০১ ) জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে কোন প্রতিষ্ঠান ? ➫ জাতিপুন্জ ।
০২ ) লীগ অব নেশনস এর সদর দপ্তর কোথায় ছিল ? ➫ জেনেভা ।
০৩ ) লীগ অব নেশনস কতসালে বিলুপ্ত হয় ? ➫ ১৯৪৬ সালে ।
০৪ ) জাতিসংঘ কবে গঠন করা হয় ? ➫ ২৪ অক্টোবর ১৯৪৫ সালে ।
০৫ ) জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ কোনটি ? ➫ লন্ডন ঘোষণা ।
০৬ ) কোন সম্মেলনের ফলে FAO প্রতিষ্ঠিত হয় ? ➫ ভার্জিনিয়া সম্মেলন ।
০৭ ) কোন সম্মেলনের মাধ্যমে জাতিসংঘের নামকরণ করা হয় ? ➫ ডাম্বারটন ওকস সম্মেলন ।
০৮ ) কোন সম্মেলনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের গঠন ও ৫ টি স্থায়ী সদস্য রাষ্ট্র নির্ধারণ করা হয় ? ➫ ডাম্বারটন ওকস সম্মেলন ।
০৯ ) কোন সম্মেলনের মাধ্যমে ৫ টি স্থায়ী রাষ্ট্রকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে ? ➫ ইয়াল্টা সম্মেলন ।
১০ ) জাতিসংঘের সদর দপ্তর কোথায় ? ➫ ম্যানহাটন , নিউইর্য়ক , যুক্তরাষ্ট্র ।
১১ ) জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন দেশ কয়টি ? ➫ ৫১ টি ।
১২ ) জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ? ➫ ৬ টি ( আরবি , ইংরেজি , চীনা , ফরাসি , রাশিয়ান , স্পেনিশ ) ।
১৩ ) জাতিসংঘ সনদ কবে গৃহিত হয় ? ➫ ২৫ জুন , ১৯৪৫ ।
১৪ ) জাতিসংঘের বর্তমান সদস্য কত ? ➫ ১৯৩ টি ।
১৫ ) জাতিসংঘের উদ্দেশ্য কী ? ➫ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ।
১৬ ) ইয়াল্টা কনফারেনন্স কবে ইনুষ্ঠিত হয় ? ➫ ১৯৪৫ সালে ।
১৭ ) জাতিসংঘ দিবস কবে পালন করা হয় ? ➫ ২৪ অক্টোবর ।
১৮ ) জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি ও কী কী ? ➫ ২ টি ( ইংরেজি ও ফরাসি )।
১৯ ) জাতিসংঘের আয়তনে সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি ? ➫ মোনাকো ।
২০ ) জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি ? ➫ টুভ্যালু ।
২১ ) জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে ? ➫ হালকা নীল ও সাদা ।
২২ ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয় ? ➫ ২ বছর ।
২৩ ) জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায ? ➫ জেনেভা ।
২৪ ) জলপাই গাছ কিসের প্রতীক ? ➫ শান্তির ।
২৫ ) জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি ? ➫ দক্ষিণ সুদান ।
২৬ ) জাতিসংঘের ভবনটি কয়তলা বিশিষ্ট ? ➫ ৩৯ তলা ।
২৭ ) জাতিসংঘের ১৯২ তম সদস্য রাষ্ট্র কোনটি ? ➫ মন্টিনিগো ।
২৮ ) জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয় ? ➫ সানফ্রান্সিসকো ।
২৯ ) জাতিসংঘ নামকরণ করেন কে ? ➫ রুজভেল্ট ।
৩০ ) জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনগুলো ? ➫ প্যালেস্টাইন ও ভ্যাটিকান সিটি ।
৩১ ) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ? ➫ ট্রিগভেলী ।
৩২ ) সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে কবে ? ➫ সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার ।
৩৩ ) জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে ? ➫ লন্ডনে ।
৩৪ ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ? ➫ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ ।
৩৫ ) বাংলাদেশের সাথে একই সময়ে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন কোন দেশগুলো ? ➫ গ্রানাডা ও গিনিবিসাউ ।
৩৬ ) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ? ➫ ১৩৬ তম ।
৩৭ ) আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন ? ➫ ১৫ জন ।
৩৮ ) জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কয়টি ? ➫ ১৬ টি ।
৩৯ ) আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক কতজন ? ➫ ১৮ জন ।
৪০ ) নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ? ➫ ৫ টি ।
৪১ ) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত ? ➫ ১০ জন ।
৪২ ) ভেটো ক্ষমতা কি ? ➫ ল্যাটিন শব্দ , অর্থ আমি মানি না ।
৪৩ ) কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয় ? ➫ নিরাপত্তা পরিষদ ।
৪৪ ) জাতিষংঘের সাধারণ পরিষদে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে ? ➫ ৫ জন ।
৪৫ ) জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র কোনগুলো ? ➫ যুক্তরাষ্ট্র , যুকক্তরাজ্য , ফান্স , রাশিয়া ও চীন ।
৪৬ ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ? ➫ ১৫ ।
৪৭ ) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সতস্য নির্বাচিত হয় কত বছরের জন্য ? ➫ দুই বছর ।
৪৮ ) আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় ? ➫ দি হ্যাগ ।
৪৯ ) জাতিসংঘ মোট কতটি অঙ্গসংগঠন নিয়ে গঠিত ? ➫ ৬ টি ।
৫০ ) আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট নির্বাচিত হয় কত বছরের জন্য ? ➫ ৩ বছর ।
৫১ ) আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নির্বাচিত হন ? ➫ ৯ বছর ।
৫২ ) আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন ? ➫ রোজানিল হিগিল ( ব্রিটেন ) ।
৫৩ ) আন্তর্জাতিক আদালত কী নামে পরিচিত ? ➫ স্থায়ী সালিসী আদালত ।
৫৪ ) ESCWA এর সদর দপ্তর কোথায় ? ➫ বৈরুত , লেবানন ।
৫৫ ) জাতিসংঘের মহাসচিব কার সুপারিশক্রমে নিয়োগপ্রাপ্ত হন ? ➫ নিরাপত্তা পরিষদ ।
৫৬ ) জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি ? ➫ অ্যান্টেনিও গুতেরেস ।
৫৭ ) অ্যান্টেনিও গুতেরেস কত তারিখ থেকে দায়িত্ব পালন করেছেন ? ➫
৫৮ ) জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ? ➫ পর্তুগাল ।
৫৯ ) জাতিসংঘের কোন মহাসচিব বিমান দূর্ঘটনায় মারা যান ? ➫ দ্যাগ হ্যামারশোল্ড ।
৬০ ) ইরাক - কুয়েত মিশনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নাম কি ছিল ? ➫ UNIKOM .
৬১ ) জাতিসংঘের সর্বকনিষ্ট্র রাষ্ট্রদূত কে ? ➫ মালালা ইউসুপজাই ।
৬২ ) মিলোনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর মোট লক্ষ্য কয়টি ? ➫ ৮ টি ।
৬৩ ) SDG অর্থ কি ? ➫ Sustainable Development Goal .
৬৪ ) টেকসই উন্নয়নের লক্ষমাত্রা কতটি ? ➫ ১৭ টি ।
৬৫ ) অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব ? ➫ ৯ ম ।
৬৬ ) জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন কোন দেশের নাগরিক ছিলেন ? ➫ দক্ষিণ কোরিয়া ।
৬৭ ) জাতিসংঘ কবে ফিলিস্তিন দিবস পালন করে ? ➫ ২৯ নভেম্বর ।
৬৮ ) ট্রিগভেলী কোন দেশের নাগরিক ছিলেন ? ➫ নরওয়ে ।
৬৯ ) জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারী জেনালেল কোন দেশের নাগরিক ছিলেন ? ➫ মিয়ানমার ।
৭০ ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ? ➫ উ থান্ড ।
৭১ ) জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল লাভ করেন ? ➫ দ্যাগ থ্যামমারশোল্ড ।
৭২ ) জাতিসংঘের কোন সংস্থা ২১ ঠেবরুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দিয়েছে ? ➫ UNESCO .
৭৩ ) MDG এর পূর্ণাঙ্গ রূপ কি ? ➫ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ।
৭৪ ) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র ? ➫ ১৩৬ তম ।
৭৫ ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ? ➫ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ।
৭৬ ) বাংলাদেশের সতস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো প্রদান করেন ? ➫ চীন ।
৭৭ ) বাংলাদেশ জাতিসংঘের সদস্যভুক্তির সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ? ➫ কুট ওয়াল্ড হেইম ।
৭৮ ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কততম অধিবেশনে বাংলায় ভাষণ দেন ? ➫ ২১ তম ।
৭৯ ) জাতিসংঘের বাংলাদেশের পথম স্থায়ী প্রতিনিধি কে ? ➫ জনাব এস . এ করিম ।
৮০ ) বাংলাদেশ WHO এর সদস্যপদ লাভ করে কবে ? ➫ ১৭ মে ১৯৭২ সালে ।
৮১ ) জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রথম সভাপতি কে ? ➫ হুমাযুন রশীদ চৌধুরী ।
৮২ )আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কি ? ➫ UPU .
৮৩ ) UNESCO এর সদস্য দেশ কয়টি ? ➫ ১৯৫ টি ।
৮৪ ) ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? ➫ প্যারিস ।
৮৫ ) আন্তর্জাতিক শ্রম সংস্থার সতর দপ্তর কোথায় অবস্থিত ? ➫ জেনেভা ।
৮৬ ) FAO এর সদর দপ্তর কোথায় ? ➫ রোম ।
৮৭ ) UNCHER এর সদর দপ্তর কোথায় ? ➫ জেনেভা ।
৮৮ ) আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় ? ➫ ভিয়েনায় ।
৮৯ ) WIPO এর সদর দপ্তর কোথায় ? ➫ জেনেভা ।
৯০ ) এসকাপের সদর দপ্তর কোথায় ? ➫ ব্যাংকক ।
৯১ ) মানবাধিকার কমিশনের এর সদর দপ্তর কোথায় ? ➫ নিউইর্য়ক ।
৯২ ) ILO এর সদর দপ্তর কোথায় ? ➫ জেনেভা ।
৯৩ ) WHO এর সদর দপ্তর কোথায় ? ➫ জেনেভা ।
৯৪ ) সার্বজনীন মানবাধিকার ঘোষণা কবে গৃহীত হয় ? ➫ ১৯৪৮ সালে ।
৯৫ ) জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে ঘোষণা দেয় ? ➫ ৮ মার্চ ।
৯৬ ) জাতিসংঘের নারী উন্নয়ন তহবিলের নাম কি ? ➫ ইউনিফেম ।
৯৭ ) IPCC একটি - ➫ জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা ।
৯৮ ) কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে ? ➫ ইউনেস্কো ।
৯৯ ) জাতিসংঘের মিলেনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? ➫ নিউইয়ক ।
১০০ ) দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? ➫ জোহান্সবার্গে ।