Sl | মূল শব্দ | সমার্থক শব্দ |
---|---|---|
1 | অন্ন | ওদন , ভাত । |
2 | অতিশয় | সাতিশয় , একান্ত |
3 | অগ্নি | অনল , শিখা ,হুতাশন , সপ্তাংশু , হুতভুক , হোমাঙ্গি , কৃশানু , সর্বভুক । |
4 | অশ্ব | হয় , বাহ , বাজী , তুরগ , টাঙন , তুরঙ্গ , সৈন্ধব , মুরদ্রথ । |
5 | অন্ধকার | তমঃ , তমিস্র , শর্বর , নভাক । |
6 | অংশু | প্রভা , জ্যোতি , আভা , কিরণ , দীপ্তি , বিভা দ্যুতি । |
7 | অশ্রু | নেত্রবারি , নেত্রনীর , চোখের বালি । |
8 | আনন্দ | পুলক , হর্ষ , পরিতোষ , আহ্লাদ , প্রসন্নতা , তুষ্টি , স্ফুতি । |
9 | আদেশ | অনুজ্ঞা , ফরমাশ , বিধান । |
10 | আফসোস | দুঃখ , মনস্তাপ , খেদ । |
11 | আল্লাহ | বিধি , পরমাত্মা , ইলাহি । । |
12 | আলো | অংশু , উদ্ভাস , কিরণ , রশ্মি , কর , ময়ূখ , জেল্লা , জৌলুস , রেশন , নুর , প্রদীপ্তি । |
13 | আকাশ | অভ্র , নীলিমা , দ্যু , নভোলোক , সুরপথ , অম্বরতল , অনন্ত , ছায়ালোক , ব্যোম, নভঃ , শূন্য , দ্যুলোক , অম্বর । |
14 | ইতি | যবনিকাপাত , রফা , খতম , ছেদ , সাঙ্গ , পর্যবসান । |
15 | ইচ্ছা | অভিলাষ , স্পৃহা , সাধ , অভিরুচি , প্রবৃত্তি , মনোরথ , মনস্কাম । |
16 | ঈশ্বর | ঈশ , পরমাত্মা , পরেশ , অমারেশ , পৃথ্বীশ , আদিনাথ , ইষ্ট । |
17 | ঈক্ষণ | লোচন , নয়ন , দর্ণ । |
18 | ঈর্ষা | বিরাগ , দ্বেষ , অসূয়া । |
19 | ঊর্মি | তরঙ্গ , ঢেউ , কল্লোল , বীচি , লহর , লহরী , মর্মোহি । |
20 | ঊষা | প্রত্যুষ , ভোরবেলা , প্রাতঃকাল , অরুণোধয় । |
21 | উগ্র | প্রখর , রূঢ় , কোপন , কর্কশ , তীব্র । |
22 | উজ্জ্বল | উদ্ভাসিত , বিভাসিত , প্রজ্বলিত , চমকদার । |
23 | কর্ণ | কান , শ্রোত্র , শ্রবণবিবর , শ্রুতি , শ্রুতিপথ । |
24 | কেশ | চিকুর , কেশপাশ , কেশদাস , কবরী , শিরোজ , শিবজিত , কুন্তল । |
25 | কোরক | কলি , কলিকা , বউল , কুঁড়ি , মুকুল । |
26 | কোকিল | বসন্তঘোষ , অন্যপুষ্ট , মধুবন , কুহুমন্ত্র , কাকপুষ্ট , বসন্তী , কলঘোষ , পিক , পরভৃত , পরপুষ্ঠ , অন্যভৃত , কাকপুষ্ঠ , কোয়েল , মধুসখা । |
27 | কুল | বর্ণ , জাতি , যূথ , কৌলিন্য , বংশ । |
28 | কপাল | ভাগ্য ,ললাট , অলিক , অদৃষ্ট , দ্বৈব , নসিব । |
29 | কন্যা | দুলালি , ঝি , পুত্রী , আত্মজা , তনয়া , ঝিউরি , দুহিতা , আত্মসম্ভবা , পুত্রিকা , দারিকা , নন্দিনী । |
30 | কথা | বচন , গদ্য , অঙ্গীকার , পরামর্শ , আখ্যান । |
31 | কুহক | মায়া , ইন্দ্রজাল , ভেলকি । |
32 | কালো | কৃষ্ণবর্ন , অসিত , শ্যাম , শ্যামল , কৃষ্ণ । |
33 | কূল | তট , তীর , তীরভাগ , বেলা , পুলিন , পাড় , বেলাভুমি , ধার , বালুবেলা , কিনারা । |
34 | খেচর | পাখি , বিহগ , বিহঙ্গ , খগ , দ্বিজ , বিহঙ্গম , গরুড় । |
35 | খারাপ | কু , বদ , নষ্ট , অশ্লীল , রুক্ষ , বিকল । |
36 | খাঁটি | আসল , সারগর্ব , যথার্থ , সাচ্চা , আদত্ত । |
37 | খড়ুগ | দা , কাটারি , তলোয়ার , কৃপাণ , তরবারি , অসি । |
38 | খবর | সংবাদ , সন্দেশ , সমাচার , বৃত্তান্ত , উদন্ত । |
39 | গরু | গো , ধেনু , গাভী , পয়স্বিনী । |
40 | গৃহ | আবাস , ধাম , নিকেত , সদন , নিকেতন , আলয় , বাড়ি , আশ্রয় , নিলয় । |
41 | গাত্র | দেহ , অঙ্গ , গা , শরীর , তনু , গতর । |
42 | গতি | চলন , সঞ্চালন , সরণ , জঙ্গমত্ব , বীতি , ঋতি । |
43 | ঘন | অম্বুদ , মেঘ , নীরদ , জলদ , জীমূত ,পয়োদ , পয়োদর । |
44 | চন্দ্র | চাঁদ , সুধাংশু , হিমাংসু , শশাঙ্ক , সুধাকর , শশধর , শশী , মৃগাঙ্ক , কলাধর , হিমকর , বিধু , নিশাকর , সোম , দ্বিজরাজ , চন্দ্রমা , ইন্দ্রু , হিমকর । |
45 | চক্ষু | লোচন , নয়ন , নেত্র , অক্ষি , চোখ । |
46 | জল | পানি , সলিল , অপ , উদক , অম্বু , নীর , পয়ঃ , তোয় । |
47 | সমুদ্র | সায়র , সাগর , অর্ণব , জলধি , পারাবার , পাথার , সিন্ধু । |
48 | জোৎস্না | চন্দ্রিকা , কৌমুদী , চন্দ্রিমা , জোছনা । |
49 | দিন | দিবস , অহ , অহ্ণ , বাসর , অহোরাত্র , সাবন , আটপ্রহর , তমসাতাড়িনী , অহন । |
50 | দুঃখ | মর্মপীড়া , মনঃকষ্ট , মনস্তাপ । |
51 | দেবতা | সুর , দেব , ত্রিদেশ , অমর , অজর , ঠাকুর । |
52 | দেহ | গা , গাত্র , কায়া , তনু , শরীর । |
53 | দীন | নিঃস্ব , গরিব , অতি দুঃখী , হীন । |
54 | ধন | সম্পদ , অর্থ , বিভব , বিত্ত । |
55 | নদী | স্রোতস্রিনী ,তটিনী , তরঙ্গিনী , কলম্বিনী , কল্লোলিনী , গাঙ , পয়ম্বিনী , নির্ঝরিণী , সরিৎ , মন্দাকিনী । |
56 | নারী | স্ত্রী জাতি , অঙ্গনা , লনরা , বনিতা , ভামিনী , বামা , রামা , মানবী , আওরত , জেনানা , বালা , মানবিকা । |
57 | পৃথিবী | ধরণি , বসুধা , ভূ , অবনি , ক্ষিতি , মহী , বসুমতী , মেদেনী , মত্যৈলোক , অখিল , পৃথ্বি , ভবন , ভূলোক , উর্বী , মরলোক । |
58 | পদ্ম | উৎপল , পঙ্কজ , কমল , পুষ্কর , কুমুদ , সরোজ , শতদল , অববিন্দ , কোকনদ , কুবলয় । |
59 | পুত্র | ছেলে , তনয় , আত্মজ , দুলাল , দারক , কুমার , অঙ্গার , নন্দন , সুত । |
60 | পর্বত | গিরি , শৈল , ভূধর , অদ্রি , শিখরী , শৃঙ্গধর , ভূভৃৎ , নগ , ক্ষিতিধর , অচল , পাহাড় । |
61 | পাথর | শিল , উপল , অশ্ম , দূষৎ , কাঁকর । |
62 | পত্র | পলক , পাতা , পল্লব , কিশলয় । |
63 | পুষ্প | কুসুম , প্রসূন , ফুল , মন্জুরি । |
64 | বায়ু | অনিল , পবন , সমীর , মরুৎ , সমীরণ , মারুত , গন্ধবহ , সমীর । |
65 | বন | অটবি , কানন , গহন , কান্ডার , জঙ্গল । |
66 | বৃক্ষ | বিটপী , শাখী , শিখরী , তরু । |
67 | বিদ্যুৎ | তড়িৎ , ক্ষণপ্রভা , চপলা , চঞ্চলা , চিকুর , দামিনী , বিজলী , সৌদামিনী । |
68 | বন্ধু | সখা , মিত্র , সুরদ । |
69 | বধূ | পত্নী , দার ,কলত্র , অঙ্গনা , বনিতা , জায়া , দারা । |
70 | অম্বর | বসন , কাপড় , পোশাক । |
71 | ভ্রমর | ভোমরা , মৌমাছি , মধুকর , ষটপদ , মধুপ , অলি , ভুমগ , মধুলিট । |
72 | ময়ূর | কেকা , শিখী , শিখন্ডী , কেকী , বর্হী , কলাপী । |
73 | মৃত্যু | ইহলীলা , সংবরণ , পঞ্চত্বপ্রাপ্তি , স্বগলাভ , নিপাত , নিধন , নাশ । |
74 | যুদ্ধ | সমর , আহব , রণ । |
75 | রাজা | নৃপতি , নরপতি , ক্ষিতিপ , নরপাল নরেন্দ্র , মহীনাথ , মহীন্দ্র , ক্ষিতিীশ , বাদশা , সম্রাট । |
76 | রাত্রি | শর্বরী , যামিনী , বিভাবরী , নিশা , ক্ষণদা , নিশীথিনী । |
77 | সূর্য | রবি , তপন , আফতাব , ভাস্কর , আদিত্য , দিবাকর , দিনমনি , মাতন্ড , অংশমালী , অর্ক , সবিতা , সুর , প্রভাকর ,বিভবসু , মিহির , অরুণ , বিভাকর , দিবাবসু , হরিদশ্ব । |
78 | সাপ | সর্প , ফণী , ভুজঙ্গ , ভুজগ , অহি , নাগ , আশিষ , ফণাধর , পন্নগ । |
79 | সমুদ্র | সাগর , জলধি , বারিধি , বারীশ , অর্ণব , অম্বুধি , জলধর , পারাবার , নীলাম্বু , পাথার , জলধর , অম্বুনিধি , বারীন্দ্র । |
80 | সুন্দর | মনোহর , শোভন , চারু , রমনীয় । |
81 | স্বর্গ | বেহেশত , সুরলোক , অমরাবতী , দ্যুলোক । |
82 | সোনা | স্বর্ণ , কাঞ্চণ , সুর্বণ , হেম , কনক , হিরণ । |
83 | সাদা | শুল্ক , শ্বেত , সফেদ , ধবল , নির্মল । |
84 | হস্ত | কর , বাহু , ভূজ , হাত , পাণি । |
85 | হস্তী | হাতি , দ্বিরদ , দ্বিপ , মাতঙ্গ , বারণ , কুন্জর । |