বিসিএস আন্তর্জাতিক

যুদ্ধ ও আন্তজাতিক চুক্তিসমুহ - গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

০১ ) প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ? ➫ উড্রো উইলসন ।

০২ ) প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত তারিখে ? ➫ ২৮ জুলাই , ১৯১৪ ।

০৩ ) প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল কত ? ➫ ১৯১৪ - ১৯১৮ ।

০৪ ) প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন ? ➫ জার নিকোলাস ।

০৫ ) প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি যুক্তরাষ্ট্রের কোন জাহাজটি ডুবিয়ে দিয়েছিল ? ➫ লুসিতানিয়া ।

০৬ ) প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ছিল কোন দেশগুলো ? ➫ জার্মানি , অস্টিয়া ও তুরস্ক ।

০৭ ) যুক্তরাষ্ট্র কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে ? ➫ ৬ ইপ্রিল , ১৯১৭ ।

০৮ ) প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কবে আত্মসর্মপণ করে ? ➫ ১১ নভেম্বর , ১৯১৮ ।

০৯ ) কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ? ➫ ভার্সাই চুক্তি ।

১০ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ? ➫ হিটলার কতৃক পোল্যান্ড আক্রমণ ।

১১ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ? ➫ রুজভেল্ট ।

১২ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে ? ➫ রাশিয়াকে ।

১৩ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা ছিল ? ➫ জাপান , জার্মানি ও ইতালি ।

১৪ ) যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে ? ➫ ৮ ডিসেসম্বর , ১৯৪১ ।

১৫ ) ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বৃটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ? ➫ চার্চিল ।

১৬ ) জার্মান কবে পোল্যান্ড আক্রমণ করে ? ➫ ১ সেপ্টেম্বর , ১৯৩৯ ।

১৭ ) হিরোসীমায় কবে এটমবোমা ফেলা হয় ? ➫ ৬ আগস্ট , ১৯৪৫ ।

১৮ ) ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ ? ➫ জাপান ।

১৯ ) ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসর্মপণ করে কবে ? ➫ আগস্ট ১৯৪৫ সালে ।

২০ ) ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম কি ? ➫ কমেকন ।

২১ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কখন ? ➫ ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে ।

২২ ) ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পাল হারবার অক্রমণ করে কখন ? ➫ ৭ ডিসেম্বর ১৯৪১ সালে ।

২৩ ) আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয় ? ➫ ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর ।

২৪ ) অক্টোবর বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন কে ? ➫ ভি.আই.লেলিন ।

২৫ ) কোরীয় যুদ্ধ কোন সনে আরম্ভ হয় ? ➫ ১৯৫০ সনে ।

২৬ ) ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ ? ➫ ইংল্যান্ড ।

২৭ ) আর্জেন্টিনা কবে ফকল্যান্ড দখল করে নিয়েছিল ? ➫ ১৯৮২ সালে ।

২৮ ) অরেন্জ রেভুলেশন কোথায় সংগঠিত হয় ? ➫ ইউক্রেন ।

২৯ ) নরম্যান্ডি কোন দেশের ভূখন্ড ? ➫ ফান্সের ।

৩০ ) ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘ ডেজার্ট ফক্স ’ উপাধি পান কে ? ➫ ফিল্ড মার্শাল রোমেল ।

৩১ ) কিয়োটা প্রটোকোল কি ? ➫ গ্রীন হাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি ।

৩২ ) মিশর - ইসরাইলয়ের মধ্যে ক্যাম্প ডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ➫ ১৯৭৮ সালে ।

৩৩ ) ‘ কাটাগেনা প্রটোকল ’ কি ? ➫ জাতিসংঘের জৈব চুক্তি বিষয়ক চুক্তি ।

৩৪ ) বসনিয়ার যুদ্ধবিরতিতে স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ? ➫ জিমি কাটার ।

৩৫ ) নারীর প্রতি সসকল বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কবে ? ➫ ১৯৭৯ সালে ।

৩৬ ) সাপটা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ➫ ১১ এপ্রিল , ১৯৯৩ ।

৩৭ ) ‘ START-2 ’ - কী ? ➫ কৌশলগত অস্ত্র হ্রাস ।

৩৮ ) ট্রান্স - ফ্যাসিপিক পার্টনারশিপ এর বর্তমান নাম কি ? ➫ CPTPP .

৩৯ ) Keyto Protocol কোন দেশে স্বাক্ষরিত হয় ? ➫ জাপানে ।

৪০ ) কিয়োটা প্রটোকোলের গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল ? ➫ বিশ্ব উষ্ণতা হ্রাস ।

৪১ ) সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ➫ ৩ জুলাই , ১৯৭২ ।

৪২ ) অসলো শান্তিচুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ➫ ১৯৯৩ সালে ।

৪৩ ) মিশর ও ইসরায়েলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তি হয় স্বাক্ষরিত ? ➫ ক্যাম্প দেভিট চুক্তি ।

৪৪ ) জেনেভা কনভেনশন কত তারিখে শুরু হয়েছিল ? ➫ ১৯৪৫ সালের ১২ আগস্ট ।

৪৫ ) ক্যাম্প ডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ➫ ১৯৭৮ সালে ।

৪৬ ) ক্যাম্প ডেভিট চুক্তির উদ্যোক্তা কে ছিলেন ? ➫ জিমি কাটার ।

৪৭ ) কোন চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো চালু হয় ? ➫ ম্যাসট্রিক্ট চুক্তি ।

৪৮ ) বাংলাদেশ কততম দেশ হিসেবে স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেন ? ➫ ১২৬ তম ।

৪৯ ) ১৯৭২ সালে ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ? ➫ সিমলা ।

৫০ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন ? ➫ সম্রাট হিরোহিতা ।

৫১ ) ১৯৭২ সালে ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ? ➫ সিমলা ।

Adnan Mahfuj

‘‘ আন্তর্জাতিিক বিষয়াবলীর এই অংশ থেকে বার বার আসা প্রশ্নও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *