বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী

বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা , আইনসভা , দিবস , বর্ষ ইত্যাদি

০১ ) থাইল্যান্ডের মুদ্রার নাম কি ? ➫ বাথ ।

০২ ) জার্মানির মুদ্রার নাম কি ? ➫ ইউরো ।

০৩ ) মিয়ানমারের মুদ্রার নাম কি ? ➫ কিয়াট ।

০৪ ) ভুটানের মুদ্রার নাম কি ? ➫ গুলট্রাম ।

০৫ ) নরওয়ের মুদ্রার নাম কি ? ➫ ক্রোনা ।

০৬ ) রিংগিত কোন দেশের মুদ্র্রার নাম ? ➫ মালয়েশিয়া ।

০৭ ) ইতালীয় মুদ্রার নাম কি ? ➫ ইউরো ।

০৮ ) মালদ্বীপের মুদ্রার নাম কি ? ➫ রুপাইয়া ।

০৯ ) সুইডেনের মুদ্রার নাম কি ? ➫ ক্রোনা ।

১০ ) লেবাননের মুদ্রার নাম কি ? ➫ পাউন্ড ।

১১ ) উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি ? ➫ ওয়ান ।

১২ ) ভিয়েতনামের মুদ্রার নাম কি ? ➫ ডং ।

১৩ ) ইথিওপিয়ার মুদ্রার নাম কি ? ➫ বির ।

১৪ ) জাম্বিয়ার মুদ্রার নাম কি ? ➫ কাওয়াছা ।

১৫ ) তানজানিয়ার মুদ্রার নাম কি ? ➫ শিলিং ।

১৬ ) কেনিয়ার মুদ্রার নাম কি ? ➫ শিলিং ।

১৭ ) জাপানের মুদ্রার নাম কি ? ➫ ইয়েন ।

১৮ ) লাওস এর মুদ্রার নাম কি ? ➫ কিপ ।

১৯ ) মালয়েশিয়ার এর মুদ্রার নাম কি ? ➫ রিংগিত ।

২০ ) সুইডেনের আইনসভার নাম কি ? ➫ রাইখস্ট্যাগ ।

২১ ) পূর্ব তিমুরের আইনসভার নাম কি ? ➫ ন্যাশনাল পার্লামেন্ট ।

২২ ) পোল্যান্ড পার্লামেন্টের নাম কি ? ➫ পোল্যান্ড প্রজাতন্ত্র ।

২৩ ) রাশিয়ার পার্লামেন্টের নাম কি ? ➫ ডুমা ।

২৪ ) মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি ? ➫ থুরাল ।

২৫ ) জাপানের পার্লামেন্টের নাম কী ? ➫ ডায়েট ।

২৬ ) আন্তরাজাতিক নারী দিবস হিসেবে কোন দেশটিকে পালন করা হয় ? ➫ ৮ মার্চ ।

২৭ ) অন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয় কবে ? ➫ ১০ ডিসেম্বর ।

২৮ ) আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে ? ➫ ৫ জুন ।

২৯ ) নিরাপদ মাতৃত্ব ‍ দিবস কবে পালন করা হয় ? ➫ ২৮ মে ।

৩০ ) অন্তর্জাতিক শিক্ষক দিবস কবে ? ➫ ৫ অক্টোবর ।

৩১ ) বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস কবে ? ➫ ৩১ শে মে ।

৩২ ) বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে ? ➫ ১১ জুলাই ।

৩৩ ) আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে ? ➫ ২৬ জুন ।

৩৪ ) বিশ্ব খাদ্য দিবস পালিত হয় কবে ? ➫ ১৬ অক্টোবর ।

৩৫ ) বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় কবে ? ➫ ২৩ মার্চ ।

৩৬ ) বিশ্ব মরুময়তা দিবস পালিত হয় কবে ? ➫ ১৭ জুন ।

৩৭ ) জাতিসংঘের নারীবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে কোন সাল কে ? ➫ ১৯৪৮ সাল ।

৩৮ ) কত সাল থেকে মে দিবস পালিত হচ্ছে ? ➫ ১৮৯০ সাল ।

৩৯ ) মাউরি উপজাতি কোথায় বসবাস করে ? ➫ নিউজিল্যান্ডে ।

৪০ ) জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি ? ➫ চীন ।

৪১ ) লাইন অব কন্টোল কোন দুই দেশের সীমারেখা ? ➫ ভারত - পাকিস্তান ।

৪২ ) ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত ? ➫ জেরুজালেম ।

৪৩ ) ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম কি ? ➫ গারুদা ।

৪৪ ) ‘ তাস ’ কোন দেশের সংবাদ সংস্থার নাম ? ➫ রাশিয়া ।

৪৫ ) হিথ্রো বিমান বন্দর কোথায় ? ➫ লন্ডন ।

৪৬ ) CNN পূর্ণরূপ কি ? ➫ Cable News Network .

৪৭ ) পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি ? ➫ রয়টাস ।

৪৮ ) ইন্টারফ্যাক্স কী ? ➫ রাশিয়ার সরকারী বার্তা সংস্থা ।

৪৯ ) বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকার নাম কি ? ➫ আসাহি শিমুন ।

৫০ ) আলজেরিয়ার টিভি চ্যানেলের মূল কোথায় ? ➫ দোহা ।

৫১ ) ইন্টারনেট কখন চালু হয় ? ➫ ১৯৬৯ সালে ।

৫২ ) কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পরপর ? ➫ ৪ বছর ।

৫৩ ) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ? ➫ শ্রীমাভো বন্দরনায়েক ।

৫৪ ) ইরানের আইনসভার নাম কি ? ➫ মজলিস ।

৫৫ ) গ্রেট হল কোথায় অবস্থিত ? ➫ চীন ।

Adnan Mahfuj

‘‘ আন্তর্জাতিিক বিষয়াবলীর এই অংশ থেকে বার বার আসা প্রশ্নও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *