০১ ) হট লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া ।
০২ ) হট লাইন কত ডিগ্রী অক্ষরেখা বরাবর অবস্থিত ? ➫ ৩৮ ডিগ্রী অক্ষরেখা ।
০৩ ) ভারত - পাকিস্তান এর মধ্যবর্তী লাইন কোনটি ? ➫ র্যাডক্লিপ লাইন ।
০৪ ) লাইন অব কন্টোল কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ ভারত - পাকিস্তান ।
০৫ ) পাকিস্তান - আফগানিস্তান এর মধ্যবর্তী লাইন কোনটি ? ➫ ডুরাল্ড লাইন ।
০৬ ) সনেরো লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত ? ➫ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ।
০৭ ) ইসরাইল আরবের মধ্যে কোন লাইনটি অবস্থিত ? ➫ গ্রীন লাইন ।
০৮ ) ম্যাজিনো লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ জার্মানি - ফ্রান্স ।
০৯ ) ব্লু লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ ইসরাইল - লেবানন ।
১০ ) হট লাইন কি ? ➫ আকষ্মিক যুদ্ধ এড়ানোর জন্য ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে টেলিফোন সংযোগ ।
১১ ) ইউরোপের ককপিট বলা হয় হয় কোন দেশকে ? ➫ বেলজিয়াম ।
১২ ) ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় হয় কোন দেশকে ? ➫ সুইজারল্যান্ড ।
১৩ ) ইউরোপের রুগ্ন ব্যাক্তি বলা হয় হয় কোন দেশকে ? ➫ তুরস্ক ।
১৪ ) বাতাসের শহর কোনটি ? ➫ শিকাগো ।
১৫ ) চিরবসন্তের নগরী কোনটি ? ➫ কিটো ।
১৬ ) চির শান্তির শহর কোনটি ? ➫ রোম ।
১৭ ) চির সবুজের দেশ কোনটি ? ➫ নাটাল ।
১৮ ) জাকজমকের নগরী কোনটি ? ➫ নিউইর্য়ক ।
১৯ ) দ্বীপের মহাদেশ কোনটি ? ➫ ওশেনিয়া ।
২০ ) নিষিদ্ধ নগরী কোনটি ? ➫ নাসা ।
২১ ) সূর্য উদয়ের দেশ কোনটি ? ➫ জাপান ।
২২ ) নিশিত সূর্য এর দেশ কোনটি ? ➫ নরওয়ে ।
২৩ ) পঞ্চনদের দেশ কোনটি ? ➫ পাঞ্জাব ।
২৪ ) হাজার হ্রদের দেশ কোনটি ? ➫ ফনল্যান্ড ।
২৫ ) পীত নদীর দেশ কোনটি ? ➫ হোয়াংহো ।
২৬ ) প্রাচ্যের ডান্ডি কোন শহর ? ➫ নারায়ণগন্জ ।
২৭ ) ইউরোপের বুট বলা হয় কোন শহরকে ? ➫ ইতালি ।
২৮ ) স্বর্ণনগরী কোনটি ? ➫ জোহান্সবার্গ ।
২৯ ) উত্তরের ভেনিস কোন দেশ ? ➫ স্টকহোম ।
৩০ ) মসজিদ ও রিক্সার শহর কোনটি ? ➫ ঢাকা ।
৩১ ) মুক্তার দেশ কোনটি ? ➫ কিউবা ।
৩২ ) ম্যাপল পাতার দেশ কেকানটি ? ➫ কানাডা ।
৩৩ ) সকাল বেলার শান্তি কোন দেশকে বলা হয় ? ➫ কোরিয়া ।
৩৪ ) মুক্তার দ্বীপ বলা হয় কোন দেশকে ? ➫ বাহরাইন ।
৩৫ ) সোঁনালি তোরণের দেশ কোনটি ? ➫ সান ফ্রান্সিসকো ।
৩৬ ) সম্মেলনের শহর কোনটি ? ➫ জেনেভা ।
৩৭ ) সোনালী প্যাগোডার দেশ কোনটি ? ➫ মিয়ানমার ।
৩৮ ) সাদা শহর কোনটি ? ➫ বেলগ্রেড ।
৩৯ ) সমুদ্রের বধু কোন দেশকে বলা হয় ? ➫ ব্রিটেন ।
৪০ ) বিশ্বের রুটির ঝুরি বলা হয় কাকে ? ➫ প্রেইরি ।
৪১ ) ঘানার পূর্বনাম নাম কি ? ➫ গোল্ডকোস্ট ।
৪২ ) মদিনার পূর্বনাম নাম কি ? ➫ ইয়াসরিব ।
৪৩ ) ইন্দোনেশিয়ার পূর্বনাম নাম কি ? ➫ চাচ ইস্টি ইন্ডিজ ।
৪৪ ) মায়ানমারের পূর্বনাম নাম কি ? ➫ বার্মা ।
৪৫ ) শ্রীলংকার পূর্বনাম নাম কি ? ➫ সিংহলি / সিলন ।
৪৬ ) থাইল্যান্ডের পূর্বনাম নাম কি ? ➫ শ্যামদেশ ।
৪৭ ) জাপানের পূর্বনাম নাম কি ? ➫ নিপ্পন ।
৪৮ ) কানাডার জাতীয় প্রতীক কি ? ➫ শ্বেতপদ্ম / ম্যাপলপাতা ।
৪৯ ) ফান্সের জাতীয় প্রতীক কী ? ➫ লিলি ফুল ।
৫০ ) রাশিয়ার জাতীয় ফুল কী ? ➫ দুই মাথা যুক্ত ঈগল ।
৫১ ) তুরস্কের রাজধানীর নাম কি ? ➫ আঙ্কারা ।
৫২ ) জ্যামাইকার রাজধানীর নাম কি ? ➫ কিংস্টোন ।
৫৩ ) ভুটানের রাজধানীর নাম কি ? ➫ থিম্পু ।
৫৪ ) মিয়ানমারের রাজধানীর নাম কি ? ➫ নাইপিদো ।
৫৫ ) কম্বোডিয়ার রাজধানীর নাম কি ? ➫ নমপেন ।
৫৬ ) উজবেকিস্তানের রাজধানীর নাম কি ? ➫ তাসখন্দ ।
৫৭ ) ফিলিপাইনের রাজধানীর নাম কি ? ➫ ম্যানিলা ।
৫৮ ) লাওস রাজধানীর নাম কি ? ➫ ভিয়েন তিয়েন ।
৫৯ ) ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি ? ➫ জার্কাতা ।
৬০ ) ওমানের রাজধানীর নাম কি ? ➫ মাসকট ।
৬১ ) কানাডা রাজধানীর নাম কি ? ➫ অটোয়া ।
৬২ ) চিলির রাজধানীর নাম কি ? ➫ সান্তিয়াগো ।
৬৩ ) পেরুর রাজধানীর নাম কি ? ➫ লিমা ।
৬৪ ) ভেনেজুয়েলার রাজধানীর নাম কি ? ➫ কারাকাস ।
৬৫ বেলজিয়ামের রাজধানীর নাম কি ? ➫ ব্রাসেলস ।
৬৬ ) ইকুয়েটরের রাজধানীর নাম কি ? ➫ কিটো ।
৬৭ ) রোমানিয়ার রাজধানীর নাম কি ? ➫ বুখারেস্ট ।
৬৮ ) নরওয়ের রাজধানীর নাম কি ? ➫ অসলো ।
৬৯ ) অষ্টিয়ার রাজধানীর নাম কি ? ➫ ভিয়েনা ।
৭০ ) সার্বিয়ার রাজধানীর নাম কি ? ➫ বেলগ্রেড
৭১ ) আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি ? ➫ ডাবলিন ।
৭২ ) ফিনল্যান্ডের রাজধানির নাম কি ? ➫ হেলসিংকি ।
৭৩ ) লিথুয়ানিয়ার রাজধানীর নাম কি ? ➫ ভিনিয়াস ।
৭৪ ) ইউক্রেনের রাজধানীর নাম কি ? ➫ কিয়েভ ।
৭৫ ) বাস্তিল দূর্গ কোথায় অবস্তিত ? ➫ ফ্রান্সের রাজধানী প্যারিসে ।