ? ➫ চার প্রকার ।

১০০) মধুরতা - কোন ধরনের পদ ? ➫ গুণবাচক বিশেষ্য ।

১০১) এ মাটি সোনার বাড়া - এটি কি ? ➫ বিশেষণের অতিশায়ন ।

১০২) বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে কি বলে ? ➫ সর্বনাম পদ ।

১০৩) আমি , আমরা , আমাদের কোন পুরুয় ? ➫ উত্তম পুরুষ ।

১০৪) তুমি , তোমরা , তোমাদের - কোন পুরুষ ? ➫ মধ্যম পুরুষ ।

১০৫) যে পদ পরিবর্তন হয় না তাকে কি বলে ? ➫ অব্যয় পদ ।

১০৬) আর , আবার , হ্যাঁ , ও , না - এগুলো কোন ধরনের অব্যয় শব্দ ? ➫ বাংলা অব্যয় শব্দ ।

১০৭) মরি মরি ! কি সুন্দর প্রভাতের রূপ - এটি কোন ধরনের অব্যয় ? ➫ অনন্বয়ী অব্যয় ।

১০৮) ক্রিয়ার সাথে কে বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে ? ➫ ক্রিয়ার কর্মপদ ।

১০৯) যে ক্রিয়ার কর্ম নেউ তাকে কি বলে ? ➫ অকর্মক ক্রিয়া ।

১১০) ‘ মেয়েটি হাসে ’- বক্যে কোন ধরনের ক্রিয়া বিদ্যমান ? ➫ অকর্মক ক্রিয়া ।

১১১) যে ক্রিয়ার দুটি ক্রিয়াপদ থাকে তাকে কি বলে ? ➫ দ্বিকর্মক ক্রিয়া ।

১১২) বিশেষ্য ,বিশেষণ এবং ধ্বনাত্মক অব্যয়ের পরে ‘ আ ’ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তাকে কি বলে?➫ নাম ধাতু ।

১১৩) ক্রিয়ার ভাব কত প্রকার ? ➫ চার প্রকার ।

১১৪) ক্রিয়ার কাল কত প্রকার ? ➫ ৩ প্রকার ।

১১৫) কারক শব্দের অর্থ কি ? ➫ যা কার্য সম্পাদান করে ।

১১৬) কারক কত প্রকার ? ➫ ৬ প্রকার ।

১১৭) ০ , এ , য় , তে - কোন বিভক্তির উদাহরণ ? ➫ প্রথমা ।

১১৮) বক্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলে ? ➫ কর্ম ককারক ।

১১৯) ক্রিয়ার সাথে কে বা কাকে যোগ করলে যে কারকক পাওয়া যায় তাকে কি বলে ? ➫ কর্মকারক ।

১২০) ‘ ভিখারীকে ভিক্ষা দাও ’ - কোন কারকের উদাহরণ ? ➫ সম্প্রাদান কারক ।

১২১) ক্রিয়া সম্পাদানের কালকে কি বলে ? ➫ অধিকরণ কারক ।

১২২) একটি বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন ? ➫ ৩ টি ( আকাঙ্ক্ষা , আসত্তি , যোগ্যতা ) ।

১২৩) বাক্যস্থিত পদসমুহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের যোগ্যতাকে কি বলে ? ➫ যোগ্যতা ।

১২৪) “ বর্ষার রৌদ্রে প্লাবনের সৃষ্টি ” - বাক্যটিতে কিসের অভাব রয়েছে ? ➫ যোগ্যতার ।

১২৫) বাক্যের অর্থ পরিষ্কারভাবে বুঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে ? ➫ আকাঙ্ক্ষা ।

১২৬) একটি বাক্যে প্রধানত কয়টি অংশ থাকে ? ➫ ২ টি ।

১২৭) তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের গ্রয়োগ ঘটাকে কি বলে ? ➫ গুরুচন্ডালী দোষ ।

১২৮) প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারের ফলে কি সসমসস্যার সৃস্টি হয় ? ➫ বাহুল্য - দোষ ।

১২৯) একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে কি বলে ? ➫ সরল উদ্দেশ্য ।

১৩০) গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ? ➫ ৩ প্রককার ।

১৩১) আশ্রিত খন্ডবাক্য কত প্রকার ? ➫ ৩ প্রকার ।

১৩২) যৌগিক বাক্যে কোন কোন অব্যয় গুলো ব্যবহৃত হয় ? ➫ এবং , ও , কিন্তু , অথবা , কিংবা , বরং ,তথাপি প্রভৃতি ।

১৩৩) ‘ যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দাও ’ - কোন ধরনের বাক্য ? ➫ মিশ্র বাক্য ।

১৩৪) তার বয়স হলে ও বুদ্ধি বাড়েনি - কোন ধরনের বাক্য ? ➫ সরল বাক্য ।

১৩৫) মেঘ গর্জন করে , তবে মযুর নৃত্য করে - কোন ধরনের বাক্য ? ➫ যৌগিক বাক্য ।

১৩৬) মৃতের মত অবস্থা - এর এক কথায় প্রকাশ কী ? ➫ মুমূর্ষু ।

১৩৭) যা পূর্বে ছিল এখন নেই - এর এক কথায় প্রকাশ কী ? ➫ ভূতপূর্ব ।

১৩৮) ঢাকের কাঠি - এর এর বাগধারা কোনটি ? ➫ মোসাহেব ।

১৩৯) যে ভবিষ্যত না ভেবেই কাজ করে এক কথায় প্রকাশ কী ? ➫ অবিমিশ্যকারী ।

১৪০) রাবণের চিতা - এর বাগধারা কোনটি ? ➫ চির অশান্তি ।

১৪১) শাখের করাত - এর বাগধারা কোনটি ? ➫ উভয় সংকট ।

১৪২) ভূষন্ডির কাক -এর বাগধারা কোনটি ? ➫ দীর্ঘজীবী ।

১৪৩) পা থেকে মাথা পর্যন্ত - এর এক কথায় প্রককাশ কি ? ➫ আপাদমস্তক ।

১৪৪) বিধু শব্দের সমার্থক শব্দ কী ? ➫ চাঁদ , চন্দ্র , নিশাকর , শশাঙ্ক , হিমাংশু , শশধর ।

১৪৫) আকুন্জন শব্দের বিপরীত শব্দ কোনটি ? ➫ প্রসারণ ।

১৪৬) সমষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি ? ➫ ব্যাষ্টি।

১৪৭) বাচ্য প্রধানত কত প্রকার ? ➫ ৩ প্রককার ।

১৪৮) কমার জন্য বিরতির সময়কাল কত ? ➫ এক বলতে যে সময় প্রয়োজন ।

১৪৯) সম্মোধনের পরে কী বসে ? ➫ কমা ।

১৫০) বাড়ির রাস্তার নাম্বারের পরে কি বসে ? ➫ কমা ।

Adnan Mahfuj

‘‘ বিসিএসসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা ২য় পত্র অংশের জন্য নবম দশম শ্রেণীর বাংলা ২য় বইটি বস হিসেবে খ্যাত । সত্যি বলতে এখান থেকেই ৭০ - ৯০ % প্রশ্ন কমন পাবেন । তাই এই গুরুত্বপূর্ণ নোটটি মুখস্ত করে ফেলুন আর শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে । ‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *