মাধ্যমিক-পদার্থ-বিজ্ঞান

মাধ্যমিক পদার্থ বিজ্ঞান - গুরুত্বপূর্ণ ২০০ টি প্রশ্ন

০১) বিজ্ঞান প্রধানত কত প্রকার ? ➫ দুই প্রকার ।

০২) কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন ? ➫ রোমার ।

০৩) সূর্যই যে সৌরজগতের কেন্দ্র ও গ্রহগুলো তার চারদিকে ঘুরে চলেছে এ কথা প্রথম বলেছে কে ? ➫ অ্যারিস্টার্কাস ।

০৪) সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক বিশ্বের ধারণা দেন কে ? ➫ অ্যারিস্টার্কাস ।

০৫) বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখন্ডিত করে - এটি কোন বিজ্ঞানির উক্তি ? ➫ থেলিস ।

০৬) আগুন , পানি , মাটি ও বায়ু এ চারটি মৌলের ধারণা প্রদান করেন কে ? ➫ পীথাগোরাস ।

০৭) পর্দাথের অবিভাজ্য এককের নাম ‘ Atom ’ দেন কোন গ্রীক বিজ্ঞানি ? ➫ ডেমোক্সিটাস ।

০৮) সূর্যগ্রহণ সম্পকিত ভবিষ্যতবাণী করেন কে ? ➫ থেলিস ।

০৯) ধর্ম , গণিত , বিজ্ঞান , শরীর ও মন সবকিছুকে কে গাণিতিক সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে চেয়েছিলেন ? ➫ পিথাগোরাস ।

১০) প্রাচীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ কে ছিলেন ? ➫ অ্যারিস্টাকাস ।

১১) পরমানুর প্রাথমিক ধারণা দেন কে ? ➫ ডেমোক্সিাটাস ।

১২) আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই - এই বৈজ্ঞানিক সত্যটি কে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন ? ➫ আল হাজেন ।

১৩) গোলীয় দর্পণের সাহায্যে সূর্য়রশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল আবিষ্কার করেন কে ? ➫ আর্কিমিনিস ।

১৪) ধাতুর ভেজাল নির্ণয়ে সমর্থ হন কোন বিজ্ঞানি ? ➫ আর্কিমিনিস ।

১৫) আরব মুসলিম বিজ্ঞানিরা ভৌত বিজ্ঞানের কোন শাখায় সবচেয়ে বেশি অবদান রাখেন ? ➫ রসায়নে ।

১৬) কার লেখা বইয়ের নাম থেকে অ্যালজেবরা নামের উৎপত্তি হয় ? ➫ আল - খোয়ারিজমি ।

১৭) বীজগণিত ও ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন কে ? ➫ আল - খোয়ারিজমি ।

১৮) সেক্সট্যান্ট যন্ত্র আবিষ্কার করেন কে ? ➫ আল খুজান্দী ।

১৯) অ্যাস্টোনোমিকেল টেবিল - কে আবিষ্কার করেন ? ➫ ইবনে ইউনুস ।

২০) সর্বপ্রথম বায়ুকলের ধারণা দেন কে ? ➫ আল মাসুদী ।

২১) পদার্থের ক্ষুদ্রতম এককের নাম পরমাণু রাখেন কোন বিজ্ঞানি ? ➫ কর্ণাদ ।

২৩) প্রাচীন ভারতীয় পন্ডিতেরা পাইয়ের মান কত নির্ণয় করেন ? ➫ ৩.১৬২৩

২৪) চুম্বকত্ব নিয়ে বিস্তারিত গবেষণা করেন কে ? ➫ ড . গিলবার্ট ।

২৫) আলোর প্রতিসরণের সুত্র আবিষ্কার করেন কে ? ➫ স্নেল ।

২৬) বায়ু পাম্প আবিষ্কার করেন কে ? ➫ ভন গুয়েরিক ।

২৭) আলোর বেগ সর্বপ্রথম আবিষ্কার করেন কে ? ➫ রোমার ।

২৮) বিভিন্ন চাপে গ্যাসের ধর্ম পরীক্ষা করেন কোন বিজ্ঞানি ? ➫ বয়েল ।

২৯) কত সালে রয়েল একাডেমী প্রতিষ্ঠিত হয় ? ➫ ১৬৬০ সালে ।

৩০) বিজ্ঞানে গ্যালিলিও কোন দেশের অধিবাসী ছিলেন ? ➫ ইতালি ।

৩১) পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কে ? ➫ গ্যালিলিও ।

৩২) মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করেন কে ? ➫ নিউটন ।

৩৩) ক্যালকুলাসের আবিষ্কারক কে ? ➫ নিউটন ।

৩৪) ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটান কে ? ➫ হাইগেন ।

৩৫) কতসালে আলসান্দ্রো ভোল্টা সর্বপ্রথম তড়িৎ কোষ আবিষ্কার করেন ? ➫ ১৭৯৪ সালে ।

৩৬) বাষ্পীয় ইন্জিন কে আবিষ্কার করেন ? ➫ লিওনার্দো দা ভিাঞ্চি ।

৩৭) কোয়ান্টাম তত্বের প্রতিষ্ঠাতা কে ? ➫ ম্যাক্স প্লাঙ্ক ।

৩৮) লজি বেয়ার্ড কতসালে টেলিভিশনর আবিষ্কার করেন ? ➫ ১৯২৬ সালে ।

৩৯) মেঘনাথ সাহা কোন দেশের বিজ্ঞানি ছিলেন ? ➫ বাংলাদেশ ।

৪০) পরীক্ষামুলক বৈজ্ঞানিক পদ্বতির জনক কে ? ➫ রজার বেকন ।

৪১) আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কি ? ➫ কিলোগ্রাম ।

৪২) সময়ের একক নির্ণয়ে কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয় ? ➫ সিজিয়াম ।

৪৩) দীপণ ক্ষমতার একক কোনটি ? ➫ ক্যান্ডেলা ।

৪৪) মৌলিক রাশির সংখ্যা কয়টি ? ➫ সাতটি ।

৪৫) কোন সালে দুনিয়াজোড়া একই রকম একক চলু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ? ➫ ১৯৬০ সালে ।

৪৬) সূর্য এর চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের ? ➫ পর্যাবৃত্ত গতি ।

৪৭) ঘড়ির কাঁটার গতি কোন ধরনের ? ➫ পর্যাবৃত্ত গতি ।

৪৮) বৈদ্যুতিক পাখার কোন ধরনের গতি ? ➫ পর্যাবৃত্ত ও ঘুর্ণন ।

৪৯) পানির গভীরতা পরিমাপের যন্ত্রের নাম কি ? ➫ ফ্যাদম । ( ১ ফ্যাদম = ৬ ফুট )

৫০) প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি ? ➫ ৪ টি ।

৫১) তাপমাত্রা পরিমাপের একক কোনটি ? ➫ কেলভিন ।

৫২) পরিবাহিতার একক কোনটি ? ➫ সিমেন্স ।

৫৩) লেন্সের ক্ষমতার একক কোনটি ? ➫ ডায়অপ্টার ।

৫৪) ১ নট = স্থলপথের কত মাইল ? ➫ ১ .৪ মাইল ।

৫৫) ১ ‍নটিক্যাল মাইল = কত মাইল ? ➫ ১ . ১৫ মাইল ।

৫৬) MKS পদ্ধতিতে ভরের একক কি ? ➫ কিলোগ্রাম ।

৫৭) বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা তাকে কি বলে ? ➫ জড়তা ।

৫৮) লেজার আবিষ্কার করেন কে ? ➫ টি , এইচ মাইম্যান ।

৫৯) সমুদ্রের দ্রাঘিমা নির্নায়ক যন্ত্রের নাম কি ? ➫ ক্রোনোমিটার ।

৬০) কোন যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা যায় ? ➫ ল্যাক্টোমিটার ।

৬১) সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্রের নাম কি ? ➫ সেক্সট্যান্ট ।

৬২) কোন শব্দ শোনার পর কত সেকেন্ড আমাদের মস্তিষ্কে থাকে ? ➫ ০ . ১ সেকেন্ড ।

৬৩) কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায় ? ➫ প্রতিধ্বনি ।

৬৪) পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কতগুণ বেশি ? ➫ প্রায় সাড়ে চারগুণ ।

৬৫) একক সময়ে শব্দ যে একক দুরত্ব অতিক্রম করে তাকে কি বলে ? ➫ শব্দের গতি ।

৬৬) শব্দের তীব্রতা পরিমমাপের একক কি ? ➫ ডেসিবেল ।

৬৭) কত ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলা হয় ? ➫ - ২৭৩ ডিগ্রী ।

৬৮) কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে কী বলে ? ➫ অভিকর্ষ ।

৬৯) পৃথিবী কোন বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে কী বলে ? ➫ ওজন ।

৭০) কোন বলের প্রভাবে গ্রহগুলো সূর্য এর চারদিকে ঘুরছে ? ➫ মহাকর্ষ বল ।

৭১) ভরভেগ কী রাশি ? ➫ ভেক্টর রাশি ।

৭২) প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে - এটি গতির কোন সূত্র ? ➫ তৃতীয় সূত্র ।

৭৩) ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর কেমন ? ➫ সমান ও বিপরীত ।

৭৪) ঘর্ষণ কয় প্রকার ? ➫ চার প্রকার ।

৭৫) সাইকেলের চাকার গতি কোন ঘর্ষণের উদাহরণ ? ➫ আবর্ত ঘর্ষণ ।

৭৬) গাড়ির সু বা প্যাড কিসের তৈরি ? ➫ এসবেস্টস ।

৭৭) দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে থাকে কোনটির জন্য ? ➫ ঘর্ষণ ।

৭৮) বাস চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন ? ➫ স্থিতি জড়তার জন্য ।

৭৯) কাজ কোন ধরনের রাশি ? ➫ অধিক রাশি ।

৮০) কোনো বস্তুর কাজ করার সামর্ধ্যকে কি বলে ? ➫ শক্তি ।

৮১) পরমাণুর জোড়া লাগা ও ভাঙ্গার সময় কোন শক্তি নির্গত হয় ? ➫ নিয়ক্লিয় শক্তি ।

৮২) কোন বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য কোনটির প্রয়োজন ? ➫ বল ।

৮৩) সালফারের ধোঁয়া কি সৃষ্টি করে ? ➫ এসিড বৃষ্টি ।

৮৪) পেট্রোলিয়াম কোন ভাষার শব্দ ? ➫ ল্যাটিন ।

৮৫) পেট্রোলিয়াম কি ? ➫ পাথরের তেল ।

৮৬) প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি ? ➫ মিথেন ।

৮৭) কৃত্রিম উপগ্রহে তড়িৎ সরবরাহের জন্য কি ব্যবহার করা হয় ? ➫ সৌরকোষ ।

৮৮) প্রভাহিত পানির স্রোতে কী ধরনের শক্তি আছে ? ➫ গতিশক্তি ও বিভব শক্তি ।

৮৯) কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎশক্তির মূল উৎস কী ? ➫ পানির বিভবশক্তি ।

৯০) জলবিদ্যুৎ উৎপাদনে টার্বাইন কীসের সাথে সরাসরি যুক্ত ? ➫ তড়িৎ জেনারেটরের সাথে ।

৯১) পৃথিবীপৃষ্ঠে বায়ু প্রবাহিত হয় কেন ? ➫ তাপমাত্রার পার্থক্যের কারণে ।

৯২) যেসব জৈব পদার্থকে শক্তিতে রুপান্তরিত করা যায় তাদেরকে কি বলে ? ➫ বায়োম্যাস ।

৯৩) মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য হিসেবে কি গ্রহণ করে ? ➫ বায়োম্যাস ।

৯৪) বায়োগ্যাসে গোবর ও পানির অনুপাত কত ? ➫ ১ঃ২ ।

৯৫) বাষ্পীয় ইন্জিনে কোন শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয় ? ➫ তাপশক্তি যান্তিকশক্তিতে ।

৯৬) 1kW সমান কত ? ➫ 10 5 W

৯৭) 1 H . P সমান কত ? ➫ 746 W .

৯৮) 1kW সমান কত জুল ? ➫ 3.6*106 J .

৯৯) চাপের একক কি ? ➫ প্যাসকেল ।

১০০) ৪ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব কত ? ➫ ১০০০ kg .

১০১) বায়ুর ঘনত্ব পরিমাপক যন্ত্র কোনটি ? ➫ হাইড্রোমিটার ।

১০২) বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি ? ➫ ব্যারোমিটার ।

১০৩) ব্যারোমিটারে পারদস্তম্বের উচ্ছতা হঠাৎ কমে যাওনা কিসের পূর্বাবাস দেয় ? ➫ ঝড় ।

১০৪) ভূপৃষ্ঠে বায়ুমন্ডলের চাপ কত ? ➫ 105N .

১০৫) পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত ? ➫ 273K.

১০৬) তরলের প্রসারণ কত প্রকার ? ➫ দুই ।

১০৭) তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কি বলে ? ➫ গলন ।

১০৮) কোন বস্তুকে কঠিন থেকে তরলে রুপান্তরিত করার সময় আয়তন বেড়ে যায় ? ➫ মোম ।

১০৯) কোন পদার্থটির বাষ্পায়নের হার সর্বাধিক ? ➫ ন্যাপথালিন ।

১১০) গরমের দিনে কোন পাত্রের পানি ঠান্ডা থাকবে ? ➫ মাটির কলসি ।

১১১) 1 kg ভরের তাপমাত্রা 1K বাড়াতে যে তাপের প্রয়োজজন হয় তাকে ঐ বস্তুর উপাদানের কি বলা হয় ? ➫ আপেক্ষিক তাপ ।

১১২) ১ ক্যালরি = কত জুল ? ➫ ৪.২ জুল ।

১১৩) বরফ , পানি ও জলীয় বাষ্প কোন তাপমাত্রায় একসাথে থাকতে পারে ? ➫ 273K .

১১৪) তাপ প্রয়োগে কোন পর্দাথের প্রসারণ সবচেয়ে কম ? ➫ কঠিন ।

১১৫) বায়ুশূন্য স্থানে বরফের গলনাঙ্ক কত ? ➫ 0.0078 ডিগ্রি সেন্টিগ্রেড ।

১১৬) এক বায়ু মন্ডলীয় চাপ সমান কত সে . মি পারদ চাপ ? ➫ 76 cm .

১১৭) সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে , সেলসিয়াস স্কেলে কত ? ➫ 36.68 ডিগ্রি ফারেনহাইট ।

১১৮) বাষ্পীভবন পদ্ধতিতে কত তাপমাত্রায় পানি বাষ্পে পরিনত হয় ? ➫ যেকোনো তাপমাত্রায় ।

১১৯) কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই ? ➫ - ৪০ ডিগ্রি সেন্টিগ্রেত ।

১২০) কোন গতির ক্ষেত্রে গতিশীল বস্তুটি নির্দিষ্ট সময় পরপর গতিপথের কোনো বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে ? ➫ পযাবৃত্ত গতি ।

১২১) বৈদ্যুতিক পাখার গতি কোন ধরনের গতি ? ➫ বৃত্তাকার গতি ।

১২৩) ঘড়ির কাঁটার গতি কী ধরনের গতি ? ➫ বৃত্তাকার ।

১২৪) দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার পর্যায়কাল কত ? ➫ ৬০ মিনিট ।

১২৫) কোন তরঙ্গ সঞালনের জন্য মাধ্যমের প্রয়োজন ? ➫ যান্ত্রিক তরঙ্গ ।

১২৬) কোন তঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের গতির দিক পরস্পর সমান্তরাল হয় ? ➫ অনুদৈর্ঘ্য তরঙ্গ ।

১২৭) বস্তুর কোন ঘটনার জন্য শব্দ উৎপন্ন হয় ? ➫ কম্পন ।

১২৮) উৎস হতে শব্দ সৃষ্টি হলে তা কোন আকারে চারদিকে চড়িয়ে পড়ে ? ➫ অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে ।

১২৯) কোটির মধ্য দিয়ে শব্দ সঞ্চারিত হয় না ? ➫ ভ্যাকিউয়াম বা শূন্য মাধ্যম ।

১৩০) শব্দের প্রতিফলনের উদাহরণ কোনটি ? ➫ প্রতিধ্বনি ।

১৩১) শব্দানুভূতির স্থায়িত্বকাল কত ? ➫ ০.১ সেকেন্ড ।

১৩২) প্রতিধ্বনি শোনার জন্য মূলধ্বনি ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্ধক্য কত সেকেন্ড হওয়া প্রয়োজন ? ➫ ১ / ১০ সেকেন্ড ।

১৩৩) বাদুড় রাতে কীভাবে চলাফেরা করে ? ➫ শব্দোত্তোর তরঙ্গ ব্যবহার করে তার প্রতিধ্বনি ‍শুনে ।

১৩৪) লোহাতে শব্দের বেগ বাতাসের চেয়ে কতগুণ ভারী চলে ? ➫ ১৫ গুণ ।

১৩৫) দাঁতের স্কেলিং এ কোন ধরনের শব্দ ব্যবহার করা হয় ? ➫ শব্দোত্তর ।

১৩৬) কোন প্রাণী শব্দের কম্পাঙ্ক শুনতে পায় ? ➫ হাতি ।

১৩৭) মানুষের গলার স্বরযন্ত্রে কয়টি পর্দা থাকে ? ➫ ২ টি ।

১৩৮) কোনটির কম্পনের ফলে গলা থেকে স্বর বের হয় ? ➫ ভোকাল কর্ড ।

১৩৯) চোখে দেখা যায় এমন তরঙ্গ কোনটি ? ➫ পানি তরঙ্গ ।

১৪০) সূক্ষ ইলেকট্রনিক্স যন্ত্র পরিষ্কার করতে কোনটি ব্যবহার করা হয় ? ➫ শব্দোত্তর তরঙ্গ ।

১৪১) কিসের মাধ্যমে আমরা কোন বস্তুকে দেখতে পাই ? ➫ আলো ।

১৪২) চোখে প্রবিষ্ট আলো কোথায় প্রতিবিম্ব সৃষ্টি করে ? ➫ রেটিনায় ।

১৪৩) যে বস্তু ছড়ায় বা নিঃসরণ করে তাকে কি বলে ? ➫ দীপ্তিমান বস্তু ।

১৪৪) কোন রঙ্গের তল সব আলো প্রতিফলিত করে ? ➫ সাদা ।

১৪৫) দর্পনে আলোর কোন ঘটনাটি ঘটে ? ➫ প্রতিফলন ।

১৪৬) গোলীয় দর্পণ কত প্রকার ? ➫ দুই ।

১৪৭) কাঁচের উপর প্রলেপ দেওয়াকে কি বলে ? ➫ পারা লাগানো ।

১৪৮) ডিজিটাল ক্যামেরায় ছবি কোন ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয় ? ➫ বাস্তব প্রতিবিম্ব ।

১৪৯) সেলুনে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ? ➫ সমতল দর্পণ ।

১৫০) সরল পেরিস্কোপে কয়টি দর্পণ থাকে ? ➫ ২ টি ।

১৫১) লেজার তৈরিতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ? ➫ উত্তল দর্পণ ।

১৫২) পাহাড়ী রাস্তার বিভিন্ন বিপজ্জনক বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয় ? ➫ সমতল দর্পণ ।

১৫৩) আলো কি ধরনের তরঙ্গ ? ➫ বিদ্যুৎ চুম্বকীয় ।

১৫৪) আলোর প্রতিসরণের সূত্র কয়টি ? ➫ ২ টি ।

১৫৫) আলোর প্রতিসরণের সূত্র প্রদান করেন কে ? ➫ স্নেল ।

১৫৬) প্রতিসরাঙ্কের মান কোনটির উপর নির্ভর করে ? ➫ মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং ।

১৫৭) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে বিভেদতল কোনটির ন্যায় আচরণ করে ? ➫ দর্পণ ।

১৫৮) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার শর্ত কোনটি ? ➫ আপতন কোণ > ক্রান্তি কোণ ।

১৫৯) মরীচিকা কোথায় দেখা যায় ? ➫ মরুভুমিতে ।

১৬০) অফটিক্যাল ফাইবার কি ? ➫ খুব সরু ও নমনীয় কাচ তন্তু ।

১৬১) অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে ? ➫ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ।

১৬২) লেন্সে আলোর কি ঘটে ? ➫ প্রতিসরণ ।

১৬৩) অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব কিরূপ হবে ? ➫ সোজা এবং ছোট ।

১৬৪) লেন্সের ক্ষমতার একক কোনটি ? ➫ রেডিয়ান / মিটার ।

১৬৫) লেন্সের ক্ষমতা বেশি হলে ফোকাস দুরত্ব কেমন হবে ? ➫ কম ।

১৬৬) কর্ণিয়ার পেছনে অবস্থিত অস্বচ্ছ পদার্থকে কি বলে ? ➫ আইরিস ।

১৬৭) কোনটির মাধ্যমে আলো চোখের ভেতর প্রবেশ করে ? ➫ চোখের মণি ।

১৬৮) চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি ? ➫ চক্ষুলেন্স ।

১৬৯) চোখের কোন অংশটি বাইরের অনিষ্ট থেকে চোখকে রক্ষা করে ? ➫ শ্বেতমন্ডল ।

১৭০) রেটিনার রং কি রূপ ? ➫ গোলাপী ।

১৭১) স্বাভাবিক বয়স্ক ব্যক্তির স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব কত ? ➫ ২৫ সে.মি ।

১৭২) ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমায় কোন ল্যান্স ব্যবহার করা হয় ? ➫ অবতল ।

১৭৩) চোখ কোন বর্ণগুলোকে ধারণ করে ? ➫ নীল , সবুজ ও লাল ।

১৭৪) অশ্রু বলতে কি বুঝায় ? ➫ অ্যাকুয়াস হিউমার ।

১৭৫) পর্দাথের ক্ষুদ্রতম কণিকার নাম কি ? ➫ পরমাণু ।

১৭৬) তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কী করা হয় ? ➫ অনাহিত বস্তুকে আহিত ।

১৭৭) দুটি আধানের মধ্যবর্তী আর্কষণ বলের মান কোনটির উপর নির্ভর করবে ? ➫ আধানদ্বয়ের প্রকৃতি ।

১৭৮) বজ্রানাদ কি ? ➫ শব্দ ।

১৭৯) ইলেকট্রনের নিবিছিন্ন প্রবাহকে কি বলে ? ➫ তড়িৎ প্রবাহ ।

১৮০) তড়িৎ প্রবাহের একক কি ? ➫ অ্যাম্পিয়ার ।

১৮১) বৈদ্যুতিক সংযোগে কোনটি ব্যবহার করা হয় ? ➫ তামা ।

১৮২) কোনটির মধ্যদিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না ? ➫ অন্তরক ।

১৮৩) রোধের একককে কি বলা হয় ? ➫ ওহম ।

১৮৪) জেনারেটর যান্ত্রিক শক্তিকে কোন শক্তিতে রুপান্তরিত করে ? ➫ তড়িৎ শক্তিতে ।

১৮৫) বৈদ্যুতিক ক্যাটলিতে কোনটি ব্যবহৃত হয় ? ➫ নাইক্রোম ।

১৮৬) বৈদ্যুতিক বাল্বের ফিলামন্টে কি দিয়ে তৈরি ? ➫ টাইস্টেন ।

১৮৭) উৎপাদনের পর বিদ্যুৎ কোথায় পাঠানো হয় ? ➫ সাবস্টেশনে ।

১৮৮) কার্বনের আইসোটোপ কয়টি ? ➫ ৩ টি ।

১৮৯) বেগ নির্ণায়ক যন্ত্রের নাম কি ? ➫ ভেলেটা মিটার ।

১৯০) যে যন্তের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তাড়িৎ শক্তিতে রুপান্তরিত করা যায় তাকে কি বলে ? ➫ জেনারেটর ।

১৯১) ডায়নামোর সাহায্যে কি করা হয় ? ➫ যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় ।

১৯২) হেনরি বেকেরেল কোন দেশের বিজ্ঞানী ? ➫ ফ্রান্স ।

১৯৩) মাদামকুরী কতসালে জন্মগ্রহণ করেন ? ➫ ১৯৩৪ সালে ।

১৯৪) কোন মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমণের ঘটনাকে কি বলে ? ➫ তেজস্ক্রিয়তা ।

১৯৫) ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারে জ্বলজ্বল করার জন্য কোন দুটির মিশ্রণের প্রলেপ দেওয়া হয় ? ➫ থোরিয়াম ও জিংক সালফাইট ।

১৯৬) অাইসি কি দিয়ে তৈরি হয় ? ➫ সিলিকন ।

১৯৭) মোবাইলে প্রথম বেতার তরঙ্গ কোথায় যায় ? ➫ গ্রাহক টাওয়ারে ।

১৯৮) কতসালে ফ্রাক্স যাত্রা শুরু করে ? ➫ ১৯৩০ সালে ।

১৯৯) যে সব ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি হয় তাদেরকে কি বলে ? ➫ হার্ডওয়্যার ।

২০০) ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে কি বলা হয় ? ➫ ই - মেইল ।

Adnan Mahfuj

‘‘ বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতার পরীক্ষায় বিজ্ঞান অংশে নবম দশম শ্রেণির বিজ্ঞান বই থেকে প্রশ্ন হয়ে থাকে । উপরের প্রশ্নগুলো পড়লে আশা করি কমন পাবেন আর টাইমলাইনে শেয়ার করে রাখতে ভুলবেন না কিন্তু । ‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *