বর্ণ   ,  ধ্বনি ও ধ্বনির পরিবর্তন

বর্ণ , ধ্বনি ও ধ্বনির পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

০১ ) ‍বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা কতটি ? ➫ ৫০ টি ।

০২ ) স্বরবর্ণ কতটি ? ➫ ১১ টি ।

০৩ ) ব্যন্জন বর্ণ কতটি ? ➫ ৩৯ টি ।

০৪ ) পূর্ণমাত্রার বর্ণ কতটি ? ➫ ৩২ টি ।

০৫ ) অর্ধমাত্রার বর্ণ কতটি ? ➫ ৮ টি ।

০৬ ) মাত্রাহীন বর্ণ কতটি ? ➫ ১০ টি ।

০৭ ) স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কতটি ? ➫ ৪ টি ।

০৮ ) ব্যন্জনবর্ণ মাত্রাহীন বর্ণ কতটি ? ➫ ৬ টি ।

০৯ ) স্বরবর্ণের সংক্শিপ্ত রূপকে কি বলে ? ➫ কার ।

১০ ) ব্যন্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ? ➫ ফলা ।

১১ ) বিলীন বর্ণ কোনটি ? ➫ অ ।

১২ ) ব্যন্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ কতটি ? ➫ ৬ টি ।

১৩ ) মৌলিকতা অনুযায়ী স্বরবর্ণ গুলোকে কতভাগে ভাগ করা যায় ? ➫ ২ ভাগে ।

১৪ ) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি ? ➫ ৭ টি ।

১৫ ) বাংলা যৌগিক স্বরধ্বনি মোট কতটি ? ➫ ২৫ টি ।

১৬ ) যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ মোট কতটি ? ➫ ২ টি ( ঐ , ঔ ) ।

১৭ ) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কতটি ? ➫ ১০ টি ।

১৮ ) উচ্ছারণের সময় অনুসারে স্বরবর্ণগুলোকে কয়ভাগে ভাগ করা হয় ? ➫ ২ ভাগে ।

১৯ ) হ্রস্ব স্বর কতটি ? ➫ ৪ টি ।

২০ ) দীর্ঘ স্বর কতটি ? ➫ ৭ টি ।

২১ ) স্পর্শধ্বনি কোনগুলো ? ➫ ক থেকে ম পর‌্যন্ত ।

২২ ) পরাশ্রয়ী বর্ণ কোনগুলো ? ➫ ং , ঃ , ঁ ।

২৩ ) নাসিক্য বা আনুনাসিক ধ্বনি কোনগুলো ? ➫ ঙ , ঞ , ণ , ন , ম ।

২৪ ) উষ্মধ্বনি কোনগুলো ? ➫ শ , ষ , স , হ ।

২৫ ) অন্তঃস্থ ধ্বনি কোনগুলো ? ➫ য , র , ল , ব ।

২৬ ) তালব্য ধ্বনি কোনটি ? ➫ য ।

২৭ ) কম্পনজাত ধ্বনি কোনটি ? ➫ র ।

২৮ ) পাশ্বিক ধ্বনি কোনটি ? ➫ ল ।

২৯ ) তাড়নজাত ধ্বনি কোনগুলো ? ➫ ড় , ঢ় ।

৩০ ) ঘোষ বর্ণের অপর নাম কি ? ➫ নাদ বর্ণ ।

৩১ ) অঘোষ বর্ণ কোনগুলো ? ➫ প্রত্যেক বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ ।

৩২ ) অল্পপ্রাণ বর্ষ কি ? ➫ যে বর্ণ উচ্ছারণের সময় বাতাস কম বের হয় তাকে অল্পপ্রাণ বর্ণণ বলে ।

৩৩ ) মহাপ্রাণ বর্ণ কি ? ➫ যে বর্ণ উচ্ছারণের সময় বাতাস বেশি বের হয় তাকে মহাপ্রাণ বর্ণ বলে ।

৩৪ ) বাংলা স্বরবর্ণে স্বরধ্বনি মূল কয়টি ? ➫ ৭ টি ।

৩৫ ) মহাপ্রাণ বর্ণ কোনগুলো ? ➫ প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ বর্ণ ।

৩৬ ) বাংলায় বর্গীয় ধ্বনি কতটি ? ➫ ২৫ টি ।

৩৭ ) অক্ষর উচ্ছারণের কাল পরিমাণকে কি বলে ? ➫ ধ্বনি ।

৩৮ ) বাংলা ভাষায় ওষ্ঠ ব্যন্জন ধ্বনির সংখ্যা কত ? ➫ ৫ টি ।

৩৯ ) ধ্বনি কত প্রকার ? ➫ ২ প্রকার ( স্বরধ্বনি ও ব্যন্জনধ্বনি ) ।

৪০ ) স্টেশন > ইস্টেশন - কোন ধরনের পরিবর্তন ? ➫ আদি স্বরাগম ।

৪১ ) প্রীতি > পিরীতি - কোন ধরনের ধ্বনির পরিবর্তন ? ➫ মধ্য স্বরাগম / বিপ্রকর্ষ বা স্বরভক্তি ।

৪২ ) স্বপ্ন > স্বপন - কোন ধরনের পরিবর্তন ? ➫ মধ্য স্বরাগম ।

৪৩ ) দিশ > দিশা - কোন ধরনের পরিবর্তন ? ➫ অন্তঃস্বরাগম ।

৪৪ ) পোখত > পোক্ত - কোন ধরনের পরিবর্তন ? ➫ অন্তঃস্বরাগম ।

৪৫ ) পরের ঈ কার আগে উচ্চারিত হলে তাকে কি বলে ? ➫ অপিনিহিতি ।

৪৬ ) আজি > আইজ - কোন ধ্বনির পরিবর্তন ? ➫ অপিনিহিতি ।

৪৭ ) মাছুয়া > মাঊছ্যা কোন ধরনের ধ্বনির পরিবর্তন ? ➫ অপিনিহিতি ।

৪৮ ) স্কুল > ইস্কুল - ধ্বনির পরিবর্তন ? ➫ আদি স্বরাগম ।

৪৯ ) একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত করা হলে তাকে কি বলে ? ➫ অসমীকরণ ।

৫০ ) শব্দের আদি বা প্রথমে স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে ? ➫ আদি স্বরলোপ ।

Adnan Mahfuj

‘‘ বাংলা ব্যাকরণ অংশে বর্ণ , ধ্বনি ও ধ্বনির পরিবর্তন থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা ব্যাকরণ অংশে বর্ণ , ধ্বনি ও ধ্বনির পরিবর্তন থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *