শব্দ-ও-যুক্তবর্ণ

শব্দ ও যুক্তবর্ণ - গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

০১ ) শব্দ কাকে বলে ? ➫ অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে ।

০২ ) শব্দ প্রধানত কয়টি উপায়ে গঠিত হয় ? ➫ ৩ টি । ( উপসর্গ , প্রত্যয় , সমাস )

০৩ ) উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার ? ➫ ৫ প্রকার ।

০৪ ) তৎসম শব্দের অর্থ কি ? ➫ তার সমান ( সংস্কৃতের ) ।

০৫ ) গঠন অনুসারে শব্দ কত প্রকার ? ➫ ২ প্রকার ( মৌলিক ও সাধিত ) ।

০৬ ) অর্থ অনুসারে শব্দ কত প্রকার ও কি কি ? ➫ ৩ প্রকার ( যৌগিক , রূঢ় বা রূঢ়ি , যোগরূঢ় ) ।

০৭ ) যৌগিক শব্দ কোনগুলো ? ➫ যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সে গুলোকে মৌলিক শব্দ বলে ।

০৮ ) ব্যাকরণ কোন ভাষার শব্দ ? ➫ তৎসম শব্দ ।

০৯ ) ‘ মনুষ্য ’ কোন ভাষার শব্দ ? ➫ তৎসম শব্দ ।

১০ ) ‘ গিন্নি ’ কোন ভাষার শব্দ ? ➫ অর্ধ - তৎসম শব্দ ।

১১ ) ‘ বাবা ’ কোন ভাষার শব্দ ? ➫ তুর্কি ।

১২ ) ‘ হেড - মৌলভী ’ কোন ভাষার শব্দ ? ➫ ইংরেজি + ফারসি ।

১৩ ) পরশ্ব শব্দের অর্থ কি ? ➫ পরশু ।

১৪ ) ‘ কমা ’ কোন ভাষার শব্দ ? ➫ ইংরজি ।

১৫ ) বাংলা ভাষায় শব্দ গঠন হয় না কোন উপায়ে ? ➫ লিঙ্গ পরিবর্তন দ্বারা ।

১৬ ) ‘ উজবুক ’ কোন ভাষার শব্দ ? ➫ তুর্কি ।

১৭ ) ‘ অনীক ’ শব্দের অর্থ কি ? ➫ সৈনিক ।

১৮ ) ‘ শিখন্ডী ’ শব্দের অর্থ কি ? ➫ ময়ূর ।

১৯ ) ‘ আফতাব ’ শব্দের অর্থ কি ? ➫ অর্ক ।

২০ ) ‘ বালতি ’ কোন ভাষার শব্দ ? ➫ পর্তুগিজ ।

২১ ) নারীকে সম্বোধনের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয় ? ➫ কল্যাণীয়াষু ।

২২ ) ‘ লাজ ’ কোন ধরনের শব্দ ? ➫ বিশেষ্য ।

২৩ ) ‘ পেয়ারা ’ কোন ভাষার শব্দ ? ➫ পর্তুগীজ ।

২৪ ) ‘ অপলাপ ’ শব্দের অর্থ কি ? ➫ অস্বীকার ।

২৫ ) ‘ চৌ - হদ্দি ’ শব্দটি কোন ভাষা থেকে আগত ? ➫ ফারসি + আরবি ।

২৬ ) ‘ কাঁচি ’ কোন ভাষার শব্দ ? ➫ তুর্কি ।

২৭ ) ‘ রামগরুডের ছানা ’ - কথাটির অর্থ কি ? ➫ ঘোমড়ামুখো ব্যক্তি ।

২৮ ) ‘ বিরাগী ’ শব্দের অর্থ কি ? ➫ উদাসীন ।

২৯ ) ‘ বামেতর ’ শব্দের অর্থ কি ? ➫ ডান ।

৩০ ) ‘ চাঁদ ’ কোন ভাষার শব্দ ? ➫ তদ্ভব শব্দ ।

৩১ ) ‘ ব্যাকরণ ’ কোন ভাষার শব্দ ? ➫ তৎসম ।

৩২ ) ‘ খেয়া ’ কোন ভাষার শব্দ ? ➫ দেশি শব্দ ।

৩৩ ) ‘ টোপর ’ কোন ভাষার শব্দ ? ➫ দেশি শব্দ ।

৩৪ ) ‘ ব্রাহ্মণ ’ কোন ভাষার শব্দ ? ➫ তৎসম / সংস্কৃত ।

৩৫ ) ‘ মনুষ্য ’ কোন ভাষার শব্দ ? ➫ তৎসম / সংস্কৃত ।

৩৬ ) ‘ কুন্তল ’ কোন ভাষার শব্দ ? ➫ তৎসম ।

৩৭ ) ‘ হস্ত ’ কোন ভাষার শব্দ ? ➫ তৎসম ।

৩৮ ) ‘ ইশতেহার ’ কোন ভাষার শব্দ ? ➫ আরবি শব্দ ।

৩৯ ) ‘ ঢেউ ’ কোন ভাষার শব্দ ? ➫ দেশি শব্দ ।

৪০ ) ‘ বোবা ’ কোন ভাষার শব্দ ? ➫ দেশি শব্দ ।

৪১ ) ‘ মুড়কি ’ কোন ভাষার শব্দ ? ➫ দেশি শব্দ ।

৪২ ) ‘ ডিঙি ’ কোন ভাষার শব্দ ? ➫ দেশি শব্দ ।

৪৩ ) ‘ চশমা ’ কোন ভাষার শব্দ ? ➫ ফারসি শব্দ ।

৪৪ ) ‘ চাদর ’ কোন ভাষার শব্দ ? ➫ ফারসি শব্দ ।

৪৫ ) ‘ সানাই ’ কোন ভাষার শব্দ ? ➫ ফারসি শব্দ ।

৪৬ ) ‘ পাউরুটি ’ কোন ভাষার শব্দ ? ➫ পর্তুগীজ শব্দ ।

৪৭ ) ‘ আনারস ’ কোন ভাষার শব্দ ? ➫ পর্তুগীজ শব্দ ।

৪৮ ) ‘ রেঁনেসা ’ কোন ভাষার শব্দ ? ➫ ফারসি শব্দ ।

৪৯ ) ‘ হরতাল ’ কোন ভাষার শব্দ ? ➫ গুজরাটি শব্দ ।

৫০ ) ‘ বাবুর্চি ’ কোন ভাষার শব্দ ? ➫ তুর্কি শব্দ ।

৫১ ) ‘ সাম্পান ’ কোন ভাষার শব্দ ? ➫ চীনা শব্দ ।

৫২ ) ‘ রিক্সা ’ কোন ভাষার শব্দ ? ➫ জাপানি শব্দ ।

৫৩ ) ‘ সিডর ’ শব্দের অর্থ কি ? ➫ চোখ ।

৫৪ ) ‘ সিডর ’ কোন ভাষার শব্দ ? ➫ সিংহলি শব্দ ।

৫৫ ) ‘ চকলেট ’ কোন ভাষার শব্দ ? ➫ মেক্সিকান শব্দ ।

৫৬ ) ‘ চুরুট ’ কোন ভাষার শব্দ ? ➫ তামিল শব্দ ।

৫৭ ) ‘ খেলনা ’ কোন ভাষার শব্দ ? ➫ হিন্দি শব্দ ।

৫৮ ) ‘ ডালপুরি ’ কোন ভাষার শব্দ ? ➫ হিন্দি শব্দ ।

৫৯ ) ‘ হেড - মৌলভি ’ কোন ভাষার শব্দ ? ➫ ইংরেজি + ফারসি ।

৬০ ) ‘ পকেটমার ’ কোন ভাষার শব্দ ? ➫ ইংরেজি + বাংলা ।

Adnan Mahfuj

‘‘ বাংলা ব্যাকরণ অংশে শব্দ ও যুক্তবর্ণ থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা ব্যাকরণ অংশে শব্দ ও যুক্তবর্ণ থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *